/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/prasun-759.jpg)
‘আক্রান্ত’ হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।
General Election 2019: আধা সেনার হাতে ‘মার’ খেলেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়ার দাশনগরের বালিটিকুরিতে তৃণমূল প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে আধা সেনার বিরুদ্ধে। বিজেপিকে ভোট দিতে বলছে আধা সেনা, এই অভিযোগ ঘিরে বুথ চত্বরে প্রসূনের সঙ্গে তুমুল বচসা বাধে আধা সেনার। সেসময়ই প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
#WATCH West Bengal: Scuffle breaks out between TMC's MP from Howrah, Prasun Banerjee and security forces at polling booth no. 49 & 50 in Howrah. #LokSabhaElections2019#Phase5pic.twitter.com/UOoZcEzUce
— ANI (@ANI) May 6, 2019
আরও পড়ুন: ভোটের শুরুতেই রক্তপাত, ব্যারাকপুরে ঠোঁট ফাটল অর্জুনের
ঠিক কী ঘটেছে?
হাওড়ার বালিটিকুরির মুক্তরাম স্কুলে ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন বলে অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। বুথ থেকে তৃণমূল কর্মী সমর্থকদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ কেন্দ্রীয় বাহিনীরপ জওয়ানদের বিরুদ্ধে। কলার ধরে তাঁদের টেনে বের করা হয়। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় আধা সেনার সঙ্গে বচসা বাধে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। সেসময়ই হাওড়ার বিদায়ী সাংসদকে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূলের। প্রসূনকে মারধরের জেরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/prasun-beaten-759.jpg)
আরও পড়ুন:West Bengal Lok Sabha 2019 Polling Live: পঞ্চম দফার ভোটে আক্রান্ত ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা
অন্যদিকে, পঞ্চম দফার ভোটে ব্যারাকপুরে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। সাতসকালেই ভোট ঘিরে উত্তেজনা ছড়াল ব্যারাকপুরের মোহনপুরে। হামলায় অর্জুনের ঠোঁট কেটে যায়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। অর্জুনের বিরুদ্ধে পাল্টা গুন্ডাগিরির অভিযোগ করেছে তৃণমূল। এদিন ব্যারাকপুরের বিভিন্ন এলাকায় দফায় দফায় অর্জুনকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল।