ভারতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর সরকারি নির্দেশ মেনে স্থগিত করা হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (জেইই) মেইনস। ৭ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল জয়েন্ট এন্ট্রান্স মেইনসের পরীক্ষার। প্রায় ৯ লক্ষ পরীক্ষার্থীর এই পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু করোনার থাবা থেকে বাঁচাতে পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, পর্যবেক্ষক এবং মা-বাবারা যারা পরীক্ষার দিন উপস্থিত থাকবেন, তাঁদের সুরক্ষার দিকটি বিবেচনা করেই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন: ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে স্থগিত সিবিএসই, আইএসই, জয়েন্ট, ইউনিভার্সিটি পরীক্ষা
এদিকে জয়েন্ট এন্ট্রান্স পিছিয়ে গেলেও উদ্বিগ্ন পড়ুয়ারা। কারণ ওই একই সময়ে হওয়ার কথা ছিল বোর্ডের পরীক্ষাগুলি। কিন্তু করোনার জেরে পিছিয়ে যায় এই পরীক্ষাগুলিও। যদিও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে বলা হয়েছে যে শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই পরীক্ষার পরবর্তী দিনক্ষণ ঘোষণা করা হবে।
আরও পড়ুন: পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক, ১৫ এপ্রিলের পর বাকি পরীক্ষা
জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ)-এর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ৩১ মার্চ ঘোষণা করা হবে পরবর্তী দিন। যেহেতু অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ, স্থান এবং অন্যান্য বিবরণ রয়েছে সেই কারণে স্থগিতাদেশ দেওয়া হল জয়েন্টের অ্যাডমিট কার্ড প্রকাশেও। জানা যাচ্ছে ৩১ মার্চ প্রকাশ করা হবে অ্যাডমিট কার্ডও। মোট ৯ লক্ষ ২১ হাজার ২৬১ জন পরীক্ষার্থীর এই জয়েন্টে বসার কথা ছিল।
Read the story in English