Kilbil Society: কিলবিলের জয়জয়কার, বাড়ছে শো, ব্যাপক হারে টিকিট বিক্রি সৃজিতের ছবির!

Kilbil Society Ticket Booking: পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবি সমাজের উদ্দেশ্যে নানা প্রশ্ন তুলেছিল। সম্পর্ক, প্রেম এবং বেশ কিছু ঠুনকো বিষয়, যেগুলি সমাজকে নাড়িয়ে দেয়, সেরকম কিছু, প্রশ্ন তুলেছিলেন পরিচালক…

Kilbil Society Ticket Booking: পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবি সমাজের উদ্দেশ্যে নানা প্রশ্ন তুলেছিল। সম্পর্ক, প্রেম এবং বেশ কিছু ঠুনকো বিষয়, যেগুলি সমাজকে নাড়িয়ে দেয়, সেরকম কিছু, প্রশ্ন তুলেছিলেন পরিচালক…

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
kilbil society - tollywood-srijit mukherjee

Kilbil Society: কিলবিলের কত টিকিট বিক্রি হল? Photograph: (ফাইল চিত্র )

Kilbil Society: বাংলা ছবির জয়জয়কার। পয়লা বৈশাখের আগে যে ছবিগুলো রিলিজ করল, সেগুলি যে শুরু থেকেই রমরমিয়ে চলবে, এমন আন্দাজ করা গিয়েছিল। বিশেষ করে সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি প্রথম দিনেই আলোড়ন তুলেছিল। আর আজ তো... রবিবাসরীয় আসরে ছক্কা হাঁকালেন অভিনেতা। বুক মাই শো দেখলেই বোঝা যাচ্ছে সৃজিত বলে বলে গোল দিচ্ছেন।

Advertisment

পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবি সমাজের উদ্দেশ্যে নানা প্রশ্ন তুলেছিল। সম্পর্ক, প্রেম এবং বেশ কিছু ঠুনকো বিষয়, যেগুলি সমাজকে নাড়িয়ে দেয়,  সেরকম কিছু, প্রশ্ন তুলেছিলেন পরিচালক। কিন্তু, আদৌ এই ছবি কি খাদানের মত বড় কিছু হতে চলেছে, সে তো সময় বলবে। কিন্তু, এই ছবি দেখার প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে। গতকাল থেকে এই ছবির টিকিট হুড়হুড় করে বিক্রি হচ্ছে। রবিবাসরীয় আসরে, যে এই ছবি দারুণ কামাল করতে চলেছে, সেকথা স্বাভাবিক।

কত বিক্রি হল এই ছবির টিকিট?

আরও পড়ুন -  Twinkle Khanna: রাজেশ না, বিনোদ খান্না টুইঙ্কেলের বাবা! নিজের পিতৃপর… 

Advertisment

শেষ ২৪ ঘণ্টায় এই ছবির টিকিট বিক্রি হয়েছে প্রায় সাড়ে দশ হাজারের কাছাকাছি। এবং বাংলা ছবির অন্যতম জায়গা নন্দনে আজ এই শো হাউসফুল। মানুষ যে বাংলা ছবি দেখতে বেশ আগ্রহী সেকথা কিন্তু বোঝা যাচ্ছে। বিশেষ করে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যে সকলের মনেই রাজ করছেন, সেটা বলাই উচিত। এর আগেও সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতেও তাঁর পরিচালনা নিয়ে নানা কথা হয়েছিল, এবারও ব্যতিক্রম না। বরং, তিনি যেভাবে কৌশানিকে পূর্ণা হিসেবে তুলে ধরলেন, সেটা সাংঘাতিক ভাল।

শো বাড়ছে এই ছবির...

কথায় বলে, মানুষ চাইলে কী না হয়। কিলবিলের ক্ষেত্রেও সেটাই দেখা গেল। ছবির চাহিদা আকাশছোঁয়া, তাই তো শো বাড়ছে রমরমিয়ে। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে প্রায় ৫০টি শো বেড়েছে এই ছবির। এককথায় আনন্দে আত্মহারা পরিচালক। 

আরও পড়ুন  -  TV Shows: Bigg Boss থেকে Khatron কে খিলাড়ি, বন্ধ হতে চলেছে জনপ্রিয় দুই শো? ভক্তদের মনে ভাঙবে খবর জানলে…

তুলনামূলকভাবে, পুরাতন গতকালের শো হাউসফুল গেলেও, আজ রবিবাসরীয় আসরে, কিলবিলকে টেক্কা দিতে পারে কিনা, সেটা আলোচনা সাপেক্ষ। সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল, হেমলক সোসাইটির পরবর্তী ভাগ। সেই ছবির আনন্দ কর, বর্তমানের মৃত্যুঞ্জয় কর, যদিও এবার তাঁর কাজ অনেক অন্যরকম ছিল। কিন্তু, মানুষ যে তাঁকে দারুণ উপভোগ করছেন সেকথা বলাই বাহুল্য।

tollywood news tollywood srijit mukherjee