Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: কংগ্রেসকে জেতাতে না পারলে সরতে হবে মন্ত্রীদের: অমরিন্দর সিং

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: লোকসভা নির্বাচনের মুখে বিস্ফোরক মন্তব্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, Captain Amarinder Singh, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ, অমরিন্দর সিং

West Bengal Lok Sabha Election 2019 : ক্যাপ্টেন অমরিন্দর সিং।ছবি: টুইটার।

West Bengal Lok Sabha Election 2019: তৃতীয় দফার ভোট শেষ, এবার নজরে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফার ভোটের মতোই চতুর্থ দফার ভোটের আগেও বাংলায় সরগরম প্রচারযুদ্ধ। মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিনই মোদী-মমতার ভোটপ্রচার ঘিরে তেতে ছিল বঙ্গ রাজনীতি। আজও বাংলায় মোদী-মমতা দ্বৈরথ।আজ শ্রীরামপুরের সভা থেকে মোদীকে ফের নিশানা করে মমতা বলেন, ‘‘চাওয়ালা থেকে চৌকিদার, এমন নেতা চাই না। তুমি যত আসবে, আমি তত জিতব, তুমি যত দফা করবে, আমি তত দফায় জিতব, তুমি যত কেন্দ্রীয় বাহিনী পাঠাবে, আমি তত জিতব।’’ অন্যদিকে, মমতাকে নিশানা করে মোদী বলেন, ‘‘দিদির সূর্য ডুবতে চলেছে।’’

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

মঙ্গলবার আসানসোলে এক জনসভায় মোদী বলেন, “কয়েকটি আসনে লড়াই করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন দিদি! প্রধানমন্ত্রীর পদ নিলামে পাওয়া গেলে লুটে নেওয়া জিনিস নিয়ে হাজির হয়ে যেত তৃণমূল আর কংগ্রেস। প্রধানমন্ত্রীর পদ নিলামে মেলে না। তাহলে ওই পদ সারদা-নারদের টাকায় কেনা হয়ে যেত। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে সাধারন মানুষের ভোটে জিতে আসতে হয়। ১৩০ কোটি দেশবাসীর আশীর্বাদে ওই পদ পাওয়া যায়।” অন্যদিকে, অমিত শাহকে নিশানা করে মমতা এক সভায় বলেন, ‘‘বিহার, উত্তরপ্রদেশ, আসামে তোমার সরকার রয়েছে, কত বাহিনী দিয়েছো? কত অফিসার বদলেছো? এই বাংলাই তোমায় টাইট করে ছেড়ে দেবে। বাংলার বিরুদ্ধে এত হিংসা কেন? আমি ওদের বিরুদ্ধে কথা বলি, তাই আমার বিরুদ্ধে এত কথা বলেন। আমি ভাঙি তবু মচকাই না। বাংলাই এবার ভারতবর্ষ দখল করবে’’। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে বাংলাই তোমায় টাইট করবে, শাহকে হুঙ্কার মমতার

অন্যদিকে, লোকসভা নির্বাচনের তৃতীয় দফাতেই প্রথমবার বাংলায় প্রাণ ঝরল। মঙ্গলবার মুর্শিদাবাদের ভগবানগোলায় কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে বাঁধে। সেই সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম টিয়ারুল শেখ। টিয়ারুল কংগ্রেস কর্মী বলে দাবি। এছাড়া জখম হয়ে আরও ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিন জখম অবস্থায় টিয়ারুল শেখকে বহরমপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে ঘর থেকে মিলেছে ভোটকর্মীর মৃতদেহ। মৃত ব্যক্তির নাম বাবুলাল মুর্মু। তিনি কুশমুন্ডি সরলা স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে কমিশনের কড়া নজর সত্ত্বেও প্রাণহানি, তিন দফাতেই রক্তাক্ত বাংলা

Live Blog

মোদী-মমতার বাগযুদ্ধে সরগরম রইল বঙ্গ রাজনীতি। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the  Updates here:














16:41 (IST)24 Apr 19





















রানাঘাটের সভায় মোদী

16:16 (IST)24 Apr 19





















কংগ্রেসকে জেতাতে না পারলে সরানো হবে মন্ত্রীদের: অমরিন্দর সিং

লোকসভা নির্বাচনের মুখে বিস্ফোরক মন্তব্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের। তিনি বলেন, হাই কম্যান্ডের নির্দেশানুসারে পাঞ্জাবের যেসব মন্ত্রীরা তাঁদের নিজেদের এলাকা থেকে দলের জয় (চলতি লোকসভা ভোটে) নিশ্চিত করতে পারবেন না, তাঁদের মন্ত্রিসভা থেকে সরানো হবে।

