West Bengal Lok Sabha Election 2019: প্রথম দফার নির্বাচন শেষে এবার লক্ষ্য দ্বিতীয় দফার লোকসভা ভোট। প্রথম দফার ভোটের মতোই দ্বিতীয় দফার ভোটের আগে পুরোদমে প্রচারে শাসক থেকে বিরোধী সব পক্ষ। গত কয়েকদিন ধরে এক নাগাড়ে নির্বাচনী সভা করে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মমতার গন্তব্য ছিল কার্শিয়ং। কার্শিয়ঙের সভা থেকে চেনা ভঙ্গিতে বিজেপিকে নিশানা করলেন মমতা। অন্যদিকে, সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অবস্থানে বসেন মুকুল রায়রা।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
‘বিক্ষিপ্ত’ অশান্তির ঘটনার মধ্যে কাটল প্রথম দফার লোকসভা নির্বাচন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ-সহ ২০টি রাজ্যের ৯১টি কেন্দ্রে ভোটগ্রহণ ছিল। বাংলার দুই কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারে সকাল থেকেই চোখে পড়েছিল ভোটারদের লম্বা লাইন। দেশের অন্য প্রান্তের মতো নির্বাচন ঘিরে বাংলাতেও বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। ভোট উত্তাপের আঁচে আলিপুরদুয়ারে উত্তেজনা না ছড়ালেও খবরের শিরোনামে উঠে এসেছে কোচবিহার। সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। কোথাও বিরোধী এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তো কোথাও তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেধেছে। তবে এসব ঘটনাকে ছাপিয়ে শিরোনামে এসেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সাড়ে তিনশো বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে কোচবিহার পলিটেকনিক কলেজে নিশীথের অবস্থান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। বিস্তারিত পড়ুন।
এদিকে, বাংলার ভোট ‘শান্তিপূর্ণ’ বলেই দাবি করেছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। বিজেপির তরফে রাহুল সিনহাও জানিয়েছেন, ‘‘কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ।’’ ভোটের দিন ইভিএমে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ইভিএম বিকলের পিছনে ‘চক্রান্তের গন্ধ পাচ্ছি’ বলে মন্তব্য করেছেন তিনি।
Live Blog
প্রথম দফার ভোটের মতোই দ্বিতীয় দফার ভোটের আগে পুরোদমে প্রচারে শাসক থেকে বিরোধী সব পক্ষ।লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
অন্যদিকে, এনআরসি ইস্যুতে অমিত শাহ বলেছেন, “অবৈধ অনুপ্রবেশকারীরা উইপোকার মত। গরিবদের জন্য যে ফসল যাওয়ার কথা সেগুলো তারা খেয়ে নিচ্ছে, গরিবদের কাজ নিয়ে নিচ্ছে। টিএমসি-র টি-এর অর্থ তুষ্টিকরণ, এম মানে মাফিয়া আর সি হল চিটফান্ড।” পাল্টা মমতা বলেছেন, ‘‘এনআরসির নামে বলছে সবাইকে তাড়িয়ে দেবে। ইচ্ছেমতো সব করছে। বাংলায় করবে বলছে, আসুক না দেখাব! আগে দিল্লি সামলাও, তারপর বাংলা।’’
প্রাক্তন ও বর্তমানের সম্পূর্ণ বিপরীত বিবৃতি। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা বৃহস্পতিবার ভোট মেটার পর বলেন, ‘কয়েকটি ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে’। অথচ শুক্রবার বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ বললেন, ‘‘ ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে ব্যর্থ কমিশন। ভোট ভালও হয়েছে, আবার গন্ডগোলও হয়েছে।’’ প্রসঙ্গত, আজই মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। কমিশনের অফিসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান মুকুল রায়-সহ অন্যান্য নেতারা। অন্যদিকে, ৩১৫টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। একইসঙ্গে দিলীপ ঘোষদের দাবি, ‘‘সব বুথে আধা সেনা মোতায়েন করা হোক।’’ এদিন সিইও-র ঘরের মেঝেতে বসে বিক্ষোভ দেখান মুকুল রায়, জয়প্রকাশ মজুমদাররা।
