Aamir Khan-Meghalaya murder case: আমিরের ভাবনায় মেঘালয়ে হানিমুন মার্ডার? চর্চার মাঝে মুখ খুললেন মিস্টার পারফেক্টশনিস্ট

Aamir Khan New Movie: হানিমুন মার্ডার ঘটনার নেপথ্যে এবার গল্প বুনবেন আমির খান? মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে স্ত্রীর খুন করার সেই মর্মান্তিক ঘটনাকেই পর্দায় ফুটিয়ে তুলবেন, এই খবর শুনেই কী প্রতিক্রিয়া বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের?

Aamir Khan New Movie: হানিমুন মার্ডার ঘটনার নেপথ্যে এবার গল্প বুনবেন আমির খান? মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে স্ত্রীর খুন করার সেই মর্মান্তিক ঘটনাকেই পর্দায় ফুটিয়ে তুলবেন, এই খবর শুনেই কী প্রতিক্রিয়া বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আমিরের প্রতিক্রিয়া

Aamir Khan: ১৪ মার্চ জন্মদিনের পর থেকেই চর্চায় রয়েছেন সুপারস্টার আমির খান। একদিকে প্রেমিকা গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর তো অন্যদিকে সিতারে জমিন পর-এর দুর্দান্ত সাফল্য। থাগস অফ হিন্দুস্তান, লাল সিং চড্ডা-এর মতো একের পর এক ছবি সাফল্যের মুখ দেখেনি। মুক্তির পরই মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। সিতারে জমিন পর-এর মাধ্যমে আমিরি স্টাইলে গ্র্যান্ড কামব্যাক অভিনেতার। পরবর্তী ছবি মহাভারত নিয়েও চর্চা একেবারে তুঙ্গে। এই ছবির অপেক্ষায় সিনেপ্রেমীরা। এর মাঝেই ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, এবার নাকি মেঘালয়ে হানিমুন মার্ডার নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন আমির খান। ঘটনার লেটেস্ট আপডেট নিয়ে কাটাছেঁড়া করছেন মিস্টার পারফেক্টশনিস্ট। এই খবর আমিরের কানে কানে পৌঁছতে কী প্রতিক্রিয়া অভিনেতার?

Advertisment

আরও পড়ুন সিতারে জমিন পর-র সাফল্যের পরই বিরাট সিদ্ধান্ত! আমিরের ভাবনায় মেঘালয়ে হানিমুন মার্ডার?

বলিউড হাঙ্গামার কাছে আমির এই খবরের সত্যতা উড়িয়ে দিলেন আমির খান। সম্পূর্ণ ভিত্তিহীন খূর বলে দাবি করেন অভিনেতা। একইসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের খবর কী ভাবে ছড়িয়ে যায় বুঝতে পারেন না। 'মেঘালয়ে খুনের ঘটনার আপডেটের উপর বিশেষ নজর রাখছেন। এই বিষয়ে সব তথ্য খুঁটিয়ে দেখছেন। কাছের বন্ধুদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করছেন। ওঁর প্রযোজনা সংস্থার তরফেও এই ঘটনার উপর বিশেষভাবে আলোকপাত করা হচ্ছে'-আমিরের ঘনিষ্ঠ সূত্র নাকি এমনটাই জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। যদিও খবর চাউর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তা নস্যাৎ করে দিলেন খোদ আমির খান। 

Advertisment

আরও পড়ুন 'যদি অবহেলা করতাম...', ক্যানসারের পর কোন মারাত্মক বিপদ থেকে বরাতজোরে রক্ষা পেলেন রাকেশ?

মহাভারতের কাহিনি সিরিজের আকারে সিনেমার পর্দায় নিয়ে আসবেন আমির। যা নিয়ে সিনেভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এই ছবিতে ইন্ডাস্ট্রির কোনও তাবড় তারকাকে দেখা যাবে না সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন আমির। কর্মজীবনে হাজর ব্যস্ততার মাঝেও নতুন প্রেমের বসন্তও উপভোগ করছেন। ৬০ তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন দিল চাহতা হ্যায় অভিনেতা আমির খান।

আরও পড়ুন 'এগুলো না করলে...', অভিনেত্রী হতে কী শর্ত? কেরিয়ারের শুরুতে ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কল্কি

SCREEN-এর সাক্ষাৎকারে আমির বলেছেন, 'আমি আর গৌরী দুজনেই সম্পর্কর বিষয়ে খুব সিরিয়াস। আমরা পার্টনার। বিয়ে তো এমন একটি বিষয় যেটা হৃদয় থেকে হয়। সেটা আমি গৌরীর সঙ্গে করে ফেলেছি। আনুষ্ঠানিক ভাবে বিয়েকে স্বীকৃতি দেব কিনা সেটা আমরা পরে ভেবে দেখব। আপাতত এখন দুজন একসঙ্গে ভাল আছি।' 

aamir khan Bollywood News বিনোদনের খবর