16:02 (IST)24 Apr 19





















বর্ধমানে মমতার পদযাত্রা
15:35 (IST)24 Apr 19





















মমতাকে জবাব মোদীর

15:19 (IST)24 Apr 19





















মমতাকে ফের নিশানা মোদীর

15:08 (IST)24 Apr 19





















বোলপুরের সভায় মোদী

14:55 (IST)24 Apr 19





















নিজের বায়োপিক নিয়ে কী বললেন মমতা?

লোকসভা নির্বাচনের মরশুমে মোদীর বায়োপিকের পর কমিশনের নজরে মমতার বায়োপিক। ‘বাঘিনী’র ট্রেলার প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। কিন্তু বায়োপিকের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনটাই জানালেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার টুইট করে প্রথমবার বায়োপিক নিয়ে মুখ খুললেন মমতা। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে বায়োপিকের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: মমতা

14:41 (IST)24 Apr 19





















কৃষ্ণনগরের সভায় মমতা
" id="lbcontentbody">
14:31 (IST)24 Apr 19





















মমতার বায়োপিক নিয়ে ‘কড়া’ কমিশন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক ‘বাঘিনী: বেঙ্গল টাইগ্রেস’-এর ট্রেলার সমস্ত অনলাইন সাইট থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন বলেন, ট্রেলার যাতে অনলাইনে কোথাও দেখা না যায় সেটা নিশ্চিত করতে ”জরুরি পদক্ষেপ” নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সুনিশ্চিত করছে যাতে কোনও সাইটে এই ট্রেলার দেখা না যায়। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ওয়েব থেকে ‘বাঘিনী’-র ট্রেলার তুলে নেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের

publive-image

14:00 (IST)24 Apr 19





















মোদীকে আক্রমণ মমতার

শ্রীরামপুরের সভায় মোদীকে কড়া ভাষায় আক্রমণ মমতার। এদিন তৃণমূল নেত্রী বলেন, ‘‘চাওয়ালা থেকে চৌকিদার, এমন নেতা চাই না। তুমি যত আসবে, আমি তত জিতব, তুমি যত দফা করবে, আমি তত দফায় জিতব, তুমি যত কেন্দ্রীয় বাহিনী পাঠাবে, আমি তত জিতব।’’

13:58 (IST)24 Apr 19





















কর্মসংস্থান নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

সিপিএম আমাকে এত জ্বালিয়েছে, এত মেরেছে, তাও সিপিএমের একটা লোকেরও চাকরি খাইনি, মানবিক দিক বজায় রেখেছি। বিজেপিকে দেখুন, সবার চাকরি কেড়ে নিচ্ছে: মমতা

13:49 (IST)24 Apr 19





















কর্মসংস্থান নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

সিপিএম আমাকে এত জ্বালিয়েছে, এত মেরেছে, তাও সিপিএমের একটা লোকেরও চাকরি খাইনি, মানবিক দিক বজায় রেখেছি। বিজেপিকে দেখুন, সবার চাকরি কেড়ে নিচ্ছে: মমতা

13:42 (IST)24 Apr 19





















বিজেপিকে নিশানা মমতার

ভোটের সময় গদা-তরোয়াল নিয়ে বেরোয়। বলে রথ টানছে। বিজেপির আবার রথ কেন? মাহেশের রথ আছে জানি। ওঁরা আবার কবে  থেকে জগন্নাথ হলেন: মমতা

13:02 (IST)24 Apr 19





















শ্রীরামপুরের সভায় মমতা
13:00 (IST)24 Apr 19





















কংগ্রেসে বিজেপি সাংসদ উদিত রাজ

12:56 (IST)24 Apr 19





















ভোটপ্রচারে উর্মিলা মাতন্ডকর

12:25 (IST)24 Apr 19





















আজ ভোটপ্রচারে উত্তরপ্রদেশে রাহুল গান্ধী

12:05 (IST)24 Apr 19





















ঝাড়খণ্ডের সভায় মোদী

11:15 (IST)24 Apr 19





















মোদীকে নিশানা অভিষেকের

দেশকে লুঠ করতে এসেছেন চৌকিদার। প্রধানমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপির নাম থাকবে না আর। এই দু’নম্বরি দলকে আর ভোট নয়: অভিষেক বন্দ্যোপাধ্যায়

10:50 (IST)24 Apr 19





















প্রধানমন্ত্রী হবেন ভেবেছিলেন কখনও মোদী?

