/indian-express-bangla/media/media_files/2025/09/14/cats-2025-09-14-17-13-27.jpg)
আমিরের পালটা সাফাই
Aamir Khan Cameo In Coolie: চলতি বছরের অগাস্টে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত 'কুলি'। সেই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। আর এই ক্যামিও চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তে নাকি আপশোস করছেন অভিনেতা। সম্প্রতি একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল, যেখানে দাবি করা হয় আমির নাকি বলেছেন তাঁর ক্যামিও অপ্রয়োজনীয়। কোনও প্রকৃত উদ্দেশই ছিল না। আমিরের এই বক্তব্য ঘিরে আলোচনা শুরু হতেই পালটা কী প্রতিক্রিয়া আমিরের টিমের?
আরও পড়ুন সিতারে জমিন পর-র সাফল্যের পরই বিরাট সিদ্ধান্ত! আমিরের ভাবনায় মেঘালয়ে হানিমুন মার্ডার?
বলি অভিনেতা আমিরের টিমের তরফে জানানো হয়েছে এই খবর এবং ভাইরাল ছবি সম্পূর্ণ ভুয়া। বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে, 'মিস্টার আমির খান এই ধরনের কোনও সাক্ষাৎকার দেননি এবং 'কুলি' ছবি নিয়ে কোনও নেতিবাচক মন্তব্যও করেননি। মিস্টার খান রাজনীকান্তজি, লোকেশজি এবং পুরো কুলি টিমের প্রতি শ্রদ্ধাশীল। ছবিটি বক্স অফিসে ৫০০ কোটির বেশি আয় করেছে যা ছবি সংক্রান্ত কোনও কিছু বলার অপেক্ষাই রাখে না।'
ভাইরাল রিপোর্টে কী দাবি করা হয়েছিল?
এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশটে দেখা যায় আমির একটি পোর্টালে সাক্ষাৎকারে বলেছেন, 'আমি রাজনী স্যারের জন্য ক্যামিওটি করতে রাজি হয়েছিলাম। এখনও বুঝতে পারি না আমার চরিত্রের প্রয়োজনীয়তা ঠিক কোথায়। মনে হয়েছিল আমি হেঁটে ঢুকে গেলাম, দু-একটা ডায়লগ বললাম, আর তারপর গায়েব হয়ে গেলাম। খারাপভাবে গল্প লেখা হয়েছিল। ভেবেছিলাম মজার একটা উপস্থিতি হবে কিন্তু সেটা জমল না। দৃশ্যটা কাজই করেনি। এটা আমার বড় ভুল ছিল। ভবিষ্যতে এ ব্যাপারে আমি খুব সাবধান থাকব।'
আরও পড়ুন বিদেশিনীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক-অবৈধ সন্তান, আমিরের 'কেচ্ছা' ফাঁস! কে এই জেসিকা?
প্রসঙ্গত, সাম্প্রতিকালে ভাই ফয়জলের বিস্ফোরক মন্তব্যে বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন আমির। কখনও বলেছেন বিদেশিনীর সঙ্গে সম্পর্কের কথা তো কখনও তাঁর উপর অকথ্য অত্যাচারের কাহিনি। ফয়জল সাংবাদিক সম্মেলনে বলেছেন, গৌরী-কিরণ ছাড়াও নাকি জেসিকা হাইনস নামক এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন আমির। রীনা দত্তের সঙ্গে দাম্পত্যে থাকাকালীন তিনি ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে সম্পর্কে জড়ান। তাঁদের সন্তানের নাম জন।