Advertisment

করোনা সংকট কাটাতে ১৫০ কোটি টাকা দান 'এল অ্যান্ড টি'-র

এর আগেই করোনা মোকাবিলায় বেশ কিছু আর্থিক অনুদান এসেছে টাটা গোষ্ঠী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিশ্বজুড়ে চলছে করোনা সংকট। মুখ থুবড়ে পড়েছে দেশের অর্থনীতি। পরিস্থিতি মোকাবিলায় গঠিত হয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল। একাধিক উদ্যোগপতি এবং সংস্থা তাতে অনুদান দিয়েছে ইতিমধ্যে। সেই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন হল লারসেন অ্যান্ড টুবরো (এল অ্যান্ড টি)। ১৫০ কোটি টাকা অনুদান দিয়েছে এই ইঞ্জিনিয়রিং এবং নির্মাণ সংস্থা। পাশাপাশি জানিয়েছে চুক্তির ভিত্তিতে নিযুক্ত ১লক্ষ ৬০ হাজার কর্মীকে বেতন দেওয়ার জন্য মাসে ৫০০ কোটি টাকার আয়োজন করে রেখেছে কর্তৃপক্ষ।

Advertisment

এর আগেই করোনা মোকাবিলায় বেশ কিছু আর্থিক অনুদান এসেছে টাটা গোষ্ঠী এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফে।

আরও পড়ুন, ‘সবচেয়ে বড়ো বিপর্যয়’! করোনা যুঝতে ৫০০ কোটি দান টাটা গোষ্ঠীর

এল অ্যান্ড টি-র তরফে জানানো হয়েছে শ্রমিকদের থাকার জায়গায় খাবার এবং ন্যূনতম চাহিদা মেটানোর মতো সবরকম সুবিধে প্রদান করা হবে। ১ লক্ষ ৬০ হাজার শ্রমিকের জন্য মাসিক ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

লারসেন অ্যান্ড টুবরোর চেয়ারম্যান এএম নায়েক জানিয়েছেন, "আমরা ভারতের কোভিড-১৯ যুদ্ধ মোকাবিলায় দায়বদ্ধ। তাছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আমাদের প্রশিক্ষণ কেন্দ্র কে আইসোলেশন সেন্টারে রূপান্তরিত করেছি"।

আরও পড়ুন, চাকরি বাজারে কোভিড কামড়! কোথাও কর্মী ছাটাই, কোথাও কমল বেতন

২৪ ঘণ্টা সংস্থার স্বাস্থ্য পরিষেবা পাবেন সমস্ত কর্মী। যে কোনও রোগীকে নিকটতম হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থা।

শনিবার বিকেলে টাটা গোষ্ঠীর প্রধান রতন টাটা টুইট করে করোনা বিধ্বস্ত দেশের জন্য ৫০০ কোটি টাকা অনুদানের কথা জানিয়েছেন।

Read the full story in English

coronavirus
Advertisment