Advertisment
Presenting Partner
Desktop GIF

দিনের সেরা বলিউড বাছাই: স্ত্রীকে নোটিস নওয়াজের, বুলবুল প্রসঙ্গে পাওলি, ‘শৃঙ্খলহীন স্বপ্ন দেখত সুশান্ত, সুস্মিতার সিরিজের প্রশংসায় সলমন

স্ত্রীর নোটিসের জবাব নওয়াজের,বুলবুল নিয়ে পাওলির বক্তব্য, সলমনের সুস্মিতা খ্যাতি -সহ একনজরে বলিউডের সেরা বাছাই খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আলিয়া সিদ্দীকির বিচ্ছেদ নোটিসের জবাব দিলেন নওয়াজ। বুলবুল সিরিজে ছোটবউ বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে তাঁর পরিবারের পক্ষ থেকে গঠন করা হল একটি বিশেষ ফাউন্ডেশন। সুস্মিতা সেনের ওয়েব সিরিজের প্রশংসায় সলমন খান। বলিউডের বাছাই করা বিনোদনের খবর একনজরে...

Advertisment

স্ত্রী-র নোটিসের জবাব নওয়াজের

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী আইনি নোটিস পাঠালেন স্ত্রী আলিয়াকে। আলিয়া গত ৬ মে নাওয়াজকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠান। তারপরেই এই পদক্ষেপ নিলেন অভিনেতা। নওয়াজ তার স্ত্রীকে পাঠানো আইনি নোটিসে বলেছেন যে তাঁর বিরুদ্ধে ”ভুয়ো, ইচ্ছাকৃত ও পরিকল্পিত মানহানি” এবং ”চরিত্রগত অপবাদ” এনেছেন আলিয়া।

বিস্তারিত পড়ুন, স্ত্রী আলিয়াকে আইনি নোটিস নওয়াজউদ্দিনের

'পুরুষতন্ত্রের বলি' বিনোদিনী

এত কম সময়ে তোমাকে কাস্ট করা হয়েছে, কিন্তু পাওলির হ্যাঁ বলার কারণ কি? পাওলির বক্তব্য, ”প্রতিটা শিশুর মতোই আমারও পরীদের কাহিনি ও লোককথার প্রতি বরাবরই আকর্ষণ ছিল। বিশেষ করে বাংলার গল্প হলে তো বটেই। বোধহয় আমরা প্রত্যেকেই এই সমস্ত কাহিনি শুনে বড় হয়েছি এবং প্রথমবার এ ধরনের কোনও প্রজেক্টে কাজ করার সুযোগ এল। এটা এমন লোককথা যা সামাজিক সমস্যা নিয়ে কথা বলে। সমাজে নারীবিদ্ধেষের মতো বিষয়গুলি তুলে ধরে।''

বিস্তারিত পড়ুন, বিনোদিনী সবথেকে ট্র্যাজিক চরিত্র,পুরুষতন্ত্রের বলি, বুলবুল প্রসঙ্গে পাওলি

সুস্মিতার সিরিজের প্রশংসায় সলমন


সম্প্রতি মুক্তি পেয়েছে সুস্মিতা সেনের ওয়েব সিরিজ আর্যা। এদিন তাঁর প্রশংসাতেই টুইট করলেন সলমন খান। সুস্মিতার বিবি নং ১ ও ম্যায়নে প্যার কিউ কিয়া কো-স্টার বলেন, ''আর্যা সত্যিকারের দাবাং।'' ভি়ডিয়োতে তিনি বলেন, সুস্মিতার পর্দায় ফিরে আসার সিদ্ধান্তটা খুব ভাল।

‘শৃঙ্খলহীন স্বপ্ন দেখত সুশান্ত'

সুশান্তের এই অকালে চলে যাওয়ার সঙ্গে একটু একটু করে মানিয়ে নিচ্ছে তাঁর পরিবার। বিজ্ঞান, খেলাধুলো ও সিনেমা– এই তিনটি ক্ষেত্রের প্রতিই সুশান্তের আবেগ ছিল অফুরান। সেই আবেগের কথা মাথায় রেখেই শনিবার অভিনেতার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সুশান্ত ছিলেন একজন উন্মুক্ত মনের মানুষ যিনি নিজের স্বপ্ন সফল করতে কঠোর পরিশ্রম করেছেন বরাবর, এমনটাই বলা হয়েছে সেই বিবৃতিতে।

বিস্তারিত পড়ুন, ‘শৃঙ্খলহীন স্বপ্ন দেখত সুশান্ত, সিংহের মতো হৃদয় নিয়ে লড়ে যেত’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Netflix paoli dam Sushant Singh Rajput Nawazuddin Siddiqui bollywood
Advertisment