10:34 (IST)24 Apr 19





















মালা রায়ের সমর্থনে রোড শো অভিষেকের

কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে রোড শো-তে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা পর্যন্ত রোড শো। 

10:33 (IST)24 Apr 19





















মোদীর সঙ্গে বারাক ওবামার সম্পর্ক কেমন? কী বললেন প্রধানমন্ত্রী?

#WATCH PM Narendra Modi in an interaction with Akshay Kumar speaks on his friendship with former US President Barack Obama pic.twitter.com/rGxgPJAAlC— ANI (@ANI) April 24, 2019

10:29 (IST)24 Apr 19





















নিজের ফ্যাশন স্টাইল নিয়ে কী বললেন মোদী?

" id="lbcontentbody">
10:09 (IST)24 Apr 19





















মোদীকে প্রতিবছর উপহার পাঠান মমতা

রাজনীতির আঙিনায় যতই একে অপরের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানান না কেন, মোদী-মমতার ব্যক্তিগত সম্পর্ক কিন্তু অনেকটাই ‘মধুর’, অন্তত এমনটাই জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী। বাংলার মুখ্যমন্ত্রী তাঁকে বছরে নিয়ম করে কুর্তা-মিষ্টি পাঠান, বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে দেওয়া ছকভাঙা সাক্ষাৎকারে এমনটাই জানালেন নমো। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মমতাদি প্রতি বছর আমায় মিষ্টি-কুর্তা পাঠান: মোদী

publive-image

09:02 (IST)24 Apr 19





















মোদীর সাক্ষাৎকার নিচ্ছেন অক্ষয় কুমার

09:01 (IST)24 Apr 19





















আজ ভোটপ্রচারে বিহারে অমিত শাহ

08:54 (IST)24 Apr 19





















অক্ষয় কুমারের মুখোমুখি মোদী

08:47 (IST)24 Apr 19





















আজ বাংলায় জোড়া সভা মোদীর

08:33 (IST)24 Apr 19





















আজ তিনটি সভা মমতার
লোকসভা নির্বাচন ২০১৯: প্রথম ও দ্বিতীয় দফার মতোই তৃতীয় দফার লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই জয়-পরাজয়ের হিসাব দিলেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবারের নির্বাচনে পাঁচ আসনে আসনে বিজেপি ২ আসনে জয় পাবে, এ ব্যাপারে নিশ্চিত ‘ভোট ম্যানেজার’ মুকুল। মুর্শিদাবাদের দুই আসনে বিজেপি একটিও জিতবে না বলেই জানিয়েছেন মুকুল রায়। এদিন তৃণমূল কংগ্রেসকে একটি আসন দিয়েছে একদা তৃণমূলের প্রধান সেনাপতি। আর সেই আসনটি হল মুর্শিদাবাদ। তাঁর মতে, জঙ্গিপুরে জয়ী হবে কংগ্রেস। মুকুল এদিন দাবি করেন, মালদা উত্তর কেন্দ্র জয়ী হবে বিজেপি এবং মালদা দক্ষিণ আসনে যেতে চলেছে কংগ্রেসের ঝুলিতে। এছাড়া বালুরঘাটে বিজেপির জয় নিয়ে কোনও সংশয় নেই বলেই জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মুকুলের হিসাব: ১০টি লোকসভা আসনের মধ্যে ১টি পাবে তৃণমূল! কোনটি?

রাহুলের দুঃখপ্রকাশে চিড়ে ভিজল না সুপ্রিম কোর্টের। ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের প্রেক্ষিতে এবার রাহুলকে নোটিস দিল দেশের শীর্ষ আদালত। রাফাল মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাহুল বলেছিলেন, সুপ্রিম কোর্টও বলেছে চুরি হয়েছে। রাহুলের এহেন মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি। এরপরই কংগ্রেস সভাপতির জবাব তলব করে আদালত। সোমবারই জবাব দিতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে ক্ষমা চান রাগা। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে আদালতে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান, রাহুলকে নোটিস

tmc bjp CONGRESS PM Narendra Modi Mamata Banerjee CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment