/indian-express-bangla/media/media_files/2025/10/30/cats-2025-10-30-17-24-55.jpg)
কেন হাসপাতালে ছুটলেন অভিনেত্রী?
Shilpa Shetty Mother Hospitalized: বৃহস্পতিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে সেলেব পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন বলি ডিভা শিল্পা শেট্টি। তাঁর মা সুনন্দা শেট্টি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রবেশের মুহূর্তে অভিনেত্রীকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। সেলেব প্যাপ ভিরাল ভায়ানি তাঁর ইনস্টা হ্যান্ডেলে সেই মুহূর্তটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, 'মুম্বইয়ে লীলাবতী হাসপাতালে ছুটে এলেন শিল্পা শেট্টি। যেখানে তাঁর মা ভর্তি আছেন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।' সোশ্যাল মিডিয়ায় এক লহমায় ভাইরাল সেই ভিডিও। যা দেখে অভিনেত্রীর মায়ের সুস্থতা কামনা করেছেন শিল্পার অনুরাগীরা।
এক ব্য়ক্তি লেখেন, 'শীঘ্রই আরোগ্য লাভ করুন।' অপর এক ব্যক্তির মন্তব্য, 'ভগবান আশীর্বাদ করুন।' এক নেটিজেনের প্রার্থনা 'শিল্পার মায়ের দ্রুত সুস্থতা কামনা করছি।' এখনও পর্যন্ত শিল্পা বা তাঁর পরিবারের তরফে কেউই সুনন্দা শেট্টির শারীরিক অবস্থার বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। কোটি কোটি আর্থিক তছরুপের অভিযোগে বাতিল হয়েছে তাঁর বিদেশযাত্রা। শিল্পা বিদেশযাত্রার অনুমতির আবেদন প্রত্যাহারের পরই মা সুনন্দা শেট্টির হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি প্রকাশ্যে আসে।
আরও পড়ুন কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ, FIR দায়ের শিল্পা-রাজ কুন্দ্রার বিরুদ্ধে
৬০ কোটি টাকার প্রতারণা সংক্রান্ত মামলায় বম্বে হাইকোর্ট শিল্পা ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে জারি করা 'লুক আউট সার্কুলার' (LOC) স্থগিত করতে অস্বীকার করেছে। গত ৮ অক্টোবর বম্বে হাইকোর্ট জানায় ৬০ কোটি অর্থ পরিশোধ না করা পর্যন্ত তাঁদের বিদেশে যাওয়ার আবেদন খারিজ করা হবে। মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং (EOW) আগেই LOC জারি করেছিল। যার বিরুদ্ধে দম্পতি সাময়িক স্বস্তি চেয়েছিলেন।
আরও পড়ুন প্রথমবার পুজো থেকে বঞ্চিত গণপতি বাপ্পা, গণেশ চতুর্থীর পরই রাজ-শিল্পার জীবনের বড় বিপদ
শিল্পার আইনজীবী হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম এ. আংখাদের বেঞ্চকে জানান আপাতত বিদেশযাত্রার পরিকল্পনা থেকে সরে এসেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে দিওয়ালি উদ্যাপনের কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে বোন শমিতা শেট্টি এবং স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে উৎসবের আনন্দে মেতেছিলেন। শিল্পাকে শেষবার দেখা গিয়েছিল 'সুপার ডান্সার চ্যাপ্টার ৫'-এর বিচারকের আসনে। অন্যদিকে, রাজ কুন্দ্রা সম্প্রতি তাঁর টেলিভিশন ডেবিউ করেছেন রিয়েলিটি শো 'দ্য ট্রেইটরস'-এর মাধ্যমে।
আরও পড়ুন অবাধ্য হলেই জুটত ঝাটা-জুতো দিয়ে বেধরক মার, বলিউডের দুই বোনের এই গল্প শুনলে চমকে যাবেন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us