Aamir Khan Daughter: 'আমি একটা Useless পার্সন', বিলাসবহুল জীবনযাপনের পরও টাকার জন্য চরম অবসাদেে 'আমিরি' ইরা!

Aamir Khan Daughter Ira khan: খানদান পরিবারের মেয়ে ইরা খান। আমির খান যাঁর বাবা তাঁরও চরম মানসিক অবসাদ! তাও আবার টাকার জন্য, ভাবা যায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কথা বললেন ইরা।

Aamir Khan Daughter Ira khan: খানদান পরিবারের মেয়ে ইরা খান। আমির খান যাঁর বাবা তাঁরও চরম মানসিক অবসাদ! তাও আবার টাকার জন্য, ভাবা যায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের কথা বললেন ইরা।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
বাবাকে জড়িয়ে আবেগপ্রবণ আমির কন্যা ইরা

টাকার জন্য চরম অবসাদ আমির কন্যা ইরার!

Ira khan:বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের একমাত্র আদুরে কন্যা ইরা খান। মেয়ের বিদায়বেলায় আমিরের চোখের জল বাধ সাধেনি। একটা সময় মানসিক অবসাদেও ভুগেছেন ইরা। একাধিক সাক্ষাৎকারে আমির তাঁর মেয়ের জীবনের সেই সময়ের ঘটনার কথা বলেছেন। তখন হাজার ব্যস্ততার মাঝেও মেয়েকে বুকে আগলে রেখেছেন আমির খান। তবুও একটা বিষয়ে খুবই আপশোস ছিল আমির কন্যা ইরা খানের। নিজের ক্ষমতায় অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। খানদান পরিবারের মেয়ে হয়েও সাবলম্বী হতে চেয়েছিলেন। শুধু বিলাসবহুল জীবনযাপনেই সন্তুষ্ট ছিলেন না ইরা। কিন্তু, সেই সুযোগটা এসেছে অনেক পরে। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জীবনের সেই অধ্যায়ের কথা শেয়ার করেন স্টার কিড ইরা খান। 

Advertisment

মেন্টাল হেলথ ফাউন্ডেশন Agatsu শুরুর আগে নিজের মানসিক পরিস্থিতি ঠিক কী রকম ছিল ইরার? তাঁর অকপট স্বীকারোক্তি, 'আমার বয়স যখন ২৬-২৭ বছর তখথন মা-বাবা আমার জন্য অনেক টাকা-পয়সা খরচ করেছেন। তখন আমার মনে হত এই পৃথিবীতে আমি একজন বেকার মানুষ। ওঁদের জন্য আমি কিছুই করতে পারছি না।' পাশেই ছিলেন আমির খান। মেয়ের ভাবনা বুঝতে পেরে তিনি বলেন, 'ও আসলে নিজে অর্থ উপার্জন করতে চাইত। সেটা পারছিল না বলেই ওঁর মন খারাপ হত। Agatsu শুরু করার আগে প্রায়ই ওঁর মনে এই ভাবনাটা আসত।'

Advertisment

আরও পড়ুন: উইকএন্ডে ক্রাইম থ্রিলার এনজয় করতে চান? নেটফ্লিক্সের এই সিনেমা-সিরিজ দেখলে রাতের ঘুম উড়ে যাবে

ওই সাক্ষাৎকারে আমির খান কিন্তু, একটি বিষয় একদম স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তাঁর কাছে মেয়ের অর্থ উপার্জনটাই প্রধান ছিল না। বরং ইরা মানুষের সেবা করতে ভালবাসেন সেটাতেই বাবা হিসেবে গর্বিত হতেন। আমি ইরাকে সবসময় বলতাম নিজের জীবনের লক্ষ্যে এগিয়ে যাও। বিনা স্বার্থে মানুষের সেবা কর।' আমিরের মতে, 'তুমি অর্থ উপার্জন করছ কিনা সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ভাল কাজের সঙ্গে যুক্ত রয়েছ সেটাই মূল বিষয়। টাকা এমন একটা জিনিস যার কথা শুনলে কেউই না বলবে না। অন্যথায় একটা কাগজের টুকরো মাত্র।' প্রসঙ্গত, আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরা। Agatsu নামক এনজিও-এর কর্ণধার রীনা।  

আরও পড়ুন: সেলেবদের ব্যান করা রাজনৈতিক সিদ্ধান্ত, শিল্পীরা সেই রাজনীতির অংশ নয়: তথাগত মুখোপাধ্যায়

ira khan Bollywood Actor Bollywood News aamir khan bollywood movie