Pornhub Banned: পর্নোগ্রাফিক ওয়েবসাইট নিষিদ্ধ করে তাদের ওপর কড়া শর্তাবলী চাপিয়ে দিয়ে "ভারতীয়দের হিতে বিপরীত হচ্ছে"। লাভের মধ্যে তাঁরা "বিপজ্জনক পর্ন সাইটে গিয়ে বেআইনি কন্টেন্ট দেখবেন"। এহেন মত প্রকাশ করেছেন কানাডা-ভিত্তিক প্রাপ্তবয়স্কদের বিনোদন নেটওয়ার্ক পর্নহাবের ভাইস প্রেসিডেন্ট কোরি প্রাইস। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিত উত্তরাখণ্ড হাইকোর্টের সেই রায়, যার ফলে দেশের টেলি যোগাযোগ বিভাগ ৮২৭ টি পর্ন সাইট নিষিদ্ধ ঘোষণা করেছে।
ই-মেইলে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাইস বলেন, এখনও এই নিষেধাজ্ঞার প্রভাব কতটা পড়েছে তা দেখার সময় আসে নি, কিন্তু সাইটে "ট্র্যাফিক কমেছে"। ভারত পর্নহাবের তৃতীয় বৃহত্তম ট্র্যাফিকের উৎস, এবং অ্যালেক্সার মতে পর্নহাব বিশ্বের ২৯ তম জনপ্রিয় ওয়েবসাইট, সম্ভবত সবচেয়ে বড় প্রাপ্তবয়স্কদের বিনোদনের সাইট।
আরও পড়ুন: কোন কোন পর্ন সাইট নিষিদ্ধ করা হল, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
প্রাইস এও মনে করিয়ে দিয়েছেন যে "ভারতে পর্নোগ্রাফির বিরুদ্ধে কোনও আইন নেই, এবং প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কন্টেন্ট গোপনে দেখতে কোনও বাধা নেই"। তাঁর আরও বক্তব্য, "এটা স্পষ্ট যে ভারত সরকারের কাছে দেশের একটি অত্যন্ত গুরুতর এবং পদ্ধতিগত সমস্যার কোনও সমাধান নেই, যার ফলে বলির পাঁঠা বানানো হচ্ছে আমাদের মত অ্যাডাল্ট সাইটকে।"
অবশ্য একদিকে যেমন পর্নহাবের ভাইস প্রেসিডেন্ট সরকারি নিষেধাজ্ঞা এবং সেন্সরশিপ নিয়ে হতাশা প্রকাশ করেছেন, তেমনি এও বলেছেন যে তাঁর সংস্থা "সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক, এবং যৌথভাবে যে কোনও সমস্যার সমাধান খুঁজতে আগ্রহী, যাতে পরিস্থিতি শুধরে নেওয়া যায়"। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই নিষেধাজ্ঞার ফলে ভারতীয়রা "ঝুঁকি নিয়ে সম্ভবত অবৈধ কন্টেন্ট" দেখবেন। "আমাদের মতো সাইট, যেখানে প্রাপ্তবয়স্কদের হাতে পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে, সেখানে নিঃশর্ত নিষেধাজ্ঞা এবং কড়া শর্তাবলী আরোপ করলে ভারতীয়দের পক্ষে হিতে বিপরীত হবে," বলে মনে করেন তিনি।
আরও পড়ুন:Jio Banned 827 Porn Site: জিও গ্রাহকরা দেখতে পারবেন না পর্ন সাইট, খবর রটতেই মিমের ঢল সোশাল নেটওয়ার্কে
প্রাইসের মতে, ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহারকারীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যদিও তা প্রমাণ করার কোনও উপায় নেই। প্রসঙ্গত, ভিপিএন ব্যবহার করে আপনি নিজের আইপি অ্যাড্রেস গোপন রেখে ইন্টারনেটে বিচরণ করতে পারেন।
চলতি বছরের অক্টোবর মাসে ইলেকট্রনিকস ও তথ্য প্রযুক্তি মন্ত্রক টেলি যোগাযোগ বিভাগকে নির্দেশ দেয়, যে উত্তরাখণ্ড হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে এমন ৮২৭ টি পর্ন সাইট যেন ব্লক করে দেওয়া হয়। সেই মর্মে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে একটি নোটিশ পাঠায় টেলি যোগাযোগ বিভাগ।
Read the full story in English