Aamir Khan new GF: নতুন প্রেমিকার হাতে হাত ধরে আমির, তাঁর গার্লফ্রেন্ড গৌরিকে চেনেন?

Aamir Khan with His new GF: টুইটারে প্রকাশিত ছবিগুলিতে দেখা যাচ্ছে, চীনের উৎসবে মঞ্চে আমির এবং গৌরীকে হাসতে হাসতে প্রবেশ করতে দেখা যায়। তাদের সাথে ছিলেন চীনা অভিনেতা শেন টেং এবং মা লি, যারা উৎসবে সম্মানিত হয়েছিলেন।

Aamir Khan with His new GF: টুইটারে প্রকাশিত ছবিগুলিতে দেখা যাচ্ছে, চীনের উৎসবে মঞ্চে আমির এবং গৌরীকে হাসতে হাসতে প্রবেশ করতে দেখা যায়। তাদের সাথে ছিলেন চীনা অভিনেতা শেন টেং এবং মা লি, যারা উৎসবে সম্মানিত হয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aamir khan with his gf in china

আমির খান তাঁর প্রেমিকার সঙ্গে গেলেন কই? Photograph: (ফাইল চিত্র )

Aamir Khan with his New GF: বলিউড সুপারস্টার আমির খানের বেশ কিছু ছবি ভারতের তুলনায় চীনে অনেক বেশি সাফল্য পেয়েছে। এই কারণেই সম্প্রতি আমিরকে ম্যাকাও কমেডি ফেস্টিভ্যালে সম্মানিত করা হয়, যেখানে ঘটে এক দারুণ ঘটনা। আমির যিনি তথাকথিত প্রেমিক মানুষ, হাজির হয়েছিলেন প্রেমিকাকে নিয়ে। 

Advertisment

আরও পড়ুন  -   Kilbil Society: কিলবিলের জয়জয়কার, বাড়ছে শো, ব্যাপক হারে টিকিট বিক্রি সৃজিতের ছবির!

 টুইটারে প্রকাশিত ছবিগুলিতে দেখা যাচ্ছে, চীনের উৎসবে মঞ্চে আমির এবং গৌরীকে হাসতে হাসতে প্রবেশ করতে দেখা যায়। তাদের সাথে ছিলেন চীনা অভিনেতা শেন টেং এবং মা লি, যারা উৎসবে সম্মানিত হয়েছিলেন। আমির কালো কুর্তা-পায়জামা পরেছিলেন এবং কালো-সোনালি শাল জড়িয়েছিলেন, তখন গৌরী এই অনুষ্ঠানের জন্য একটি ফ্লোরাল শাড়ি বেছে নিয়েছিলেন। অভিনেতা, যে নতুন প্রেমে পড়েছেন সেকথা আগেই জানা গিয়েছিল।

আর এবার হাতে হাত ধরে তাঁরা সেখানে হাজির হলেন। কখনও হাত দিয়ে লাভ সাইন দেখালেন। আবার কখনও, প্রেমিকা সামনে এগিয়ে যাওয়ায় তাঁকে হাত ধরার জন্য ডেকে পাঠালেন। সেই সব সমাজ মাধ্যমে ভাইরাল। এমন সব ছবি, দেখে ভক্তরা কী বলছেন? তাঁদের কথায়... "রোল মডেলের অবস্থা দেখ। একের পর এক বিয়ে করে যাচ্ছে।" আবার কেউ কেউ ক্ষোভ উগড়ে দিয়ে বললেন, কীভাবে হিন্দু নারীদের সঙ্গে এই লোকটা খেলে যাচ্ছে। আর মেয়েরা ভাবে ওদেরকে ভালবাসে।" আবার কেউ বললেন, "এত ভালবাসা রাখেন কোথায়?" 

Advertisment

আরও পড়ুন -  Sujan Neel Mukherjee: হার্ট অ্যাটাকের পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুজন? যা বললেন অভিনেতা..

এদিকে, গত মাসে আমির খান তার ৬০তম জন্মদিনের আগে মিডিয়ার সঙ্গে তার বান্ধবী গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দেন। তিনি প্রকাশ করেন যে তারা এক বছরেরও বেশি সময় ধরে একসাথে আছেন। অভিনেতা বলেন, "ও বেঙ্গালুরু থেকে এসেছে। আমরা একে অপরকে ২৫ বছর ধরে চিনতাম। কিন্তু আমরা দেড় বছর আগে পুনরায় যোগাযোগ করেছিলাম। তিনি ঘটনাক্রমে মুম্বাইতে ছিলেন এবং আমরা দুর্ঘটনাক্রমে আমাদের দেখা হয়েছিল। আমরা যোগাযোগ রেখেছিলাম, এবং তারপর সবকিছু স্বাভাবিকভাবেই ঘটেছে।"   

গৌরীর আগের বিবাহ থেকে ছয় বছরের একটি ছেলে আছে। তিনি এখন আমিরের সাথে তার প্রযোজনা প্রতিষ্ঠানে কাজ করেন। আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে, ২০০২ সাল পর্যন্ত প্রযোজক রীনা দত্তের সাথে তিনি বিবাহিত ছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে - জুনায়েদ খান এবং ইরা খান। ২০০৫ সালে, তিনি পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন, কিন্তু ২০২১ সালে এই দম্পতি আলাদা হয়ে যান। তাদের বিচ্ছেদ সত্ত্বেও, তারা তাদের ছেলে আজাদকে সহ-পালন করে চলেছেন। আর বর্তমানে গৌরি। 

bollywood Bollywood Actor aamir khan