Koel Mallick: 'যারা না খেয়ে রোগা হতে চান তাঁরা কোয়েলের রান্না খান', মেয়েকে নিয়ে কেন এমন রসিকতা রঞ্জিত মল্লিকের?

Koel Mallick Birthday: অভিনয় থেকে সংসার সবটাই দক্ষ হাতে সামলাচ্ছেন। কিন্তু রান্নাবান্নায় কতটা পটু কোয়েল? সেই সার্টিফিকেট দিলেন অভিনেত্রীর বাবা রঞ্জিত মল্লিক।

Koel Mallick Birthday: অভিনয় থেকে সংসার সবটাই দক্ষ হাতে সামলাচ্ছেন। কিন্তু রান্নাবান্নায় কতটা পটু কোয়েল? সেই সার্টিফিকেট দিলেন অভিনেত্রীর বাবা রঞ্জিত মল্লিক।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
কোয়েল রান্না পারেন তবে সেই রান্না মুখে তোলা দায়!

কোয়েল রান্না পারেন তবে সেই রান্না মুখে তোলা দায়!

Koel Mallick As Cook: ২৮ এপ্রিল সোমবার জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন টলিউডের 'বার্বি ডল' কোয়েল মল্লিক। সদ্য কন্যা সন্তানের মা হয়েছেন। এবারের জন্মদিনে এটি নিঃসন্দেহে বাড়তি পাওনা। দুই ছেলে-মেয়ে নিয়েই জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করছেন বার্থডে গার্ল কোয়েল মল্লিক। নাটের গুরু ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি। প্রথম ছবিতেই বাজিমাত। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি কোয়েলকে। একের পর এক হিট সিনেমার নায়িকা হিসেবে দর্শকের মন জয় করে নিয়েছেন কোয়েল মল্লিক।  এখন অবশ্য তিনি দর্শকের দরবারে মিতিন মাসি নামেও পরিচিত। অভিনেত্রী হিসেবে যতটা দক্ষ রাঁধুনি হিসেবে কতটা পাকাপোক্ত কোয়েল মল্লিক?

Advertisment

ইন্ডাস্ট্রির বহু তারকা আছেন যাঁরা ভীষণ ভাল রাঁধুনি। অভিনয়ের পাশাপাশি পাকা গিন্নির মতো রান্নাবান্নাও সামলান। কোয়েল মল্লিক কি সেই দলে? নাকি রান্নায় যে ফোঁড়ন দেওয়া হয় সেটাও ভুলবশত বলেন 'পোঁড়ন'! রন্ধনশিল্পে কোয়েল মল্লিক কতটা পটু সেই কথা ফাঁস করেছেন খোদ অভিনেত্রীর বাবা রঞ্জিত মল্লিক।

Advertisment

আরও পড়ুন: 'আমি আপনার প্রেমে...', পিয়াকে ছেড়ে কার জন্য এমন 'রঙিন' পোস্ট পরমব্রতর?

সাম্প্রতিক অতীতে শাশ্বত চট্টোপাধ্যায় একটি শো করতেন যার নাম ছিল অপুর সংসার। সেখানে বিভিন্ন অতিথিদের সঙ্গে আলাপচারিতায় মাততেন অভিনেতা। একবার সেই শোয়ের অতিথি হয়ে এসেছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। তখনই তাঁর রান্নাবান্না সংক্রান্ত কথাবার্তা হয়। রঞ্জিন মল্লিক মজা করে বলেন, কোয়েল রান্না পারেন তবে সেই রান্না মুখে তোলা দায়! এই কথা শুনে হেসে খুন তিনজনই। 

কোয়েলের কতা ফাঁস করে দিতেই বাবাকে খামচে দেন অভিনেত্রী। যদিও সেটা মজার ছলে। শাস্বত তখন বলে ওঠেন, কোয়েলের পাশে বসা মহাবিপদ। এরপর কোয়েল নিজেই মায়ের রান্নার কথা বলতে গিয়ে বলেন যে তাঁর মা এত তাড়াতাড়ি সব কিছু রান্না করে ফেলেন, সব 'পোঁড়ন' মিশিয়ে চলজলদি সব করে ফেলেন। তখনই শাশ্বত কোয়েলকে থামিয়ে ভুল শুধরে দিয়ে বলেন, ওটা 'পোঁড়ন' নয় ফোঁড়ন। আরও একবার হাসির রোল ওই চ্যাট শোয়ে।

হোমসায়েন্স পরীক্ষায় রান্না করার অভিজ্ঞতাও শেয়ার করেন কোয়েল মল্লিক। মায়ের দেখানো পথেই হেঁটেছিলেন। কিন্তু, শেষ রক্ষা হয়নি। রঞ্জিত মল্লিক বলেন, স্কুলের শিক্ষিকা বলেছিলেন হোমসায়েন্সে তো ফেল ইংরাজি বাংলার নম্বরও কাটা হবে। কোয়েলের কীর্তি দেখে শাশ্বত মজা করে বলেছিলেন, 'কোয়েলকে নিয়ে রান্নাঘর শুরু করুন। কোয়েলর রান্নাঘর।' সঙ্গে সঙ্গে রঞ্জিত মল্লিক যোগ করেন, 'যারা না খেয়ে রোগা হতে চান তাঁরা কোয়েলের রান্না খান।' 

আরও পড়ুন: কঙ্গনা নন গ্যাংস্টারের জন্য প্রথম পছন্দ ছিল কোয়েল, ইমরানের নায়িকা হওয়ার প্রস্তাব কেন নাকোচ করেছিলেন?

Bengali Cinema koel mallick Bengali Actor Bengali Actress Bengali Film Bengali Film Industry Ranjit Mallick