Aamir Khan: অটোতে পোস্টার লাগানো-পথচারীদের ছবি দেখার আর্জি, সফল কেরিয়ারের তাগিদে আমিরের লড়াই শুনলে তাজ্জব বনে যাবেন

Aamir Khan-Qayamat Se Qayamat Tak: Qayamat Se Qayamat Tak ছবি মুক্তির আগে সিনেমার প্রচারে কোনও খামতি রাখতে চাননি। আমির খান নিজের ছবির জন্য কী করেছিলেন? শুনলে তাজ্জব বনে যাবেন।

Aamir Khan-Qayamat Se Qayamat Tak: Qayamat Se Qayamat Tak ছবি মুক্তির আগে সিনেমার প্রচারে কোনও খামতি রাখতে চাননি। আমির খান নিজের ছবির জন্য কী করেছিলেন? শুনলে তাজ্জব বনে যাবেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aamir khan -sitaare zameen par

আমিরের লড়াই

Aamir Khan Struggle Life: অভিনয় দক্ষতায় নিজেকে একজন প্রতিভাবান শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একজন দক্ষ অভিনেতার পাশপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন। হ্যাঁ, তিনি নান আদার দ্যান সুপারস্টার আমির খান। তবে কেরিয়ারের শুরুতে অনেক কঠিন পথ পেরিয়ে আজ আমির খান হয়ে উঠেছেন লিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। Qayamat Se Qayamat Tak ছবি মুক্তির আগে সিনেমার প্রচারে কোনও খামতি রাখতে চাননি আমির খান। একপ্রকার আদাজল খেয়ে ময়দানে নেমেছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি Lehren Retro-তে একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে তাঁর জীবনসংগ্রামের ঝলক।

Advertisment

সাধারণ টি-শার্ট ও শর্টসে দেখা যাচ্ছে আমির খানকে। পথচারীদের মধ্যে পোস্টার বিতরণ করছেন এবং অটো-রিকশার চালকদের কাছে বিনীতভাবে অনুরোধ তাঁরা যেন তাদের গাড়িতে সিনেমার পোস্টার ঝুলিয়ে রাখেন। এখানেই থেমে থাকেননি আমির। পথচারীদের সিনেমা হলে গিয়ে ছবি দেখার আর্জিও করেন। অভিনেতা হিসেবে আমিরের এই কঠোর পরিশ্রম, কাজের প্রতি একাগ্রতা ইন্ডাস্ট্রিতে পায়ের নীচের মাটি শক্ত করতে সাহায্য করেছে। সে কথা বলাইবাহুল্য। 

আরও পড়ুন 'রজনীকান্তের জন্য কুলিতে ক্যামিও চরিত্রে...', আমিরের বক্তব্য ঘিরে চর্চার মাঝে পালটা সাফাই অভিনেতার টিমের

Advertisment

YouTube-এ ফের এই ভিডিও ভাইরাল হতেই ২৯০,০০০-এর বেশি লাইক এবং কমেন্টের বন্যা। এক ভক্ত আমিরের পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন। কঠোর শ্রমের ফলেই আমির খান আজ ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করতে পেরেছেন বলে মন্তব্য করেন। আমিরের চকোলেট বয় ইমেজের প্রশংসা করে অপর এক নেটিজেন লেখেন, 'একজন সাধারণ ছেলে, দীপ্তিময় ত্বক এবং ঝকঝকে চোখ।' আমিরের এক অনুরাগী কমেন্ট বক্সে প্রশংসা করে 'মিস্টার পারফেকশনিস্ট' বলে সম্বোধন করেছেন। 

আরও পড়ুন বিদেশিনীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক-অবৈধ সন্তান, আমিরের 'কেচ্ছা' ফাঁস! কে এই জেসিকা?

১৯৮৮ সালের এপ্রিল মাসে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার মুভি Qayamat Se Qayamat Tak। আমির খান জুহি চাওলা জুটির অন স্ক্রিন কেমেস্ট্রি দর্শকের মনে গভীর প্রভাব বিস্তার করেছিল। এই ছবির দুর্দান্ত সাফল্যের পর একসঙ্গে বহু হিট ছবি দর্শককে উপহার দিয়েছে এই জুটি। আনুমানিক ২৫ মিলিয়ন বাজেটের এই QSQT ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করে। বিশ্বব্যাপী প্রায় ৫০ মিলিয়ন আয় করেছিল আমির-জুহি জুটির এই ছবি। এটি ছিল ১৯৮৮ সালের তৃতীয় সর্বোচ্চ আয়প্রাপ্ত চলচ্চিত্র।

aamir khan