Bollywood Actress Again Marriage: বিয়ের বছর ঘুরতেই ফের বধূবেশে গোবিন্দার ভাইঝি, মন্দিরে কার সঙ্গে সাত পাক ঘুরলেন আরতি সিং?

Aarti Singh News: বিয়ের পর কেটেছে মাত্র একটা বছর। উত্তরাখণ্ডের মন্দিরে ফের বিয়ের সাজে গোবিন্দার ভাইঝি। সাত পাকের বন্ধনে কার সঙ্গে পুনরায় বাঁধা পড়লেন অভিনেত্রী?

Aarti Singh News: বিয়ের পর কেটেছে মাত্র একটা বছর। উত্তরাখণ্ডের মন্দিরে ফের বিয়ের সাজে গোবিন্দার ভাইঝি। সাত পাকের বন্ধনে কার সঙ্গে পুনরায় বাঁধা পড়লেন অভিনেত্রী?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বিয়ের বছর ঘুরতেই ফের সাতপাক

বিয়ের বছর ঘুরতেই ফের সাতপাক

Aarti Singh got married again: দিনটা ছিল ২৫ এপ্রিল, ২০২৪। মনের মানুষের সঙ্গে ঘর বেঁধেছিলেন গোবিন্দার ভাইঝি আরতি সিং। দীপক চৌহানের সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন আরতি। তাঁর বিয়েতে জোড়া লেগেছিল মামা-ভাগ্নের সম্পর্ক। অর্থাৎ অতীতের তিক্ততা ভুলে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন গোবিন্দা ও কৃষ্ণ অভিষেক। মামা শ্বশুরের পা ছুঁয়ে প্রনাম করেছিলেন কৃষ্ণর স্ত্রী কাশ্মীরা শা। দেখতে দেখতে আরতির বিয়ের এক বছর পার। বিয়ের বছর ঘপরতেই ফের সাত পাকের বন্ধনে বাঁধা পড়লেন অভিনেত্রী আরতি সিং। সুখী দাম্পত্যের নজিরই তো দেখা যেত সোশ্যাল মিডিয়ায়। তাহলে ফের সাতপাক? আসলে এখানেই তো কাহানি মে ট্যুইস্ট। রুপোলি দুনিয়ার সেলেবরা সবসময়ই একটু হটকে কার্যকলাপের মাধ্যমে লাইমলাইটে চলে আসেন। ঠিক যেমন এসেছেন আরতি। প্রথম বিবাহবার্ষিকীতে আরও একবার বিয়ের সেই মুহূর্তটাকে উপভোগ করতেই দীপকের সঙ্গে সাত পাক ঘুরেছেন। 

Advertisment

Advertisment

উত্তরাখণ্ডের  Triyuginarayan মন্দিরে ভগবানের সামনে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন আরতি-দীপকের। কথিত আছে, এই মন্দিরেই নাকি শিব-পার্বতী বৈবিহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই জন্য আজও ওই মন্দিরে আজও একটা অগ্নিশিখা জ্বলে (eternal fire)। মন্দিরে সাত পাক ঘোরার ভিডিও শেয়ার করে অভিনেত্রী আরতি সিং লিখেছেন, 'এটা Triyuginarayan মন্দির। যেখানে শিবজি-পার্বতী মায়ের বিয়ে হয়েছিল। আজও এখানে একটা অগ্নিশিখা জ্বলে।' আরও যোগ করেছেন, 'দীপকের স্বপ্ন ছিল আমাদের বিয়েটা এখানে হবে। ভগবান শিব-পার্বতীর আশীর্বাদ নেবে। আমারও ইচ্ছে ছিল। তাই প্রথম বিবাহবার্ষিকীতে আমরা ভগবানকে সাক্ষী রেখে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। বিয়ের পোশাক পরেই আমরা অগ্নিসাক্ষী করে আরও একবার নতুন জীবন শুরু করলাম।'

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েই সব শেষ! জঙ্গলের পাশ থেকে উদ্ধার ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতার মৃতদেহ

মালাবাদল থেকে সিঁদুরদান সবটাই হয়েছে রীতি মেনে। দুজনেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। বিয়ের স্মৃতি আরও একবার ঝালিয়ে নেওয়ার এমন সুযোগ তো সত্যিই সবসময় আসে না। একটা সময় হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন আরতি। কিন্তু, এখন আপাতত ঘোর সংসারী। উল্লেখ্য, ২০২৪-এর ২৫ মার্চ মুম্বইয়ের ইস্কনের মন্দিরে বিয়ে করেছিলেন। উপস্থিত ছিলেন মুম্বইয়ের হাতে গোনা কয়েকজন সেলেব। সেই তালিকায় রয়েছেন গোবিন্দা থেকে বিপাশা বসু, করণ সিং গ্রোভার ও রেশমি দেশাই।  

আরও পড়ুন: 'যারা না খেয়ে রোগা হতে চান তাঁরা কোয়েলের রান্না খান', মেয়েকে নিয়ে কেন এমন রসিকতা রঞ্জিত মল্লিকের?

bollywood movie Govinda Bollywood News bollywood actress Bollywood Actor Bollywood Couple Aarti Singh