মিস্টার গুরুং আপনি তো জিতিয়েছিলেন, কোথায় গেল আপনার সাংসদ? দার্জিলিঙের একটা ছেলে মেয়েকে খুঁজে পেলেন না? মণিপুর থেকে এনে প্রার্থী করতে হল: মমতা
কার্শিয়ঙের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দিল্লিতে সরকার গঠনে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’
‘‘কাল ১০০ লোককে নিয়ে এসে হেলিকপ্টারে করে কালিম্পঙে কাল বলছে এনআরসি করবে, আমি বলছি, এনআরসি করতে দেব না’’, অমিত শাহের নাম না করে নিশানা মমতার। প্রসঙ্গত, বৃহস্পতিবার কালিম্পঙে সভা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। রাজ্যে ভোটপ্রচারে এসে শাহ এনআরসি করার কথা বলেছিলেন।
‘‘সেনার বদনাম করছেন মোদী। সেনার নামে রাজনীতি করছেন’’, কার্শিয়ঙের সভা থেকে মোদীকে ফের নিশানা মমতার।
দিল্লি থেকে লোক এসে পাহাড়ে আগুন জ্বালাতে চায়। গোর্খাদের তফশিলি জাতির মর্যাদা চেয়ে চিঠি দিয়েছি। কিন্তু বিজেপি গোর্খাদের মর্যাদা দেয়নি : মমতা
বিমল গুরুং, রোশন গিরিরা পাহাড়ের উন্নয়নে কিছু করেননি। টাকা নিয়ে বাইরে চলে গিয়েছেন। নিজেদের মাটির দিকে ফিরে তাকাননি: মমতা
আমরা গোর্খাদের পাশে রয়েছি, পাহাড়ের উন্নয়ন চাই আমরা। আগামী দিনে পাহাড়-সমতলের মধ্যে সেতু বাঁধতে চাই: মমতা
মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির। মুকুল রায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল এদিন কমিশনের অফিসে যান। প্রথম দফার ভোটে অশান্তির প্রতিবাদে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান মুকুল রায়রা। বিশেষ পুলিশ পর্যবেক্ষক ও মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে স্লোগান দেন মুকুলরা। প্রসঙ্গত, গতকাল সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘কয়েকটা ঘটনা ছাড়া মোটের উপর ভোট শান্তিপূর্ণ হয়েছে।’’
বারুইপুরের চম্পাহাটি এলাকায় ভোটপ্রচার করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী।
নির্বাচনী বন্ডের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। সবকটি রাজনৈতিক দলকে গৃহীত অনুদানের বিশদ বিবরণ নির্বাচন কমিশনের কাছে ‘মুখবন্ধ’ খামে জমা দিতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের। আগামী ৩০ মে-র মধ্যে রাজনৈতিক দলগুলি যাতে এ ব্যাপারটি কমিশনকে জানায়, সেকথাও স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে নির্বাচনী বন্ডে স্থগিতাদেশ খারিজ, রাজনৈতিক দলগুলির আয়ের বিবরণ জমা দিতে হবে কমিশনে
বৃহস্পতিবার দার্জিলিঙের সভায় মমতা বলেছেন, ‘‘ভোটের পর জিটিএ নির্বাচনের আগে আমরা চেষ্টা করব, দার্জিলিং নিয়ে একটা ফয়সালা করব, গোর্খা ভাইবোনদের আইডেন্টিটি যাতে সুরক্ষিত থাকে।’’ পাশাপাশি বিজেপিকে বিঁধে মমতা বলেন, ‘‘শুধুমাত্র ভোটের জন্য দার্জিলিঙে আসি না, পাহাড়কে ভালবেসে আসি। দার্জিলিঙের জন্য কিছুই করেনি বিজেপি। পাহাড়ের উন্নয়ন হোক, এটা চায় না বিজেপি। ওরা দার্জিলিঙের কথা ভাবে না। দার্জিলিঙে অশান্তিতে মদত দেয় দিল্লি। পাহাড়ে অশান্তি হলে রাজনৈতিক ফায়দা হয় ওদের।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ভোটের পর দার্জিলিং নিয়ে ফয়সালা করার চেষ্টা করব: মমতা