/indian-express-bangla/media/media_files/2025/07/20/21-2025-07-20-20-22-27.png)
কে কে থাকবেন এবার?
21 July Shahid Divas: রাত পেরোলেই ২১ শে জুলাই। এদিন, ধর্মতলা জুড়ে শাসকদলের সভা। এবং তাঁর সঙ্গেই প্রচুর মানুষের আনাগোনা। গোটা কলকাতা শহরের প্রাণকেন্দ্রে আগামীকাল বিরাট আয়োজন। কংগ্রেসের রাইটার্স বিল্ডিং অভিযানের সময় শহীদ হন বেশ কিছু কর্মী, তারপর থেকেই শুরু হয় ২১ জুলাই শহীদ দিবস। এবং এই বিশেষ দিনে প্রধান আকর্ষণ থাকেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তৃতা শুনবেন বলেই বসে থাকেন বিরোধী থেকে স্বগোষ্ঠী সকলেই। প্রতিবার ২১ জুলাই মানে বেশ কিছু বিষয়।
একদিকে একুশে জুলাই মানে, রোদ বৃষ্টির খেলা। বেশিরভাগ বছর দেখা যায় মুখ্যমন্ত্রী বৃষ্টিতে ভিজেই ভাষণ দিচ্ছেন। তাঁর সঙ্গে সঙ্গে গান - আলোচনা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা মন্তব্য আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। এছাড়া যে বিষয়টি এড়িয়ে গেলে চলবে না, সেটি হলো তারকা সমাগম। প্রতিবছর এই মঞ্চে দেখা যায় টেলিভিশনের শিল্পীদের কিংবা সিনেমার বড় বড় নামদের। তাঁরা সকলে মুখ্যমন্ত্রী আমন্ত্রণে সাড়া দেন। এবং প্রতি বছর নির্দিষ্ট কিছু মুখকে দেখা যায়। তাদের মধ্যে অন্যতম জুন মালিয়া, রাজ চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, কাঞ্চন মল্লিক। এছাড়াও টেলিভিশনের মধ্যে উপস্থিত থাকেন, নীল তৃণা, সৌমিতৃষা থেকে শুরু করে, দিগন্ত কিংবা সুভদ্রা মুখোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আগামীকাল নিয়ে উন্মাদনা আরো বেশি পরিমাণে বহাল।
প্রতিবছর একুশে জুলাই এর মঞ্চ থেকে সারা বছরের কর্মসূচির প্ল্যানিং জানান মুখ্যমন্ত্রী। শাসকদলের অনেক মন্ত্রীই, বিনোদনের সঙ্গে জড়িয়ে আছেন। কেউ কেউ বিধায়ক আবার কেউ কেউ সংসদ। আগামীকাল কারা কারা থাকছেন সেই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ফোন করেছিল শতাব্দি রায়কে এবং জুন মালিয়াকে। শতাব্দী সাফ জানান, আগামীকালে তাকে দেখতে পাওয়া যাবে। কিন্তু বাকিরা কারা কি যাচ্ছেন সেই প্রসঙ্গে তিনি সেভাবে কিছুই জানেন না। অন্যদিকে জুন মানিয়ে আগামীকালের কর্মসূচি নিয়ে ভীষণ ব্যস্ত। অভিনেত্রী জানান, প্রতিবছর সাধারণত যাদেরকে দেখতে পাওয়া যায় তারা তো থাকবেনই।
Entertainment News: মাত্র ২১-এ সব শেষ, সহ-অভিনেতা টেনে ছিঁড়ে দিয়েছি…
তার মধ্যে তিনি উল্লেখ করেছেন, রাজ চক্রবর্তী কিংবা কাঞ্চন মল্লিকের নাম। এ ছাড়াও অভিনেত্রী জানিয়েছেন, যারা কোনো কারণবশত যেতে পারবেন না, তার অর্থ এই নয় দলের সঙ্গে তাদের কোনো রকম মনোমালিন্য চলছে। প্রত্যেকেই নিজের কাজে খুব ব্যস্ত। তার সঙ্গে সঙ্গে তিনি এও জানিয়েছেন, আগামীকালের কর্মসূচি প্রতিবারের তুলনায় অনেক বড়। তার কারণ আসন্ন বিধানসভা নির্বাচন। টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সঙ্গে, যারা মুখ্যমন্ত্রীকে সম্মান করেন এবং ভালবাসেন প্রত্যেককেই থাকবেন বলে অভিনেত্রীর বক্তব্য। উঠল দেব প্রসঙ্গ।
জুন মালিয়া জানান, আমার জানা নেই দেবের লন্ডনের শুটিং কমপ্লিট হয়েছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে, কলকাতায় ও ফিরে গিয়ে থাকে তবে আমার বিশ্বাস ও নিশ্চিত যাবে। কিন্তু পরিচালক সুদেষ্ণা রায় আদৌ আগামীকাল উপস্থিত থাকবেন কি না এ বিষয় তিনি জানেন না। তবে সূত্রের খবর, আগামীকালের মঞ্চে আবারো দেখা যেতে পারে সৌমিতৃষাকে। সায়নী ঘোষ থাকছেন বরাবরের মত। এ প্রসঙ্গে জুন আরও জানান, আগামীকালই আসন্ন বিধানসভা নির্বাচনের উদ্বোধনী ঘন্টা তিনি বাজিয়ে দেবেন। তার সঙ্গে সঙ্গে তিনি আরো বলেন, আশা করা যাচ্ছে সামনের বছর নির্বাচনের আগে, আরও বড় স্তরে একটা স্বভাব আর মিটিং দিদি করবেন। তবে এইটুকু আমি বলতে পারি যে আগামীকাল বেশিরভাগই উপস্থিত থাকবেন।