Aamir Khan Extramarital Affair: বিদেশিনীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক-অবৈধ সন্তান, আমিরের 'কেচ্ছা' ফাঁস! কে এই জেসিকা?

Aamir Khan: বিদেশি লেখিকা-সাংবাদিক-অভিনেত্রীর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক। রয়েছে এক ছেলেও! আমিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাই ফয়জল খানের।

Aamir Khan: বিদেশি লেখিকা-সাংবাদিক-অভিনেত্রীর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক। রয়েছে এক ছেলেও! আমিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাই ফয়জল খানের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

জেসিকা কে?

Aamir Khan-Jessica Hines: আমির খান, বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট নামেই পরিচিত। অভিনয় দক্ষতায় ভক্তদের মন তো অনেক আগেই জয় করেছেন। হাত পাকিয়েছেন প্রযোজনাতেও। সদ্য মুক্তিপ্রাপ্ত সিতারে জমিন পর বক্স অৎিসে দারুণ সাড়া ফেলেছে। আমিরের আপকামিং প্রজেক্ট মহাভারত ও তাঁর বর্তমান প্রেমিকা গৌরীর জন্য চর্চায় ছিলেন অভিনেতা। এর মাঝেই তাল কাটল! আমিরের ভাই ফয়জল খান খান পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের পাশাপাশি আমিরের অতীতের 'কেচ্ছা' ফাঁস করেছেন। গৌরী-কিরণ ছাড়াও নাকি জেসিকা হাইনস নামক এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। তাঁদের সন্তানের নাম জন। 

Advertisment

আরও পড়ুন 'আজও আমরা শারীরিকভাবে...', ডিভোর্সের পর কিরণের সঙ্গে সম্পর্কের সিক্রেট ফাঁস আমিরের

সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে ফয়জল জানান, আমির খান রীনা দত্তের সঙ্গে দাম্পত্যে থাকাকালীন তিনি ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে সম্পর্কে জড়ান। শুধু তাই নয়, ফৈজলের অভিযোগ তাদের এক পুত্রসন্তানও রয়েছে। এখন প্রশ্নে, কে এই জেসিকা হাইনস? আমিরের ভাই ফয়জলের অভিযোগের পর লাইমলাইটে জেসিকা। তিনি ব্রিটিশ লেখিকার পাশাপাশি একজন অভিনেত্রী ও পরিচালক। 'The Royal Family', 'Twenty Twelve', 'There the Sea Goes' সহ একাধিক থ্রিলার মুভিতে অভিনয় করেছেন। পাশাপাশি বহু বই ও উপন্যাসও লিখেছেন জেসিকা। 

Advertisment

আরও পড়ুন তুতো বোনকে বিয়ের জন্য ফয়জলকে চাপ- বিবাহবর্হিভূত সম্পর্ক থেকে অবৈধ সন্তান! আমিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ভাইয়ের

১৯৯৮ সালে অমিতাভ বচ্চনের জীবনী ওপর একটি বই অর্থাৎ বায়োগ্রাফি লেখার জন্য ভারতে আসেন জেসিকা। তখন গুলাম ছবির শুটিং কলছিলেন আমির। সেই সময়ই নাকি পরস্পরের কাছাকাছি আসেন আমির-জেসিকা। ২০০৭ সালে জেসিকার বিখ্যাত বই Looking for the Big B প্রকাশিত হয়। এই বইটি লেখার সময় বলিউডের বহু তারকার সঙ্গেই ভাল সম্পর্ক গড়ে ওঠে তাঁর।

২০০৭ সালেই তিনি লন্ডনের এক ব্যবসায়ীকে বিয়ে করে ভারতে আসা কমিয়ে দেন। বর্তমানে জেসিকার একটি ছেলে রয়েছে, তার নাম জন। আমিরের ভাই ফয়জলের দাবি, জন আসলে আমির ও জেসিকার ছেলে। তিনি আরও অভিযোগ করেন, রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের সময় শুধু জেসিকা নয়, কিরণ রাও-এর সঙ্গেও সম্পর্ক ছিল আমির খানের। অভিনেতার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আরও পড়ুন আমিরের ভাবনায় মেঘালয়ে হানিমুন মার্ডার? চর্চার মাঝে মুখ খুললেন মিস্টার পারফেক্টশনিস্ট

aamir khan