West Bengal Lok Sabha Election 2019: হাতে আর মাত্র একদিন, তারপর ফের দেশের বিভিন্ন প্রান্তের মতো ভোটের লাইনে দাঁড়াবে বাংলা। সোমবার চতুর্থ দফার লোকসভা ভোট বাংলার ৮ কেন্দ্রে। বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, রানাঘাট, আসানসোল, বোলপুর, বীরভূমে ভোটের আগে শেষবেলায় সরগরম প্রচারযুদ্ধ। গত কয়েকদিন ধরে টানা ভোটপ্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও নির্বাচনী সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘দেশের সবচেয়ে বড় বিপদ হচ্ছে বিজেপি দল। নিজেরা ভালো থাকতে চাইলে বিজেপিকে ভোট দেবেন না। গত ৫ বছরে কোনও কাজ করেনি বিজেপি।ওরা থাকলে আগামী দিনে দেশটাকে সর্বনাশ করে দেবে।’’
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
শুক্রবার আসানসোল ও রানিগঞ্জের সভা থেকে বিজেপির বিদায়ী সাংসদ বাবুল সুপ্রিয়কে তীব্র ভাষায় নিশানা করলেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন,‘‘আপনাদের এখানকার সাংসদ কিছু কাজ করেননি। দিল্লির মন্ত্রী হয়ে বসে রয়েছেন। কিচ্ছু কাজ করেননি। এখানে আসেন, আর নাটকবাজি করেন। উনি শুধু দাঙ্গা করেছেন। আসানসোলকে দাঙ্গাস্থান হতে দেব না। ওঁর নেতা যেমন মিথ্যা কথা বলেন, উনিও তেমন মিথ্যা কথা বলেন।’’ পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘কয়লাখনিতে মাফিয়ারাজ চালাচ্ছে বিজেপি। রানিগঞ্জের কয়লাখনিতে তৃণমূলের কেউ মাফিয়ারাজ চালায় না। খনির নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রের পুলিশ। তৃণমূলের কেউ জড়িত থাকলে তাহলে কেন গ্রেফতার করা হচ্ছে না?’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে বাবুল কাজ করেন না, নাটক-দাঙ্গা করেন: মমতা
অন্যদিকে, শুক্রবার বারাণসীতে মনোনয়নপত্র পেশ করলেন নরেন্দ্র মোদী। মনোনয়নপত্র পেশের আগে কাল ভৈরব মন্দিরে পুজো দেন মোদী। মোদীর মনোনয়নপত্র পেশের সময় ছিলেন অমিত শাহ, উদ্ধব ঠাকরেরা। এদিকে, বিবেক ওবেরয় অভিনীত ‘পি এম নরেন্দ্র মোদী’ মুক্তির আবেদন শুক্রবার খারিজ করল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ছবি মুক্তির জন্য আবেদন করেছিল প্রযোজক সন্দীপ সিং। শুক্রবার সেই আবেদনকে নাকচ করে দিয়েছে শীর্ষ আদালত। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছিল, ১৯ মে শেষ দফার ভোটের আগে মুক্তি পেতে পারবে না এই বায়োপিক। শুক্রবার সেই সিদ্ধান্তকেই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মোদীর বায়োপিক মুক্তির আবেদনে সুপ্রিম স্থগিতাদেশ বহাল
Live Blog
বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, রানাঘাট, আসানসোল, বোলপুর, বীরভূমে ভোটের আগে শেষবেলায় সরগরম প্রচারযুদ্ধ। আজও জেলায় জেলায় নির্বাচনী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
রাজ্যের মুসলমান সম্প্রদায়ের উদ্দেশে একটি চিঠি লিখেছেন ইমাম। বাকি রাজ্যেও সেরকমই হচ্ছে। এবার যেন ভেবে চিন্তে তবেই ভোট দেন মানুষ, চিঠিতে পরামর্শ দেওয়া হয়েছে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে। সারা রাজ্যজুড়েই মুসলিম সম্প্রদায়ের মানুষকে ইমাম পরামর্শ দিচ্ছেন ধর্মনিরপেক্ষ দলকে ভোট দেওয়ার জন্য। তাঁদের মত, মুসলিম ভোট ভাগ হওয়া মানে ফ্যাসিবাদকে জায়গা করে দেওয়া। ফজলুর রহমান, সর্বভারতীয় মিল্লি কাউন্সিলের বাংলা শাখার সভাপতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানালেন কোনও কেন্দ্রে যে ধর্মনিরপেক্ষ দলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই দলকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ফ্যাসিবাদের পথ আটকাতে ধর্মনিরপেক্ষ দলকে ভোট দেওয়ার পরামর্শ ইমামের
