Advertisment
Presenting Partner
Desktop GIF

'লাল সিং চাড্ডা ফ্লপ কেন?' আমিরকে মারাত্মক ব্যঙ্গ বুমরার! পাল্টা ব্যাটিং মিস্টার পারফেকশনিস্টের

বুমরার বাঁকা কথায় ঝোড়ো ব্যাটিং আমিরের। কী বললেন অভিনেতা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
laal singh chaddha, aamir khan, aamir khan laal singh chaddha, jasprit bumrah, dream11, aamir khan dream11, laal singh chaddha box office, লাল সিং চাড্ডা, আমির খান, যশপ্রীত বুমরা, আইপিএল ২০২৩, বলিউডের খবর, ক্রিকেটের খবর

যশপ্রীত বুমরা, আমির খান

আইপিএল-এর মরসুম। অন্দরমহলে এখন সিরিয়ালের থেকে বাইশ গজের মহড়াই বেশি হিট। ক্রিকেটের এই মহোৎসবে 'ড্রিম ইলেভেন'-এর ক্যাম্পেইনে অংশ নিয়েছেন আমির খানও। বলাই বাহুল্য, বক্সঅফিসে লাল সিং চাড্ডা ধরাশায়ী হওয়ার পর এইপ্রথম পর্দায় মুখ দেখালেন অভিনেতা। আর সেখানেই কিনা যশপ্রীত বুমরার কাছ থেকে কথা শুনতে হল! পাল্টা দিতে সূচাগ্র মেদিনিও ছাড়েননি আমির খান।

Advertisment

ঠিক কী হয়েছে? বুমরার উদ্দেশে আমিরের মন্তব্য ছিল, "বুম বুম, বল ঠিক করে কোরো, বড় বড় হিট মারি আমি।.." অভিনেতার মুখে একথা শুনে যশপ্রীতের মন্তব্য, "এত্ত বড় বড় হিট মারেন তো স্যর, লাল সিং চাড্ডার কী হল?" ক্রিকেটারের মুখে এমন কথা শুনে তো তাজ্জব আমির। বুমরার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বাইশ গজে সম্মুখ সমরে লড়ার চ্যালেঞ্জ ছুঁড়লেন মিস্টার পারফেকশনিস্ট। তারপর?

<আরও পড়ুন: ‘আঙুর ফল টক..’! করিনা কাপুরকে ভয়ঙ্কর কথা শোনান প্রিয়াঙ্কা চোপড়া>

আমির খান ও যশপ্রীত বুমরার সংঘাত আসলে 'ড্রিম ইলেভেন'-এর ক্যাম্পেইনের অংশ। ১৫ সেকেন্ডের এক বিজ্ঞাপনে দুই তারকার এমন কথোপকথন দেখা গেল। যা দেখে একেবারে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। কেউ কেউ আমিরের পক্ষ নিয়ে বুমরার বর্তমান পারফরম্যান্সের সমালোচনা করতেও পিছপা হলেন না। কেউ কেউ আবার গতবছর মুক্তি পাওয়া 'লাল সিং চাড্ডা'র মার্কশিট খুলে বসলেন। তো অনেকে আবার আমির ও বুমরার বর্তমান 'হিট'-এর সংখ্যা বিচার করে দু'জনকেই ব্যঙ্গ করলেন।

প্রসঙ্গত, অদ্ভেত চন্দন পরিচালিত আমির খানের ম্যাগনাম অপাস সিনেমা 'লাল সিং চাড্ডা' বানাতে খরচ হয়েছিল প্রায় ১৮০ কোটি টাকায বিশ্বের ১০০টি লোকেশনে প্রায় ৪ বছর ধরে তৈরি হয়েছে এই ছবি। তবে রিলিজের পর মুখ থুবড়ে পড়েছে। আয় করতে পেরেছে সর্বসাকুল্যে মোটে ১৩০ কোটি।

IPL Cricket News Jasprit Bumrah aamir khan bollywood Bollywood News Entertainment News
Advertisment