Advertisment

এসবিআই থেকে টাকা তোলার আগে যে সব তথ্য জেনে রাখা খুব জরুরি

মাসিক অ্যাভারেজ ব্যালেন্স ২৫ থেকে ৫০ হাজারের মধ্যে হলেই এসবিআই অ্যাকাউন্ট থেকে যত বার খুশি বাড়তি চার্জ ছাড়াই টাকা তোলা যাবে। অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রে উর্দ্ধসীমা ৮

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুজোর আগে এটিএম-এর সামনে লাইনটা দেখেছেন? মহম্মদ আলি পার্ক অথবা শ্রীভূমির পুজোকে হার মানাতে পারে। উৎসবের মরশুমে একটু বেহিসেবি খরচ হওয়াটাই স্বাভাবিক। তাই ঘনঘন পকেট কিমবা পার্স ফাঁকা হয়ে যাওয়াও খুব স্বাভাবিক। এইরকম পরিস্থিতিতে এসবিআই এটিএম থেকে টাকা তোলার নিয়ম গুলো জেনে রাখা ভালো।

Advertisment

১) যে সমস্ত এসবিআই গ্রাহকের অ্যাকাউন্টে মাসে ২৫ হাজার টাকা ব্যালেন্স থাকে, তাঁরা মাসে ৫ বার কোনও অতিরিক্ত চার্জ ছাড়া এসবিআই-এর এটিএম থেকে টাকা তুলতে পারবেন। অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে সর্বোচ্চ ৩ বার বাড়তি চার্জ ছাড়া টাকা তুলতে পারবেন।

২) মাসিক অ্যাভারেজ ব্যালেন্স ২৫ থেকে ৫০ হাজারের মধ্যে হলেই এসবিআই অ্যাকাউন্ট থেকে যত বার খুশি বাড়তি চার্জ ছাড়াই টাকা তোলা যাবে। অন্যান্য ব্যাঙ্কের ক্ষেত্রে উর্দ্ধসীমা ৮।

আরও পড়ুন, এসবিআই অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা আছে? তাহলে আপনি পাবেন বিশেষ সুবিধা

৩) অ্যাভারেজ মাসিক ব্যালেন্স ১ লক্ষ টাকা বা তার বেশি থাকলে যে কোনও ব্যাঙ্কের যে কোনও এটিএম থেকেই যত বার খুশি ট্রাঞ্জাকশন করা যাবে বাড়তি চার্জ ছাড়াই।

৪) আপনার অ্যাকাউন্ট অনুযায়ী সারা মাসে বাড়তি চার্জ ছাড়া যত টাকা তোলা যায়, তার বেশি তুলতে চাইলে এসবিআই এটিএম এর ক্ষেত্রে ১০+ জিএসটি লাগে।

৫) আপনার অ্যাকাউন্ট অনুযায়ী সারা মাসে বাড়তি চার্জ ছাড়া যত টাকা তোলা যায়, তার বেশি তুলতে চাইলে এসবিআই ছাড়া অন্য ব্যাঙ্কের এটিএম এর ক্ষেত্রে ২০+ জিএসটি লাগে।

আরও পড়ুন, আধার কার্ড আপডেটের খরচ কত বাড়ল?

৬) টাকা তোলা অথবা জমা দেওয়া ছাড়া মাসিক সীমা পেরিয়ে যাওয়ার পর এসবিআই এটিএম-এর মাধ্যমে ট্রানজাকশন করলে প্রতিবার ৫ টাকা+ জিএসটি দিতে হবে গ্রাহককে

৭) টাকা তোলা অথবা জমা দেওয়া ছাড়া মাসিক সীমা পেরিয়ে যাওয়ার পর এসবিআই ছাড়া অন্যান্য এটিএম-এর মাধ্যমে ট্রানজাকশন করলে প্রতিবার ৮ টাকা+ জিএসটি দিতে হবে গ্রাহককে

৮) অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে ট্রানজাকশন ব্যর্থ হলেও ২০ টাকা+জিএসটি কাটবে

৯) গ্রাহকের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্কে হলে যত খুশি ট্রানজাকশন করা যাবে বিনামূল্যে।

Advertisment