‘‘বহুরূপীর মতো রূপ বদলান মোদী। নাটক করে চাওয়ালা সেজেছিলেন মোদী। এখন নাকি চৌকিদার হয়ে দেশ চালাবে!’’, হাওড়ার পাঁচলার সভায় মোদীকে কটাক্ষ মমতার
‘‘সুলতান আহমেদের মৃত্যুর বয়স হয়নি। সুলতানের উপর মানসিক অত্যাচার করেছে বিজেপি’’,হাওড়ার পাঁচলার সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, নারদকাণ্ডে নাম জড়িয়েছিল উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সুলতান আহমেদের। এ ঘটনায় সুলতানকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুলতানের। নারদাকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের জেরে মানসিক চাপে ভুগছিলেন সুলতান, এমনই অভিযোগ উঠেছিল।
গার্ডেনরিচে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এখনও এ প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেয়নি তৃণমূল।
‘‘৫ বছরে চায়ে বিষক্রিয়া হয়ে গিয়েছে, তাই এখন চৌকিদার হয়ে গিয়েছে। যে নেতা বহুরূপীর মতো রং বদলায়, সেই চৌকিদার কেমন চৌকিদার! বিজেপির সরকার ভুঁইফোড় সরকার। আপনি যত আমায়া গালাগাল দেবেন, আমি তত এগোব’’, হাওড়ার জয়পুরের সভায় মোদীকে নিশানা মমতার।
রসগোল্লা বানানো হচ্ছে, ছানার নয়, মাটির রসগোল্লা বানাচ্ছি। তার মধ্যে বালি-কাঁকড় ঢুকিয়ে দেব, খাবে দাঁত ভাঙবে: মমতা
পুরুলিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার প্রসঙ্গে মুখ খুললেন মমতা। পাণ্ডুয়ার সভায় মমতা বলেন, ‘‘প্রধানমন্ত্রী রোজ এসে উস্কানিমুলক কথা বলছেন। উনি রোজ বলছেন, সবাইকে নাকি আমরা গলায় দড়ি দিয়ে মেরে ফেলি। আত্মহত্যা করাও অপরাধ। অনেক সময় গ্রামের দিকে আত্মহত্যার ঘটনা ঘটে। কেউ গাছে দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আমরা চাই না কেউ আত্মহত্যা করুক। একটা জেলায় উনি বলছেন, আমার ছেলেরা নাকি গলায় দড়ি দিয়ে ওদের কর্মীকে মেরে দিয়েছে। এটা আত্মহত্যার ঘটনা। একটা দুটো কেস হয়েছে সিআইডিকে দিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার উল্লেখ করা হয়েছে।’’ প্রসঙ্গত, কয়েকদিন আগে পুরুলিয়ায় এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বাংলায় ভোটপ্রচারে এসে মোদী বলেন, বিজেপি কর্মীদের উপর যারা অত্যাচার চালিয়েছে, তারা শাস্তি পাবেই। এদিন, পুরুলিয়ার ঘটনা প্রসঙ্গেই মমতা একথা বললেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
সিপিএমের হার্মাদরা বিজেপির ওস্তাদ। বিজেপির দয়ায় বেঁচে রয়েছে সিপিএম: মমতা
পাণ্ডুয়ার সভায় বিজেপিকে নিশানা মমতার। এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘‘বিজেপি হচ্ছে ৪৪০ ভোল্ট। দেশের সবচেয়ে বড় বিপদ হচ্ছে বিজেপি দল। নিজেরা ভালো থাকতে চাইলে বিজেপিকে ভোট দেবেন না। গত ৫ বছরে কোনও কাজ করেনি বিজেপি।ওরা থাকলে আগামী দিনে দেশটাকে সর্বনাশ করে দেবে।’’