/indian-express-bangla/media/media_files/2025/07/18/aasif-2025-07-18-10-35-03.jpg)
এখন কেমন আছেন তিনি?
Aasif Khan panchayat: শেষ কিছুদিন ধরেই আলোচনায় পঞ্চায়েত খ্যাত আসিফ খান। ফুলেরার জামাইকে নিয়ে পড়ে গেছে হইচই। এমনকি, এও জানা গিয়েছিল যে তিনি নাকি ভীষণভাবে ভুগছেন। শারীরিক অসন্তোষ জানান দিচ্ছিল তাঁর হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এবং, বেশ কিছুসময় চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল হাসপাতালের বিছানায় শুয়ে তিনি নিজের শরীর নিয়ে আপডেট পর্যন্ত দিয়েছিলেন।
তিনি গতকাল 'ম্যায় জিন্দা হু' নামক একটি বইয়ের ওপর হাত রেখে তিনি আভাস দিয়েছিলেন - তিনি ঠিক আছেন। এবং তাঁর আগের দিন অভিনেতা জানিয়েছিলেন আমার শরীর খারাপ লাগছে। সেই কারণেই তাঁকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, গতকাল রাতে মিলেছে আসল খবর। এবং, অভিনেতা নিজেই জানিয়েছেন আসল খবর। তিনি কি সত্যিই অসুস্থ? নাকি অন্য কোনও গল্প আছে? অভিনেতা আছেন কেমন এখন?
Entertainment News: সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, এই অভিনেতাকে ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচান প্রধানমন্ত্রী খোদ! প্রতিবাদীকে চেনেন?
জানা যাচ্ছে, অভিনেতাকে নাকি গতকাল ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। তিনি বাড়ি ফিরে এসেছেন? এই, কদিনের মধ্যে তিনি সুস্থ হয়ে গেলেন? হার্ট অ্যাটাক রোগীদের তো বারবার নজরে রাখতে হয়। তবে, গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং তিনি জানিয়েছেন, তাঁর নাকি কিছুই হয়নি! একথা কি তবে সত্যি? অভিনেতা এক জাতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, নিজের শরীরের প্রসঙ্গে। কী বলছেন তিনি?
আমি সকলের কাছে ক্লিয়ার করতে চাই, যে আমার সেভাবে কিছুই হয়নি। হার্ট অ্যাটাক ছিল না ওটা। এটা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ছিল। লক্ষণগুলি হার্ট অ্যাটাকের মতো অনুভূত হয়েছিল, তবে আমি সম্পূর্ণ সুস্থ। সকলের উদ্বেগের অবসান ঘটিয়ে তিনি এই কথাই বলেন। প্রসঙ্গে...
Satyajit Ray Bangladesh House: 'জঘন্য!' বাংলাদেশে ধ্বংসের মুখে সত্যজিৎ রায়ের ভিটে, ইউনুস সরকারকে ধিক্কার অভিনেত্রীর..
পঞ্চায়েতের দুটি সিজনে তাঁকে দেখা গিয়েছিল। ফুলেরার জামাই হিসেবে দারুণ পরিচিতি পেয়েছিলেন। বিশেষ ফুলেরার চাঁদ সিতারাকে বিধায়কজ্বির কাছ থেকে কিনে এনেই লাইমলাইটে ছিলেন তিনি। এবং, জানা যায়, তাঁর নিজের শহর রাজস্থান থেকে মুম্বাই ফেরার পর তাঁর হঠাৎ করেই শরীরে অস্বস্তি হতে শুরু করে। সন্ধার দিকে তিনি অসুস্থ বোধ করেন, বুকে ব্যাথা শুরু হয়।