Adult Actress Kylie Page death: ৪২ বছর বয়সী কাঁটা লাগা গার্লের মৃত্যুর শোকের রেশ কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ। ৩০-এর গণ্ডি পেরনোর আগেই প্রয়াত প্রাপ্তবয়স্ক ছবির নায়িকা Kylie Page। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। Kylie Page-এর মৃত্যুর খবরে স্তম্ভিত বিনোদন জগৎ। তিনি শুধু একজন প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রীই ছিলেন না, সেই সঙ্গে নেটফ্লিক্সের সঙ্গে ছিল বিশেষ যোগ। ২৫ জুন নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে Kylie Page-এর। এক বন্ধু পোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে অগত্যা পুলিশে খবর দেন। পুলিশই বাড়ি এসে উদ্ধার করে Kylie Page-এর নিথর দেহ। US Weekly-এর খবর অনুযায়ী, প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওষুধের ওভারডোজের কারনেই মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধারের সময় চারপাশে ছড়িয়ে ছিল অশ্লীল ছবি। এখনও অভধি কোনও অস্বাভাবিক ঘটনার যোগসূত্র পায়নি পুলিশ। তবে ঘটনার তদন্ত চলছে।
Kylie Page-এর মৃত্যুর নেপথ্যে রয়েছে কোন ঘটনা? কী বলছে পুলিশ? জানা গিয়েছে, অজ্ঞান অবস্থায় ঘর থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রীর দেহ। বেশ কিছু মাদকও পুলশ তদন্তের সময় পেয়েছে। একধিক পুরুষের সঙ্গে যৌনতার ছবিও ছিল সেই ঘরে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ ঘোষণা করা হয়নি। লস অ্যঞ্জেলসের মেডিক্যাল পরীক্ষকরা এখনও পর্যন্ত এই মৃত্যুর ঘটনাটিকে স্থগিত (deferred) রাখা হয়েছে অর্থাৎ পুনরায় তদন্ত করা হবে।
কানাডার একটি প্রাপ্তবয়স্ক ছবি তৈরির সংস্থা Kylie Page-এর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেই সংস্থার পেজের তরফে শোকজ্ঞাপন করা হয়েছে। তাঁর হাসি, দয়ালু মনোভাবের জন্য চিরদিন সকলের হৃদয়ে থেকে যাবেন বলে শ্রদ্ধা জানানো হয়েছে Kylie Page-কে। সেই সঙ্গে এই কঠিন সময়ে ওঁর পরিবার, বন্ধুবান্ধব, ভক্তদের মনোবল যাতে শক্ত থাকে সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে।
আরও পড়ুন শেফালিকে ছাড়া প্রতিটি রাত...! স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে হাহাকার তারকা স্বামী পরাগের
Kylie Page-মাত্র ২৮ বছর বয়সে ২০০ টির বেশি প্রাপ্তবয়স্কদের ছবিতে কাজ করে ফেলেছেন। এছাড়াও নেটফ্লিক্সের ডকু সিরিজেও অভিনয় করেছেন। সোশ্যাল মিডিয়ায় রয়েছে একটি বিরাট ফ্যানবেস। Kylie Page-এর শেষকৃত্যের জন্য তাঁর পরিবার একটি GoFundMe-এর ব্যবস্থা করেছে। একটি পৃষ্ঠায় লেখা আছে, এটি শেষকৃত্যের খরচ বহন সংক্রান্ত কোনও বিষয় নয়। বরং Kylie Page-কে বাড়ি ফিরিয়ে আনা, পরিবারের সকলের উপস্থিতিতে শেষযাত্রায় সামিল হওয়া।
আরও পড়ুন সাদা ফুলে সাজানো শেফালির ছবি, হাহাকার অভিনেত্রীর বাবার, কান্না চেপে সান্ত্বনা স্বামীর