Netflix Crime Thriller: উইকএন্ডে ক্রাইম থ্রিলার এনজয় করতে চান? নেটফ্লিক্সের এই সিনেমা-সিরিজ দেখলে রাতের ঘুম উড়ে যাবে

Netflix Series: নেটফ্লিক্সে এমন কিছু ক্রাইম থ্রিলার সিরিজ ও সিনেমা রয়েছে যা দেখলে শিরদাঁড়ায় বয়ে যেতে পারে শীতল স্রোত। উইকএন্ডে ঘুমাতে যাওয়ার আগে অন্ধকার ঘরে পারফেক্ট ক্রাইম থ্রিলারের স্বাদ আস্বাদন করতে চাইলে দেখুন এই সিনেমা-সিরিজগুলো।

Netflix Series: নেটফ্লিক্সে এমন কিছু ক্রাইম থ্রিলার সিরিজ ও সিনেমা রয়েছে যা দেখলে শিরদাঁড়ায় বয়ে যেতে পারে শীতল স্রোত। উইকএন্ডে ঘুমাতে যাওয়ার আগে অন্ধকার ঘরে পারফেক্ট ক্রাইম থ্রিলারের স্বাদ আস্বাদন করতে চাইলে দেখুন এই সিনেমা-সিরিজগুলো।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
নেটফ্লিক্সের এই সিনেমা-সিরিজ দেখলে  রাতের ঘুম উড়ে যাবে

নেটফ্লিক্সের এই সিনেমা-সিরিজ দেখলে রাতের ঘুম উড়ে যাবে

Crime thriller series On netflix : আপনি ক্রাইম থ্রিলার দেখতে পছন্দ করেন? সিনেমা-সিরিজে শুধু থ্রিলারের স্বাদ উপভোগ করতে চান? সঙ্গে যদি বাড়তি পাওনা হিসেবে ক্রাইম শব্দটা যোগ হয় তাহলে তো পোয়া বারো। এই মুহূর্তে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে জনপ্রিয় নেটফ্লিক্স। এখানে কোন কোন ক্রাইম থ্রিলার আপনি এনজয় করতে পারবেন? দেখে নিন এক ক্লিকে। ক্রাইম থ্রিলার মানেই তো গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত একটা টানটান উত্তেজনা।

Advertisment

আরও পড়ুন: শো বাতিল করা-ছবি মুক্তির দিন পিছনোর নেপথ্যে পুরোপুরি অর্থনীতি জড়িত: কৌশিক সেন

মিসলিড

২০২৩- এ মুক্তি পেয়েছিল 'মিসলিড'। এই থ্রিলারটি নিঃসন্দেহে আপনার পছন্দ হবে। খুনের রহস্য উদ্ধারের নেপথ্যে  তৈরি মিসলিড পারফেক্ট ক্রাইম থ্রিলার যা দেখে আপনার শিরদাঁড়ায় শীতল স্রোত বয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিত্য রায় কাপুর। 

Advertisment

ব্ল্যাক ওয়ারেন্ট

এরপর আসা যাক ব্ল্যাক ওয়ারেন্টের কথায়। কাজের চাপে অনেক সময় পছন্দের সিরিজগুলো মিস হয়ে যায়। নেটফ্লিক্সের অন্যতম সেরা সিরিজ ব্ল্যাক ওয়ারেন্ট। তিহার জেলে কর্মরত একজন সৎ পুলিশ অফিসারের গল্পের নেপথ্য কাহিনি। অপরাধের বেড়াজালে কী ভাবে জর্জিরিত হয়ে পড়ে সেই গল্পই সাতটি ভাগে বিভক্ত। অন্ধকার ঘরে ক্রাইম থ্রিলারের টানটান উত্তেজনা উপবোগ করতে চাইলে আজই দেখে ফেলুন এই সিরিজটি। 

ইন্ডিয়ান প্রিডাটর

নেটফ্লিক্সের আরও একটি পপুলার ক্রাইম থ্রিলার ইন্ডিয়ান প্রিডাটর। ক্রাইম থ্রিলারটি যদি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয় তাহলে তো কোনও কথাই নেই। কিন্তু, অতিরিক্ত রক্তপাতের দৃশ্য যদি যদি ভয়ের কারণ হয়ে থাকে তাহলে অবশ্যই এই সিরিজটি থেকে দূরে থাকবেন। 

আরও পড়ুন: সেলেবদের ব্যান করা রাজনৈতিক সিদ্ধান্ত, শিল্পীরা সেই রাজনীতির অংশ নয়: তথাগত মুখোপাধ্যায়

জিগরা

২০২৪-এ মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত জিগরা। একটি মেয়ের লড়াইয়ের গল্পের নেপথ্যে তৈরি এই ছবি। ভাইকে বিদেশী কারাগার থেকে কী ভাবে উদ্ধার করবে সেই ভিত্তিতে এগিয়েছে সিনেমার গল্প। ক্রাইম থ্রিলার যারা পছন্দ করেন তাঁরা জিগরার প্রতিটি পরতে সেই স্বাদ পাবেন। পুরো সিনেমা জুড়ে রয়েছে সাসপেন্স যা উইকএন্ডে উপভোগ করতে পারবেন। 

আরও পড়ুন: বিনা পারিশ্রমিকে কাজ করেছি, যে টোকেন মানি পেতাম সেটা ওয়াকার্সদের মধ্যে বিলিয়ে দিতাম: রাখি গুলজার

crime web series Netflix