২৭ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেফালি জারিওয়ালা। কাঁটা লাগা গার্লের মৃত্যুর খবরে তোলপাড় টিনসেল টাউন। আকস্মিক মৃত্যুর খবরে চমকে গিয়েছে অনুরাগীরা। ২৮ জুন রাতে চোখের জলে শেফালিকে বিদায় জানিয়েছেন প্রিয়জনেরা। শেষযাত্রায় স্ত্রীর মাথায় হাত বুলিয়ে কপালে আলতো চুমু এঁকে দিয়েছেন স্বামী পরাগ ত্যাগী। শেফালির অস্থি ভাসানোর আগে বুকে আগলে কান্নায় ভেঙে পড়েছিলেন। মর্মান্তিক সেই মুহূর্ত ধরা পড়েছিল সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায়। শেফালি জারিওয়ালার প্রতি পরাগ বরাবরই প্রকাশ্যে ভালবাসা জাহির করতেন। বিশেষ করে শেফালি যখন বিগ বস ১৩-এ অংশ নিয়েছিলেন সেই সময় স্ত্রীকে ছাড়া তাঁর বিনিদ্ররজনী যাপনের গল্প নজের মুখে শুনিয়েছিলেন পরাগ।
প্রায় ছ' মাসের বেশি সময় বিগ বসের ঘরে ছিলেন শেফালি। তিনি যখন বিগ বসের ঘরে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে ব্যস্ত সেই সময় স্ত্রীর জন্য বাড়িতে মন কাঁদত পরাগের। সেই বছর ভ্যালেন্টাইনস ডে-তে সকলের সামনে শেফালির প্রতি তাঁর গভীর ভালবাসার ইস্তেহার করেছিলেন।
আরও পড়ুন 'তখনও হার্টবিট চলছিল...', মৃত্যুর ঠিক আগের মুহূর্তে কী ঘটেছিল? নীরবতা ভাঙলেন শেফালির বান্ধবী
এক সাক্ষাৎকারে পরাগ বলেন, 'শেফালিকে আ্মি ভালবাসি সেটা আমি জানি। কিন্তু, কতটা ভালবাসি সেটা বুঝতাম না। বিগ বসের জন্য যখন আমার থেকে অনেকদিন দূরে ছিল তখন সেটা উপলব্ধি করেছিলাম। ভীষণ মিস করতাম। প্রতি মুহূর্তে ওঁর কথা মনে পড়ত. ওকে ছাড়া বাড়িটা শূন্য মনে হত। ওঁর সঙ্গে সবকিছু শেয়ার করতাম। প্রতি রাতে জেগে থাকতাম আর ভাবতাম কী করে এটা ওকে বলব।'
স্ত্রীর প্রতি পরাগের প্রেম এতটাই গভীর ছিল যে কেউ যদি তাঁকে শেফালির স্বামী সম্বোধন করতেন ততে বিন্দুমাত্র বিচলিত হতেন না, বরম গর্বিত হতেন। পরাগ শেফালিকে 'পরী' বলে ডাকতেন। মৃত্যুর দিনও প্যাপেদের সামনে হাতজোড় করে পরাগ অনুরোধ করেছিলেন, প্রত্যেকে যেন তাঁর পরী-র আত্মার শান্তি কামনা করেন। ২ জুন বুধবার শেফালির স্মৃতিতে শোকসভার আয়োজন করা হয়েছিল। সেখানে কান্নায় ভেঙে পড়েছিলেন শেফালির বাবা। নিজের যন্ত্রণা চেপে কোনওক্রমে শ্বশুরমশাইকে সামলেছেন পরাগ।
আরও পড়ুন 'প্রেম-ভালবাসার প্রতি...', ডিভোর্সের পর মারাত্মক পরিণতি, কী হয়েছিল কাঁটা লাগা গার্ল শেফালির?