GST Council Meeting: একাধিক রাজ্যের চাপে শেষপর্যন্ত পিছু হঠতে বাধ্য হল কেন্দ্র। শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে এবছর সেপ্টেম্বর পর্যন্ত করোনা চিকিৎসার ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীর উপর থেকে জিএসটি দর কম করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এদিন সাংবাদিক বৈঠক করে কেন্দ্রের হয়ে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ৪৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্তগুলি দেখে নিন একনজরে-
ভ্যাকসিনের উপর ৫ শতাংশ কর নেওয়ার সিদ্ধান্ত
রেমডেসিভির, অক্সিজেন কনসেনট্রেটর ও মেডিক্যাল অক্সিজেনের উপর কর ছাড়।
টোসিলিজুম্যাম, অ্যাম্ফোটেরিসিন বি ওষুধে ৫ শতাংশ থেকে করমুক্ত করে দেওয়া হল।
আরও পড়ুন ইনকাম ট্যাক্স পোর্টালে সমস্যা! সমাধানের জন্য Infosys-কে ডাকলেন নির্মলা
রেমডেসিভির, হেপারিনের মতো ওষুধের উপর জিএসটি কমিয়ে ১২ থেকে ৫ শতাংশ করা হল।
অক্সিজেন কনসেনট্রেটর ও মেডিক্যাল অক্সিজেনের উপর, ভেন্টিলেটর ও বাইপ্যাপ মেশিনের উপর জিএসটি কমে হল ৫ শতাংশ।
কোভিড টেস্টিং কিটে জিএসটি ১২ থেকে কমে ৫ শতাংশ।
আরও পড়ুন জুলাই থেকে কার্যকর বাড়তি মহার্ঘভাতা! ২৮% বাড়তে পারে কেন্দ্রের ডিএ
এদিনের বৈঠকে নির্মলা ছাড়াও ছিলেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর, বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রী এবং মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন