Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: বাংলা তোমায় মাটির লাড্ডু দেবে: মমতা

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: ‘‘আগে ছিল চাওয়ালা, এখন হয়েছে চৌকিদার।বাংলায় ভোট চাইতে আসছেন। বাংলা তোমায় মাটির লাড্ডু দেবে’’, দুর্গাপুরের সভায় মোদীকে আক্রমণ মমতার।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019, mamata, লোকসভা নির্বাচন ২০১৯, মমতা

West Bengal Lok Sabha Election 2019: মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Lok Sabha Election 2019: শেষমেশ বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে লড়বেন কংগ্রেসের অজয় রাই। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর প্রার্থী হওয়া নিয়ে জোর জল্পনা চলছিল। এমনকি, দল চাইলে তিনি বারাণসী থেকে লড়বেন বলেও জানিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক।

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

বুধবার শ্রীরামপুরের সভা থেকে মোদীকে ফের নিশানা করে মমতা বলেন, ‘‘চাওয়ালা থেকে চৌকিদার, এমন নেতা চাই না। তুমি যত আসবে, আমি তত জিতব, তুমি যত দফা করবে, আমি তত দফায় জিতব, তুমি যত কেন্দ্রীয় বাহিনী পাঠাবে, আমি তত জিতব।’’ অন্যদিকে, বোলপুরের সভায় মমতাকে নিশানা করে মোদী বলেন, ‘‘প্রথম ৩দফার ভোটের যে রিপোর্ট এসেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে দিদির সূর্য ডুবতে চলেছে।’’ এদিকে, গতকাল সকালে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে একান্ত আলাপচারিতায় মোদী বলেন, ‘‘এখন যদি বলি, ভোটের সময় আমার হয়রানি হবে, লোকসান হতে পারে। মমতাদি আজও বছরে একটা-দুটো কুর্তা নিজে পছন্দ করে পাঠান আমায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার সময় বাঙালির মিষ্টি নিয়ে কথা হয়। উনি ঢাকা থেকে আমার জন্য বিশেষ বাঙালি মিষ্টি পাঠান। এটা জানতে পেরে মমতাদিও আমায় বছরে এক-দু’বার বাঙালির মিষ্টি পাঠান।’’

অন্যদিকে, ভোটপ্রচারে গিয়ে আকারে ইঙ্গিতে বিরোধীদের ‘বাইজি’ বললেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, “মনে হচ্ছে সবাই প্রধানমন্ত্রী হতে চাইছে। যারা ২০ থেকে ২৫টা আসনে লড়ছে তারাও প্রধানমন্ত্রী পদ দাবি করছে।” বীরভূম জেলার এক সভায় মোদী বলেন, “সবাই ঘুঙুর বেঁধে তৈরি।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে, ইঙ্গিতে বিরোধীদের বাইজি বললেন নরেন্দ্র মোদী এদিকে, লোকসভা নির্বাচনের মুখে বিস্ফোরক মন্তব্য করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি বলেন, হাই কম্যান্ডের নির্দেশানুসারে পাঞ্জাবের যেসব মন্ত্রীরা তাঁদের নিজেদের এলাকা থেকে দলের জয় (চলতি লোকসভা ভোটে) নিশ্চিত করতে পারবেন না, তাঁদের মন্ত্রিসভা থেকে সরানো হবে।

Live Blog

আজ সিউড়ি ও দুর্গাপুরে সভা করলেন মমতা। এদিন ফের সভামঞ্চ থেকে মোদীকে বিঁধে কী বললেন মমতা? লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:














17:07 (IST)25 Apr 19





















নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল আম আদমি পার্টি

17:00 (IST)25 Apr 19





















আজ সন্ধ্যায় গঙ্গা আরতি করবেন মোদী

16:49 (IST)25 Apr 19





















দুর্গাপুরে মমতার রোড শো
16:02 (IST)25 Apr 19





















ফের মোদীকে নিশানা মমতার

‘‘আগে ছিল চাওয়ালা, এখন হয়েছে চৌকিদার। বাংলায় ভোট চাইতে আসছেন। বাংলা তোমায় মাটির লাড্ডু দেবে’’, দুর্গাপুরের সভায় মোদীকে আক্রমণ মমতার।

15:50 (IST)25 Apr 19





















৮ বছরে বাংলায় যা উন্নয়ন হয়েছে, ৮০ বছরে তা হয়নি: মমতা

‘‘গত ৮ বছরে বাংলায় যা উন্নয়ন হয়েছে, ৮০ বছরে তা হয়নি’, দুর্গাপুরের সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘‘বাংলায় কিছু দেয় না, শুধু বঞ্চনা করে।’’

15:35 (IST)25 Apr 19





















দুর্গাপুরের সভায় মমতা
14:54 (IST)25 Apr 19





















মনোনয়নপত্র জমা দিলেন কিরণ খের ও মিশা ভারতী

13:45 (IST)25 Apr 19





















সিউড়ির সভায় মমতা
" id="lbcontentbody">
13:42 (IST)25 Apr 19





















মোদীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থীর পরিচয় কী?

লোকসভা নির্বাচনে মোদীর প্রতিদ্বন্দ্বীর নাম ঘোষণা করল কংগ্রেস। বারাণসী থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন অজয় রাই। উত্তরপ্রদেশের বারাণসীতেই জন্ম ৪৯ বছর বয়সী অজয় রাইয়ের। উত্তরপ্রদেশের ৫ বারের বিধায়ক অজয়ের রাজনীতিতে হাতেখড়ি বিজেপিতেই। ১৯৯৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত বিজেপির সদস্য ছিলেন অজয়। পরে তিনি দল বদলে সমাজবাদী পার্টিতে যোগ দেন। ২০১২ সালে ফের দল বদলে কংগ্রেসের হাত ধরেন অজয়। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মোদীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী অজয় রাই কে?

publive-image

12:34 (IST)25 Apr 19





















মোদীর বিরুদ্ধে কংগ্রেসের বাজি অজয় রাই

বারাণসীতে মোদীর বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এই আসন থেকে ২০১৯ লোকসভা নির্বাচনে হাত প্রার্থী হিসাবে লড়াই করবেন অজয় রাই।

Ajay Rai to be the Congress candidate from Varanasi #LokSabhaElections2019 pic.twitter.com/SfF0bOtyRH— ANI (@ANI) April 25, 2019

12:23 (IST)25 Apr 19





















দ্বারভাঙার সভায় কী বললেন মোদী?

11:55 (IST)25 Apr 19





















কিরণ খেরের হয়ে ভোটপ্রচারে অনুপম খের

" id="lbcontentbody">
11:37 (IST)25 Apr 19





















খোঁজ মিলল নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায়ের

শেষ পর্যন্ত খোঁজ মিলল নোডাল অফিসার অর্ণব রায়ের। হাওড়া স্টেশন থেকে অর্ণব রায়কে উদ্ধার করল সিআইডি। প্রায় ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন লোকসভা নির্বাচনে ইভিএমের দায়িত্বে থাকা নদিয়ার নোডাল অফিসার অর্ণব। মোবাইল ফোনের সূত্র ধরে অর্ণবের হদিশ পায় সিআইডি। গত ১৮ এপ্রিল রহস্যজনক ভাবে নিখোঁজ হন অর্ণব। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে নিখোঁজ নোডাল অফিসার অর্ণব রায় উদ্ধার

publive-image

10:44 (IST)25 Apr 19





















ভোটপ্রচারে অধীর চৌধুরী

10:16 (IST)25 Apr 19





















আজ উত্তরপ্রদেশে নির্বাচনী সভা অমিত শাহর

10:00 (IST)25 Apr 19





















আজ বিহার ও উত্তরপ্রদেশে সভা প্রধানমন্ত্রীর

09:41 (IST)25 Apr 19





















আজ বারাণসীতে রোড শো মোদীর

09:27 (IST)25 Apr 19





















আজ জোড়া সভা মমতার
লোকসভা নির্বাচন ২০১৯: ২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞাকে বিজেপির লোকসভা নির্বাচনী প্রার্থী হিসেবে দাঁড়াতে নিষেধাজ্ঞা জারি করার আবেদন খারিজ করে দিল এনআইএ। জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার রয়েছে একমাত্র নির্বাচন কমিশনের। এএনআই সূত্রে খবর, আদালত জানিয়েছে, “এই নির্বাচনে কোনও প্রার্থীকে ভোটে দাঁড়ানো থেকে বিরত করার ক্ষমতা নেই আদালতের। এই সিদ্ধান্ত নেবে নির্বাচনী দফতর। তাই আবেদন খারিজ করা হল”। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে প্রজ্ঞার প্রার্থী হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির ক্ষমতা একমাত্র কমিশনের

বাংলায় সুষ্ঠু ও অবাধ ভোট করতে মরিয়া নির্বাচন কমিশন। গত ৩ দফার ভোটের থেকে এবার আরও বেশি বাহিনী মোতায়েন করছে কমিশন। আগামী সোমবার চতুর্থ দফার ভোটে বাংলায় ৯৮ শতাংশ বুথে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফার ভোটের থেকে আরও ২০০ কোম্পানি বেশি বাহিনীর ব্যবস্থা করছে কমিশন। সবমিলিয়ে বাংলায় মোট ৫৫২ কোম্পানি বাহিনী থাকছে চতুর্থ দফার ভোটে। এমনটাই জানিয়েছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, ‘‘আগামী ২৯ এপ্রিল চতুর্থ দফার ভোটে বাংলায় মোট ৫৫২ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে। আশা করছি, প্রায় অধিকাংশ বুথেই বাহিনী মোতায়েন করতে পারব আমরা।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে বাংলায় সুষ্ঠু ভোট করতে মরিয়া কমিশন, চতুর্থ দফায় ৯৮% বুথে বাহিনী

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment