Ranveer Singh Dhurandhar: শুরুতেই বিরাট ধাক্কা! পাক পতাকা ঘিরে চরম বিতর্ক, নেটপাড়ার রোষানলে রণবীরের 'ধুরন্ধর'

Ranveer Singh: সত্যি ঘটনা অবলম্বণে রণবীর সিংয়ের আপকামিং মুভি 'ধুরন্ধর'। শুটিং সেটে দৃশ্যমান পাক পতাকা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিল নেটিজেনরা।

Ranveer Singh: সত্যি ঘটনা অবলম্বণে রণবীর সিংয়ের আপকামিং মুভি 'ধুরন্ধর'। শুটিং সেটে দৃশ্যমান পাক পতাকা। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিল নেটিজেনরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

রণবীরের ছবি ঘিরে বিতর্ক

Ranveer Singh Dhurandhar In Trouble: ছবি মুক্তির আগে বিতর্কে জড়ানোর ঘটনা রণবীর সিংয়ের সিনেমার ক্ষেত্রে নতুন নয়। 'পদ্মাবত' মুক্তির আগেও সেন্সরের কোপে পড়েছিল রণবীর-দীপিকার ছবি। আপকামিং মুভি 'ধুরন্ধর' তো শুটিং সেটেই বিতর্কে জর্জরিত। সত্যঘটনা অবলম্বনে পরিচালক আদিত্য ধরের নতুন ছবি 'ধুরন্ধর'। ৬ জুলাই রণবীরের জন্মদিনে মুক্তি পেয়েছে সিনেমার প্রথম ঝলক। যা দেখে রণবীর ভক্তরা জাস্ট ক্লিন বোল্ড। এর মাঝেই নেটনাগরিকদের রোষানলে রণবীর। সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেটের একটি দৃশ্য ভাইরাল যেখানে পাকিস্তানের পতাকা দৃশ্যমান। আর সেই দৃশ্য ঘিরেই দ্বিধাবিভক্ত নেটপাড়া। 

Advertisment

নেটিজেনদের একাংশের মতে, সিনেমার প্রেক্ষাপটের প্রয়োজনে পাক পতাকা ব্যবহার করা হয়েছে। কেউ আবার ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা দেখেই রেগে আগুন। রণবীরের সপক্ষে এক নেটনাগরিকের যুক্তি, 'পাকিস্তানকে চিত্রায়িত করতে পাক পতাকা ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় সমস্যা কোথায়?' ঠিক সেই সময় এক নেটিজেনের ব্যক্তব্য, 'সিনেমায় যখন পাক পতাকা ব্যবহার করা হচ্ছে তখন বোঝানো হচ্ছে সেই অংশটুকু পাকিস্তান অধ্যুষিত এলাকা। ওই দেশে গিয়ে তো শুটিং হচ্ছে না।' 

আরও পড়ুন হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে রোম্যান্স ৪০-এর রণবীরের! 'ধুরন্ধর'-র প্রথম ঝলক মুক্তি পেতেই তরজা তুঙ্গে

Advertisment

আদিত্য ধরের ভাবনায় এই সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমার প্রেক্ষাপট এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি তবে কানাঘুষো পকিস্তানে ভারতের স্পেশাল এজেন্টের আবর্তেই গল্প বুনেছেন পরিচালক। সম্ভবত সেই কারণেোই শুটিং সেটে পাক পতাকার উপস্থিতি বলে মনে করছেন নেটনাগরিকদের একটা বড় অংশ। একইসঙ্গে আবার অনেকে অনেকে প্রশ্ন তুলেছেন, 'পাকিস্তানের পতাকা কেন লাগানো হয়েছে? ওই এলাকায় পাক পতাকা লাগানোর জন্য অনুমতি নেওয়া হয়েছে? অত্যন্ত লজ্জাজনক এখটি ঘটনা।' এক ব্যক্তির মতে, 'বলিউড দেশের সম্মান বিসর্জন দিয়ে দিল'।

আরও পড়ুন জন্মদিনের আগের রাতেই গায়েব, কী হল বলিউডের 'বাজিরাও' রণবীর সিংয়ের?

উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, জুতো থেকে দেশলাইয়ে আগুন ধরিয়ে ধোঁয়া ওঠা সিগারেটে সুখটানের সঙ্গে প্রতিশোধ নেওয়ার সংলাপ। ধুঁয়াধার অ্যাকশনে ভরপুর 'ধুরন্ধর'-এর কয়েক সেকেণ্ডের ঝলক মনে করিয়ে দিয়েছিল আলাউদ্দিন খিলজি অবতারে রণবীর সিংকে। ৪০-এর রণবীরের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন বছর ২০-এর সারা অর্জুন। নায়ক-নায়িকার বয়সের ২০ বছরের বিস্তর ফারাক এখন টক অফ দ্য টাউন। সোশ্যাল মিডিয়ায় রণবীর-সারার যুগলবন্দি নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। আগামী ৫ ডিসেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে রণবীর-সারার 'ধুরন্ধর'।

আরও পড়ুন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত আসিফ, কেমন আছেন 'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা?

Ranveer Singh Bollywood News