scorecardresearch

Madhyamik 2024: ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু কবে থেকে? দিনক্ষণ-সূচি ঘোষণা পর্ষদের

আগামী বছর লোকসভা ভোট হবে। ফলে পরীক্ষা দিন কয়েক এগিয়ে আনা হয়েছে।

wbbse madhyamik 2024 exam date announced , ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু কবে থেকে? দিনক্ষণ-সূচি ঘোষণা পর্ষদের
এবারের ফল প্রকাশের দিনেই আগামী বছরের মাধ্যমিকের সূচি ঘোষণা।

২০২৩ সালের২ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিনই আগামী বছরের (২০২৪) পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪ সালে ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পর্ষদ সূত্রে খবর, আগামী বছর লোকসভা ভোট হবে। ফলে পরীক্ষা দিন কয়েক এগিয়ে আনা হয়েছে। এ বছর ২৪ শে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছিল ৪ঠা মার্চ।

এদিন ফলাফল প্রকাশের সময়ই মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগামী বছরের পরীক্ষার সূচি জানিয়েছেন।

এক নজরে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি-

  • ২ ফেব্রুয়ারি ২০২৪- প্রথম ভাষার পরীক্ষা
  • ৩ ফেব্রুয়ারি ২০২৪- দ্বিতীয় ভাষার পরীক্ষা
  • ৫ ফেব্রুয়ারি ২০২৪- ইতিহাস
  • ৬ ফেব্রুয়ারি ২০২৪- ভূগোল
  • ৮ ফেব্রুয়ারি ২০২৪- অঙ্ক
  • ৯ ফেব্রুয়ারি ২০২৪- জীবন বিজ্ঞান
  • ১০ ফেব্রুয়ারি ২০২৪- ভৌত বিজ্ঞান
  • ১২ ফেব্রুয়ারি ২০২৪- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা

পর্ষদ সভাপতির ঘোষণা অনুসারে এ বছরের মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার ৮৬.১৫৷ বাতিল হয়েছে ২০ জনে পরীক্ষা। পাশের হারের নিরিখে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর৷ এই জেলায় পাশের হার ৯৬.৮১ শতাংশ৷ তারপরেই কালিম্পং এবং কলকাতা৷ এবার মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের দেবদত্তা মাজি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’

আরও পড়ুন- WB Madhyamik Result 2023 Live: মাধ্যমিকে জেলার জয়-জয়কার, মেধা তালিকায় নেই কলকাতা

আরও পড়ুন- WBBSE 10th Result 2023 Declared: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাঝি, বড় হয়ে কী হতে চায় কৃতি ছাত্রী?

আরও পড়ুন- WBBSE 10th Result 2023: মাধ্যমিকে দ্বিতীয় শুভম পাল, মায়ের কাছে পড়েই সাফল্যের চুড়ায় কৃতী ছাত্র

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: Wbbse madhyamik 2024 exam date announced