Shah Rukh Khan Top 5 Films Re-release: ৬০-এ পা শাহরুখের, কিং খানের জন্মদিনে কোন টপ ৫ ছবি রি-রিলিজ করছে?

ফিল্ম ফেস্টিভ্যালটি শুরু হবে, ৩১ অক্টোবর থেকে এবং চলবে পুরো দুই সপ্তাহ ধরে। বিশ্বজুড়ে ৩০টিরও বেশি শহর ও ৭৫টিরও বেশি সিনেমা হলে প্রদর্শিত হবে এই ছবিগুলি। ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য দর্শকরাও উপভোগ করতে পারবেন উৎসবের সিনেমাগুলি

ফিল্ম ফেস্টিভ্যালটি শুরু হবে, ৩১ অক্টোবর থেকে এবং চলবে পুরো দুই সপ্তাহ ধরে। বিশ্বজুড়ে ৩০টিরও বেশি শহর ও ৭৫টিরও বেশি সিনেমা হলে প্রদর্শিত হবে এই ছবিগুলি। ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য দর্শকরাও উপভোগ করতে পারবেন উৎসবের সিনেমাগুলি

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shah Rukh Khan: শাহরুখ খানও মদের ব্যবসা থেকে প্রচুর আয় করেন

Shah Rukh Khan: শাহরুখের কোন টপ ৫টি ছবি রিলিজ করছে?

Shah Rukh Khan Top 5 Films Re-release: বলিউডের বাদশা শাহরুখ খান ২ নভেম্বর তাঁর ৬০তম জন্মদিন উদযাপন করতে চলেছেন। এই বিশেষ উপলক্ষ্যে আয়োজিত হয়েছে ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’, যেখানে কিং খানের সাতটি কালজয়ী সিনেমা পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

Advertisment

ফিল্ম ফেস্টিভ্যালটি শুরু হবে, ৩১ অক্টোবর থেকে এবং চলবে পুরো দুই সপ্তাহ ধরে। বিশ্বজুড়ে ৩০টিরও বেশি শহর ও ৭৫টিরও বেশি সিনেমা হলে প্রদর্শিত হবে এই ছবিগুলি। ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দর্শকরাও উপভোগ করতে পারবেন উৎসবের সিনেমাগুলি। ভারতের প্রদর্শনী PVR-INOX–এর সহযোগিতায় করা হচ্ছে, আর আন্তর্জাতিক স্ক্রিনিংয়ের দেখভাল করছে YRF।

Jaya Ahsan: সত্যিই বয়স বাড়ে না জয়ার? পুরনো ছবি প্রকাশ্যে আসতেই হইচই

শাহরুখ খান বলেছেন, “সিনেমা আমার বাড়ি। এই ছবিগুলোর প্রেক্ষাগৃহে ফিরে আসা মানে আমার কাছে যেন এক সুন্দর পুনর্মিলন। এই সিনেমাগুলো শুধুই আমার নয়- এগুলো সেই দর্শকদেরও, যারা গত ৩৩ বছর ধরে আমাকে ভালোবেসে এসেছেন।” সোশ্যাল মিডিয়াতে উৎসবের ঘোষণা করতে গিয়ে তিনি মজার ছলে আরও লিখেছিলেন, “আমার পুরনো কয়েকটা ছবি আবার থিয়েটারে ফিরছে। ছবিগুলোর নায়ক খুব একটা বদলায়নি - শুধু চুল বদলেছে… আর হ্যাঁ, একটু বেশি হ্যান্ডসাম হয়েছি!” 

Advertisment

শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল — মুক্তিপ্রাপ্ত ছবির তালিকা

কভি হাঁ কভি নাঃ “কভি হাঁ কভি না” একটি হৃদয়ছোঁয়া রোম্যান্টিক-ড্রামা, যেখানে শাহরুখ খান অভিনয় করেছেন সুনীল নামে এক যুবকের চরিত্রে। সুনীল সংগীতশিল্পী হতে চায়, কিন্তু তার জীবনটা একদম পরিকল্পনা মতো চলে না। এমনকি কলেজেও সে পাশ করতে পারে না। সুনীলের জীবনের মূল আলো তার শৈশবের বন্ধু আনা। সুনীল মন থেকে আনা-কে ভালোবাসে, কিন্তু সমস্যা হলো- আনার মন পড়ে আছে তাদের আরেক বন্ধু ক্রিস–এর জন্য। ভালোবাসা, বন্ধুত্ব, ঈর্ষা নিয়ে এই বি। 

দিল সেঃ “দিল সে” একটি গভীর প্রেমের গল্প, যেখানে প্রেম মিশে আছে রাজনীতি, বিদ্রোহ এবং মানসিক সংগ্রামের তীব্রতার সঙ্গে। গল্পের কেন্দ্রে আছেন আমর (শাহরুখ খান), একজন অল ইন্ডিয়া রেডিও সাংবাদিক। সে কাশ্মীরের মতো অশান্ত অঞ্চলে কাজ করতে গিয়ে দেখতে পায় মেঘনাকে (মণীষা কৈরালা)। তারপর গল্প অনেকেই জানেন।

Shilpa Shetty Hospital: কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ-বাতিল বিদেশ যাত্রা, আচমকা হাসপাতালে ছুটলেন শিল্পা

দেবদাসঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস থেকে নির্মিত, দেবদাস গল্প এক ধ্বংসাত্মক প্রেমের। দেবদাস (শাহরুখ খান) লন্ডন থেকে পড়াশোনা করে দেশে ফিরে আসে, শৈশবের প্রেম পারোর (ঐশ্বর্যা) কাছে। কিন্তু সমাজের উচ্চ-নিম্ন শ্রেণির কারণে দেবদাসের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় না। এই ছবিও রিলিজ করছে। 

ম্যায় হু নাঃ মেজর রাম প্রসাদ (শাহরুখ খান), সেনা অফিসার, একটি মিশনে গিয়ে আহত হয়। জানতে পারে তার প্রয়াত বাবার দ্বিতীয় স্ত্রী ও সন্তান রয়েছে। বাবার ইচ্ছা পূরণের জন্য এবং ভাই লক্ষ্যকে রক্ষা করতে রাম ছদ্মবেশে কলেজে ভর্তি হয়। সেখানে পরিচয় হয় কলেজের শিক্ষক মিস চাঁদনী (সুস্মিতা সেন) এবং ছাত্র লক্ষ্যর (জায়েদ খান) সাথে। কলেজে বিভিন্ন ষড়যন্ত্র, জঙ্গি হামলার পরিকল্পনা এবং পরিবারের ভাঙন ঠেকিয়ে রাম তার মিশন সফল করে, পরিবারের হৃদয়ও জয় করে।

ওম শান্তি ওমঃ ওম (শাহরুখ খান) একজন জুনিয়র শিল্পী, যার স্বপ্ন সুপারস্টার হওয়া। সে প্রেমে পড়ে সুপারস্টার শান্তির (দীপিকা) প্রতি। কিন্তু শান্তি একজন শক্তিশালী প্রযোজকের সঙ্গে গোপনে বিবাহিত—যিনি নির্মমভাবে শান্তিকে হত্যা করেন। ওম তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারায়। বহু বছর পরে ওম পুনর্জন্ম লাভ করে সুপারস্টার ওম কাপুর হিসেবে। পুরোনো স্মৃতি ফিরে আসে, এবং সে শান্তির হত্যার সত্য প্রকাশ করতে ও প্রতিশোধ নিতে উদ্যোগী হয়। 

Entertainment News SRK Birthday Shah Rukh khan