Actress Son Suicide: প্রাইভেট টিউশনে যাওয়ার জন্য মায়ের জারিজুরি, আত্মঘাতী অভিনেত্রীর ১৪ বছরের সন্তান

TV actress Son Death: মুম্বইয়ের কান্ডিভালি থানা সূত্রে খবর, টিউশনে যাওয়ার জন্য মা জোর করলে আত্মহত্যা করে অভিনেত্রীর একমাত্র পুত্র সন্তান। আবাসনের এক প্রতিবেশীই অভিনেত্রীকে জানান, তাঁর ছেলে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে এসে দেখেন তাঁরই পুত্র সন্তান।

TV actress Son Death: মুম্বইয়ের কান্ডিভালি থানা সূত্রে খবর, টিউশনে যাওয়ার জন্য মা জোর করলে আত্মহত্যা করে অভিনেত্রীর একমাত্র পুত্র সন্তান। আবাসনের এক প্রতিবেশীই অভিনেত্রীকে জানান, তাঁর ছেলে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে এসে দেখেন তাঁরই পুত্র সন্তান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

১৪ বছরের স্টারল কিডের আত্মহত্যা

14 years son Death: বিনোদুনিয়ায় একের পর এক মৃত্যুসংবাদ। ২৮ জুন কাঁটা লাগা গার্লের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টিনসেল টাউনে। শোকস্তব্ধ ভক্তমহল। এর মাঝেই নিজের বাড়িতে ওষুধের ওভারডোজে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন অত্যন্ত জনপ্রিয় প্রাপ্তবয়স্ক ছবির নায়িকা ও নেটফ্লিক্স স্টার Kylie Page। এবার শোকের ছায়া টেলি দুনিয়ায়। গুজরাতি টিভি অভিনেত্রীর  ১৪ বছরের ছেলের আত্মহত্যার ঘটনা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ। সন্তানকে নিয়ে আবাসনের ৫৭ তলায় একাই থাকতেন অভিনেত্রী। সন্তানকে টিউশনে যেতে জোর করতেই মারাত্মক ঘটনা ঘটিয়েছে ১৪ বছরের নাবালক।

Advertisment

কান্ডিভালি থানা সূত্রে খবর, টিউশনে যাওয়ার জন্য মা জোর করলে আত্মহত্যা করে অভিনেত্রীর একমাত্র পুত্র সন্তান। আবাসনের এক প্রতিবেশীই অভিনেত্রীকে জানান, তাঁর ছেলে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে এসে দেখেন তাঁরই পুত্র সন্তান। কান্ডিভালি থানার সিনিয়ার ইন্সপেক্টর Ravi Adane জানাচ্ছেন, 'এখনও পর্যন্ত আমাদের কাছে এমন কোনও তথ্যপ্রমাণ আসেনি যার ভিত্তিতে বলা যায় মৃত্যু অস্বাভাবিক। আত্মহত্যার সময় কোনও সাক্ষী যেহেতু নেই তই আমরা বিভিন্ন আঙ্গিকে ঘটনার তদন্ত করব।'

পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে আত্মঘাতী ছাত্রের স্কুলের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করবে। এছাড়াও বিগত কয়েকদিনে প্রাইভেট টিউশনের জায়গায় তাঁর মানসিক শান্তি ছিল কনা সেটাও তদন্তের আওতায় আনা হবে বলে খবর। এক পুলিশ অফিসারের বক্তব্য অনুযায়ী, কেন ১৪ বছরেরে ছেলেটি প্রাইভেট টিউশনে যেতে চাইত না সেটা ভালভাবে খতিয়ে দেখা হবে। উল্লেখ্য,স পুলিশ ইতিমধ্যেই গুজরতি ছেলের আত্মহত্যার ঘটনাটিকে অ্যাক্সিডেন্টাল ডেথ রিপোর্ট বা ADR-এর আওতায় নথিভুক্ত করেছে। 

অন্যদিকে ৩০-এর গণ্ডি পেরনোর আগেই প্রয়াত প্রাপ্তবয়স্ক ছবির নায়িকা  Kylie Page। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। Kylie Page-এর মৃত্যুর খবরে স্তম্ভিত বিনোদন জগৎ। তিনি শুধু একজন প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রীই ছিলেন না, সেই সঙ্গে নেটফ্লিক্সের সঙ্গে ছিল বিশেষ যোগ। ২৫ জুন নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে Kylie Page-এর।

Advertisment

আরও পড়ুন চারিদিকে ছড়ানো অশ্লীল ছবির মাঝেই চিরবিদায়! কী ভাবে অকাল মৃত্যু ২৮ বছরের প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রীর?

এক বন্ধু ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে অগত্যা পুলিশে খবর দেন। পুলিশই বাড়ি এসে উদ্ধার করে Kylie Page-এর নিথর দেহ। US Weekly-এর খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওষুধের ওভারডোজের কারনেই মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় চারপাশে ছড়িয়ে ছিল অশ্লীল ছবি। এখনও অভধি কোনও অস্বাভাবিক ঘটনার যোগসূত্র পায়নি পুলিশ। তবে ঘটনার তদন্ত চলছে। প্রসঙ্গত, ২৮ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, অ্যন্টি এজিং ট্রিটমেন্টের জন্যই এই অকাল মৃত্যু।

আরও পড়ুন শেফালিকে ছাড়া প্রতিটি রাত...! স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে হাহাকার তারকা স্বামী পরাগের

death news