CBSE Class 12, and 10 board exam timetable announcement Today, live updates: সিবিএসই পরীক্ষার দিন ঘোষণা করবেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল 'নিশঙ্ক'। গত শনিবার মন্ত্রী টুইট করে জানান, বিকেল ৫টা নাগাদ বাকি থাকা পরীক্ষার সময়সূচী ঘোষাণা করা হবে। কিন্তু, পরীক্ষা সংক্রান্ত অতিরিক্ত পর্যালোচনার কারণে মন্ত্রী পুনরায় টুইট করে জানান, সোমবার বিকেল পাঁচটার সময় ঘোষণা করা হবে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষার 'ডেটশিট'।
CBSE 10, 12 board Exam Date Sheet 2020 Live Updates:
ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে জুলাইয়ের প্রথমার্ধ থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে সিবিএসই বাকি থাকা পরীক্ষা। প্রথমদিন হোম সায়েন্স পরীক্ষা। সকাল ১০.৩০ থেকে পরীক্ষা শুরু হবে চলবে দুপুর ১.৩০ পর্যন্ত।
লকডাউনের কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বিজনেস স্টাডিজ, ভূগোল, হিন্দি, হোম সায়েন্স, সমাজতত্ত্ব, কম্পিউটার সায়েন্স (নতুন এবং পুরোনো), ইনফরমেশন প্র্যাকটিস (নতুন এবং পুরোনো), তথ্য প্রযুক্তি এবং বায়ো টেকনোলজির জন্য পরীক্ষা হবে।
আরও পড়ুন:‘ই-বিদ্যা’য় জোর, অনলাইন শিক্ষাব্যবস্থায় অভিনব পদক্ষেপ কেন্দ্রের
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে নবম এবং একাদশ শ্রেণির সমস্ত অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন (সিবিএসই)। মানবসম্পদ উন্নয়ন (এইচআরডি) মন্ত্রী রমেশ পোখরিয়া তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, নবম ও একাদশ শ্রেণির জন্য অনলাইন / অফলাইনে পরীক্ষা হবে। এদিন মন্ত্রী স্কুলগুলিকে পুনরায় পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দেওয়ার জন্য নির্দেশ দেন। অন্যদিকে, উত্তর পূর্ব দিল্লির শিক্ষার্থীদের মধ্যে যারা দাঙ্গার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
Live Blog
CBSE Board Class 10, Class 12 Remaining Exam Date Sheet 2020 Live Updates: সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সংক্রান্ত তথ্য ও রুটিন জানতে চোখ রাখুন এখানে...
সোশাল মিডিয়া মারফত অনলাইনে শিক্ষর্থীদের সঙ্গে কথা বলেন কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। এদিন তিনি ঘোষণা করেন, জুলাইয়ের ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে নেওয়া হবে জয়েন্ট মেইন পরীক্ষা। ২৬ জুলাই হবে নিট পরীক্ষা। একইসঙ্গে, জয়েন্ট অ্যাডভান্স পরীক্ষার সময় ঘোষণা করেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরায়েল ‘নিশঙ্ক’।
১ এপ্রিল সিবিএসই ঘোষণা করেছিল দেশব্যাপী লকডাউন জারি করার কারণে ৯০ টির মধ্যে ২৯ টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে, উত্তর পূর্ব দিল্লির শিক্ষার্থীদের মধ্যে যারা দাঙ্গার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) জেইই অ্যাডভান্সডের মেধাতালিকা ঘোষণা করার আগে, অগাস্ট-শেষ সপ্তাহের মধ্যে ঘোষিত হবে সিবিএসই ১২ শ্রেণির পরীক্ষার ফলাফল।
উত্তর পূর্ব দিল্লির শিক্ষার্থীদের মধ্যে যারা দাঙ্গার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে। ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যেই উত্তর-পূর্ব দিল্লিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা।
প্রতিদিনই সকাল ১০.৩০ থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর ১.৩০ পর্যন্ত।
১ জুলাই সমাজতত্ত্ব, ২ জুলাই বিজ্ঞানের থিওরি পেপার, ১০ জুলাই হিন্দি কোর্স এ ও বি, ১৫ জুলাই ইংলিশ কমিউনিকেটিভ ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটরেচার।
১ ও ২ জুলাই গোটা ভারতে হোম সায়েন্স, হিন্দি ইলেক্টিভ ও হিন্দি কোর বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর, ৭ জুলাই অনুষ্ঠিত হবে ইনফরমেশন প্র্যাকটিস (নতুন ও পুরোনো ), কম্পিউটার সায়েন্স (নতুন ও পুরোনো), ও তথ্য প্রযুক্তি। ৯ জুলাই, বিসনেজ স্টাডিজ, ১০ জুলাই বায়োটেকনোলজি, ১১ জুলাই ভূগোল, ১৩ জুলাই সমাজতত্ত্ব।
১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত পরীক্ষা চলবে। প্রতিদিনই সকাল ১০.৩০ থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর ১.৩০ পর্যন্ত।