Aamir Khan: তুতো বোনকে বিয়ের জন্য ফয়জলকে চাপ- বিবাহবর্হিভূত সম্পর্ক থেকে অবৈধ সন্তান! আমিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাইয়ের

Aamir Khan-Faissal Khan: এক সাংবাদিকের সঙ্গে আমির খানের বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। তাঁদের নাকি রয়েছে এক সন্তানও। অন্যদিকে তুতো বোনকে বিয়ের জন্য ফয়জলকে চাপ দিত পরিবার। সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিনেতার ভাই।

Aamir Khan-Faissal Khan: এক সাংবাদিকের সঙ্গে আমির খানের বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। তাঁদের নাকি রয়েছে এক সন্তানও। অন্যদিকে তুতো বোনকে বিয়ের জন্য ফয়জলকে চাপ দিত পরিবার। সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক অভিনেতার ভাই।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আমির-ফয়জল দ্বন্দ

Aamir Khan Brother Faissal Khan: বলিউড সুপারস্টার আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর ভাই ফয়জল খান। সম্প্রতি তিনি দাবি করেছেন, আমির তাকে বাড়িতে বন্দি করে রেখেছিলেন এবং সকলের সামনে তাঁকে পাগল প্রতিস্থাপন করেছিলেন। পরে অবশ্য আমির ও তাঁর পরিবার এই অভিযোগ অস্বীকার করে। পালটা বলেন ফয়জলের এই অভিযোগ বিভ্রান্তিকর। এরপরই ফয়জল খান পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।

কেন পরিবার ফয়জলকে 'পাগল' সম্বোধন করেছিল?

Advertisment

১৮ আগস্ট আমিরের ভাই ফয়জল একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সেখানেই তিনি পরিবারের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটান। তিনি বলেন, ২০০২ সালের আগস্টে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু, ডিসেম্বরেই সেই বিয়ে ভেঙে যায়। এরপর পরিবার তাকে নিজের তুতো বোনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। ফয়সাল বলেন, 'আমার পরিবার মায়ের তুতো বোনকে বিয়ে করার জন্য জোর করছিল। আমি কখনওই সেটা চাইনি। আমি তখন কাজে মন দিতে চেয়েছিলাম। তাই বিয়েতে বিশেষ আগ্রহ ছিল না। সেই জন্য প্রায় প্রতিদিনই ঝগড়া-অশান্তি হত। এরপরই আমি পরিবারের সঙ্গে দূরত্ব বজার রাখার সিদ্ধান্ত নিই। আমার মা-ও বিয়ের বিষয়ে রেগে গিয়েছিলেন।'

তিনি আরও জানান, 'আমি যখন পরিবারের প্রতি বিরক্ত হয়ে যাই তখন একটি চিঠি লিখেছিলাম। সেই চিঠিতে পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে লিখেছিলাম। যেমন আমার দিদি তিনবার বিয়ে করেছেন। আমির রীনা দত্তকে বিয়ে করেছিলেন। সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তাঁদের একটি অবৈধ সন্তানও আছে। কিরণের সঙ্গে লিভ-ইন সম্পর্কেও ছিলেন। এসব লিখতেই রেগে কাঁই পরিবারের সদস্যরা। এরপর পুরো পরিবার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে ‘পাগল’ সাব্যস্ত করার চেষ্টা করে।'

Advertisment

আরও পড়ুন আমিরের ভাবনায় মেঘালয়ে হানিমুন মার্ডার? চর্চার মাঝে মুখ খুললেন মিস্টার পারফেক্টশনিস্ট

খান পরিবারের প্রতিক্রিয়া

পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়জল দাবি করেন, তার ভাই আমির ও পরিবার তাঁকে এক বছরেরও বেশি সময় বাড়িতে আটকে রেখেছিল এবং বলেছিল তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছেন। আমির খান ও তাঁর পরিবার একটি যৌথ বিবৃতি প্রকাশ করে ফয়জলের অভিযোগকে  'বিভ্রান্তিকর' বলে অভিহিত করে। সেই বিবৃতিতে স্বাক্ষর করেন রীনা দত্ত, জুনাইদ খান, ইরা খান, ফরহাত দত্ত, রাজীব দত্ত, কিরণ রাও, সান্তোষ হেগড়ে, সেহর হেগড়ে, মনসুর খান, নুজহত খান, ইমরান খান, টিনা ফনসেকা, জায়ন মেরি খান এবং পাবলো খান।

ফয়জলের শেষ সিদ্ধান্ত

ফয়জল ইনস্টাগ্রামে ঘোষণা করেন, তিনি পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি লেখেন, 'ভারাক্রান্ত হৃদয় কিন্তু সাহসীকতার সঙ্গে জানাতে চাই পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছি। এই পদক্ষেপ কঠিন হলেও আমার সুস্থতা ও উন্নতির জন্য জরুরি। এখন জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। যেখানে থাকবে স্বাধীনতা, মর্যাদা ও নিজেকে আবিষ্কার করার ক্ষমতা। ইতিবাচকতা, সত্য ও শক্তি দিয়ে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করছি ।'

আরও পড়ুন 'আজও আমরা শারীরিকভাবে...', ডিভোর্সের পর কিরণের সঙ্গে সম্পর্কের সিক্রেট ফাঁস আমিরের

aamir khan