Advertisment

সংক্রমণের বাড়বাড়ন্তে মোদীর কর্মসূচিতে কাটছাঁট, এক দিনেই পরপর ৪ সভা

২৩ এপ্রিল মালদা, মুর্শিদাবাদ, বোলপুর এবং কলকাতায় সভা করবেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
modi campaign west bengal election 2021

বাংলায় প্রচারে নরেন্দ্র মোদী। ছবি- শশী ঘোষ

ভোটবঙ্গে বেলাগাম করোনার জেরে আগেই ছোট সভার পক্ষে সওয়াল করেছে বামেরা। মমতাও প্রচারে রাশ টেনেছেন। এবার সামাজিক দূরত্ববিধি মেনে বাংলায় একদিনে চার সভা করবেন মোদী। সভাস্থলে লাগানো হবে বড় এলইডি স্ক্রিন। নির্দেশপিএমও-র। বিষয়টি টুইট করে জানিয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও।

Advertisment

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর ২২ এপ্রিলের সভা বাতিল হয়েছে। ২৩ এপ্রিল মালদা, মুর্শিদাবাদ, বোলপুর এবং কলকাতায় সভা করবেন তিনি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এখনও পর্যন্ত ১৮টি সভা করেছেন মোদী। আরও চারটি সভা তাঁর বাকি রয়েছে।

আরও পড়ুন- বাংলায় এখনই লকডাউন-নাইট কার্ফু নয়, আতঙ্কের কারণ নেই : মমতা

এছাড়া প্রচারসভায় বাড়তি সতর্কতা হিসাবে কর্মীদের জন্য় সর্বত্র পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখা হবে। সমাবেশে স্বেচ্ছাসেবকদের বলা হয়েছে, সমাবেশে আসা মানুষেরা সকলেই যেন মাস্ক পরে থাকেন তা নিশ্চিত করতে হবে। যাঁদের মাস্ক থাকবে না, তাঁদের দলের পক্ষ থেকে মাস্ক দেওয়া হবে।

আরও পড়ুন- বাংলায় আকাশছোঁয়া সংক্রমণের জন্য দায়ী মোদী-পদত্যাগ করুন: মমতা

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু বাংলা। তার মধ্যে নির্বাচন আরও বিপদ বাড়িয়েছে। মিটিং, মিছিল, র্যালি, রোড শো অরক্ষিত মুখের ভিড় সুপার স্প্রেডারের কাজ করেছে। আক্রান্ত হয়েছেন একাধিক প্রার্থী। স্বাস্থ্য সচেতকরা বলছেন, এই পরিস্থিতিতে বাতিল করা হোক নির্বাচনী প্রচার। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, সংক্রমণ রুখতে কেবল পুলিশই দায়িত্ব নেবে না, সতর্ক হতে হবে রাজনৈতিক নেতাদেরও। এখনও বাকি তিন দফা। তার মধ্যে কী পরিস্থিতি তৈরি হবে, ভাবাচ্ছে সকলকে। রবিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে দৈনিক সংক্রমণ ৮ হাজার ৪১৯ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ৫৯ হাজার ৯২৭ জন।

পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। তবে লকডাউন বা নাইট কার্ফুর সম্ভাবনা এখনই নেই বলে আস্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021 modi
Advertisment