'এক দো তিন'এর স্মৃতিকথা
নিজের চার দশকের কেরিয়ারে প্রায় ২০০০ গানে কোরিয়োগ্রাফ করেছেন সরোজ খান। এদিন ৭১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। তাঁর করা মনে করেই, ”এক দো তিন”র স্মৃতিকথা শেয়ার করলেন মাধুরী দীক্ষিত। একটি ভিডিয়োয় সরোজ খানের সঙ্গে কথোপকথনে উঠে এল সেই আইকনিক গান তৈরির নেপথ্য কাহিনি।
বিস্তারিত পড়ুন, কীভাবে তৈরি হয়েছিল ”এক দো তিন”? দেখুন ভিডিয়ো
‘দিল বেচারা’র নস্ট্যালজিয়ায় সঞ্জনা
মাত্র কয়েকঘন্টা বাকি। তারপরেই মুক্তি পাবে দিল বেচারার প্রথম ঝলক, ছবির ট্রেলার। তার আগে ছবির একটি স্টিল শেয়ার করে শুটিং সেটে সুশান্তের সঙ্গে নস্ট্যালজিয়ায় ভাসলেন সহ-অভিনেতা সঞ্জনা সংঘী। ছবির সঙ্গে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন অভিনেতা। তাঁর সঙ্গেই জীবনের শেষ ছবিটা করে গিয়েছেন সুশান্ত।
বিস্তারিত পড়ুন, ”চল না একটু নাচি”, সুশান্তের সঙ্গে ‘দিল বেচারা’র নস্ট্যালজিয়ায় সঞ্জনা
মাধুরীর গুরু প্রণাম
বর্ষীয়ান বলিউড কোরিয়োগ্রাফার সরোজ খানের প্রয়াণের খবরে এখনও নিজেকে সামলে উঠতে পারেননি মাধুরী দীক্ষিত। চার দশকের কেরিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন ২০০০ রেরও বেশি গান। তাঁর স্টেপেই পা মিলিয়ে কালজয়ী হয়েছে মাধুরীর বেশ কয়েকটি গান।
এদিন গুরু পূর্ণিমা উপলক্ষে মাস্টারজীকে স্মরণ করলেন মাধুরী। ফেসবুকে পোস্ট করলেন ৫৩ বছরের অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন