/indian-express-bangla/media/media_files/2025/07/20/iman-2025-07-20-18-37-00.png)
ইমন যা যা বললেন...
আবারও বিতর্কে মমতা শঙ্কর। অভিনেত্রী যে বেফাঁস মন্তব্য করে বসেছেন, ফের একবার সেই নিয়ে শুরু হয়েছে সমালোচনা। কেন? তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কখনও তাঁর বাবা বা ছেলেকে দিয়ে স্যানিটারি ন্যাপকিন কেনাতে হবে, যেন ভাবতেও পারেন না তিনি। এতে নাকি তাঁর লজ্জা করে। এবং, সেই নিয়ে এবার তোলপাড়। এর আগেও তিনি বহুবার কটাক্ষের সম্মুখীন হয়েছেন। যেমন? কখনও শাড়ির আঁচল নিয়ে মন্তব্য করে ফেঁসেছেন, আবার কখনও ফেঁসেছেন ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে গিয়ে।
Ramayana: রামায়ণ নিয়ে ফের দ্বন্দ্ব, নিতেশ তিওয়ারিকে টেক্কা দেবেন বিষ্ণু…
এবার, অভিনেত্রী যা মন্তব্য করেছেন, তাতে আরও একবার মহিলাদের ক্ষোভের আওতায় পড়েছেন তিনি। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জানান, "স্যানিটারি ন্যাপকিন একটা প্রয়োজনীয় বস্তু। এবং সেটা এত বিজ্ঞাপন দিয়ে দেখানোর কী আছে? আগে সেটাকে অন্যভাবে দেখানো হত। এখন লাল রং ঢেলে দেখানো হয়। মানুষ কি বোকা হচ্ছে?" এখানেই থামেননি তিনি। বরং, সোজাসুজি তিনি এটাই বলেছেন, স্বামী এবং ছেলেকে বা বাবাকে দিয়ে কোনোদিন স্যানিটারি ন্যাপকিন কিনতে পাঠাব, এতটা আধুনিক হয়ে যাননি তিনি। সঙ্গে এও সাফ জানান...
কোনোদিন হয়তো বসে টিভি দেখছেন। স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন চললে, কেউ এসে পড়লে তাঁর নাকি লজ্জা লাগে। এবং এসব মন্তব্য সমাজ মাধ্যমে চূড়ান্ত ভাইরাল। এদিকে, তাঁর এই মন্তব্যের পর থেকে রেগে আগুন বেশিরভাগ। আজও এই সমাজে দাঁড়িয়ে একজন মেয়েকে এসবের মধ্যে দিয়ে যেতে হলে, প্রশ্ন উঠছে বলেই দাবি করেছেন বেশিরভাগ। এবং এই মন্তব্যের নিরিখে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকাও দাবি করেছেন নানা বিষয়। ইমনের জীবনের বেশিরভাগ সময়টা বাবার সঙ্গেই কেটেছে। খুব অল্প বয়সেই সে তাঁর মাকে হারায়। এবং, জীবনের এই ছোট ছোট বিষয়গুলো বাবার সঙ্গেই উপলব্ধি করতে হয়েছে তাঁকে। ইমন সমাজ মাধ্যমে মেন্সট্রুয়েশন এবং তাঁর সঙ্গে সম্পর্কিত যেকোনও বিষয়কেই খুব সহজ চোখে দেখেন।
Sham Kaushal: 'তিনতলা থেকে লাফ দিয়ে', কেন সব শেষ করে দিতে চেয়েছিলে…
কী লিখছেন তিনি?
"ছোটবেলায় আমার বাবাই আমায় দোকানে গিয়ে কখনো স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি। তাই আজও সেই অভ্যেস আমার নেই। আমার মা আমাকে বলেছিলেন যে এগুলো খুব নরমাল ঘটনা। আমার মা আমাকে বলেছিলেন নারী পুরুষ সমান সমান। কি জানি, এখন কিছু ইন্টারভিউ দেখে মনে হচ্ছে মা হয়তো ভুল ছিলেন। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা-তে চিত্রাঙ্গদা তাঁর সমানাধিকারের কথা বলেছেন, দাবি জানিয়েছেন। কি জানি, সেটাও কি ভুল ছিল? গা গোলাচ্ছে, শরীর খারাপ লাগছে আমার। কী জানি, হয়তো বেকার বেকার ..... জানিনা।"