/indian-express-bangla/media/media_files/2025/08/19/cats-2025-08-19-12-29-22.jpg)
রণবীরের নতুন সিনেমার শুটিং কেন থমকে গেল?
Dhurandhar-Leh: রবিবাসরীয় দুপুর, ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২ টা বেজে ১২ মিনিট। ৬ জুলাই রণবীর সিংয়ের জন্মদিনে মুক্তি পেল তাঁর আপকামিং মুভি 'ধুরন্ধর'-এর প্রথম ঝলক। ইনস্টাগ্রামে রণবীরের লুকের প্রথম ঝলক দেখেই জাস্ট ক্লিক বোল্ড ভক্তরা। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, জুতো থেকে দেশলাইয়ে আগুন ধরিয়ে ধোঁয়া ওঠা সিগারেটে সুখটানের সঙ্গে প্রতিশোধ নেওয়ার সংলাপ। সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেটের একটি দৃশ্য ভাইরাল হয়েছিল। যেখানে পাকিস্তানের পতাকা দৃশ্যমান। যা ঘিরে ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে যায় নেটপাড়া। বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে জোরকদমে চলছে সিনেমার শুটিং। তার মাঝেই রবিবার ধুরন্ধর-এর সেটে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা।
১০০-এর বেশি ক্রিউ সদস্য ভর্তি রয়েছেন লেহ-এর SNM হাসপাতালে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, খাবারে বিষক্রিয়ার দরুণ এই ভয়াবহু কাণ্ডটি ঘটেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শুটিং সেটে। সূত্রের খবর, অসুস্থদের মধ্যে বেশ কয়েকজন শিশু-ও ছিল। তবে গুরুতর কোনও ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই অধিকাংশকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আদিত্য ধরের আপকামিং ছবি ধুরন্ধর-এর সেটে এই ঘটনার জেরে খাদ্য নিরাপত্তা দফতর ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করেছে। কী কারণে বিষক্রিয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে। শুটিং সেটেই খাবারের ব্যবস্থা করা হয়েছিল। যা খেয়ে অনেকের বমি শুরু হয় কারও আবার ডায়েরিয়া হয়ে যায়।
আরও পড়ুন হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে রোম্যান্স ৪০-এর রণবীরের! 'ধুরন্ধর'-র প্রথম ঝলক মুক্তি পেতেই তরজা তুঙ্গে
জানা যাচ্ছে, শুটিংয়ে প্রায় ৬০০ জন কর্মী যুক্ত থাকলেও যাঁরা ওই খাবার খেয়েছিলেন মূলত তাঁরাই অসুস্থ হয়ে পড়েন। পরিচালক আদিত্য ধর নাকি ব্যক্তিগতভাবে পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন। সূত্র মারফৎ জানা যাচ্ছে, তিনি নিশ্চিত করছেন অসুস্থদের যাতে চিকিৎসায় কোনও সমস্যা না হয় বা তাঁরা যাতে উন্নত পরিষেবা পান সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখছেন।
SNM হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন, 'আমাদের চিকিৎসকদের জরুরি ভিত্তিতে ডাকা হয়েছিল। কারণ সেদিন একসঙ্গে অনেক রোগী এসে গিয়েছিল। দিনের শেষে আমাদের প্রায় ১২০টি বেড ভর্তি হয়ে গিয়েছিল। পরিস্থিতি ভালভাবে সামলানো হয়েছে এবং প্রত্যেককে যত্নসহকারে পরিষেবা প্রদান করা হয়েছে।'
আরও পড়ুন শুরুতেই বিরাট ধাক্কা! পাক পতাকা ঘিরে চরম বিতর্ক, নেটপাড়ার রোষানলে রণবীরের 'ধুরন্ধর'
আরও বলেন, 'কিছু রোগী এসেছিলেন ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। কারও আবার পেটব্যথা, বমি, তীব্র গ্যাস্ট্রোএন্টারাইটিস এবং মাথাব্যথা ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। সঠিক চিকিৎসা প্রদানের স্বার্থে ও ভিড় নিয়ন্ত্রণের সুবিধার্থে আমরা কয়েকজন রোগীকে অন্যত্র স্থানান্তর করতে সক্ষম হয়েছি।'