Satyajit Ray Bangladesh House: এমন এক মানুষ তিনি, যার সৃষ্টিতে গৌরবান্বিত ভারতবর্ষ। তার হাত ধরেই প্রথম অস্কার আসে ভারতবর্ষের বুকে। কিংবদন্তি সত্যজিৎ রায় এমন এক নাম, যার সিনেমা মেকিংকে প্রশংসায় ভরিয়েছেন, সারা বিশ্বের পরিচালক এবং প্রযোজকরা। গুণী মানুষের কদর করেছে সারা বিশ্ব। সত্যজিৎ রায় ভারতবর্ষের আবেগ এবং বাংলার মানুষের গৌরব। তিনি বাংলা ছবি এবং বাঙালিকে আন্তর্জাতিক স্তরে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, তাঁর আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখানেই শেষ না।
গতকাল সত্যজিৎ রায়ের বাংলাদেশের পৈতৃক ভিটে ভাঙ্গার ঘটনা, সকলকে চমকে দিয়েছে। বাংলাদেশের ময়মনসিংহে কিংবদন্তি পরিচালকের, বাড়ি ছিল। সেই ভিটেই, বর্তমান সরকার নাকি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছেন। এবং এই ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন। মঙ্গলবার তিনি বাংলাদেশ সরকারের কাছে সত্যজিৎ রায় স্মৃতি বিজড়িত এই বাড়িটি সংরক্ষণের জন্য দাবি করেন। সত্যজিৎ রায়ের এই বাড়ি ভাঙা নেহাতই এক সৃষ্টি এবং শিল্পের অবনতি। কিন্তু সত্যজিৎ রায় এই প্রথম নয়...
Sayak Chakraborty: নাম লেখাতে চান রাজনীতিতে? ২১-শে জুলাইয়ের আগেই ম…
আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জ এর বাড়িতেও ভাঙচুরের ঘটনা শোনা গিয়েছিল। সত্যজিৎ রায়ের এই পৈত্রিক বাড়িতে থাকতেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন যে এই সংবাদ অত্যন্ত দুঃখের। অন্যদিকে সত্যজিৎ রায়ের এই বাড়ি ভাঙার ঘটনায়, চিত্র মহলের শোক ও দেখবার মতো। সিনেমা প্রেমী মানুষদের কাছে, সত্যজিৎ রায়ের আবেগের নাম। শুধু তাই নয়, যারা সিনেদুনিয়ায় পা রাখতে চান, ছবি না দেখে তাদের পক্ষে এগিয়ে যাওয়া অসম্ভব। এই ঘটনায় শিল্পী মহলের অনেকেই গর্জে উঠেছেন। ভারতবর্ষের নানান প্রান্তে ছড়িয়ে আছেন গুণী বাঙালিরা। সত্যজিৎ রায়ের এই অপমান তাদের কাছে অপমান স্বরূপ। অনুপমা সিরিয়াল খ্যাত রুপালি গঙ্গোপাধ্যায় এই ঘটনার নিন্দা করেছেন এবং বাংলাদেশ সরকারকে ধিক্কার জানিয়েছেন তিনি। তিনি বলছেন...
জঘন্য এবং ক্ষমার অযোগ্য! ড. মুহাম্মদ ইউনূসের কথিত 'নৈতিক নেতৃত্বে' বাংলাদেশ ভারতরত্ন সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। এটা শুধু ধ্বংসযজ্ঞ কাজ না! বরং এটি একটি বার্তা ছিল তাঁদের তরফে, তারা শিল্পকে ভয় পায়। তারা উত্তরাধিকার মুছে ফেলছে ক্রমাগত। তারা সহিংসতাকে আরও বাড়িয়ে তুলছে, সংস্কৃতিকে নয়। সবকিছু ধ্বংসের মুখে আজ। এই কাজটি তাদের আসল রঙ প্রকাশ করেছে সারা বিশ্বের সামনে।
আরও পড়ুন- Rudranil Ghosh: ২১- জুলাই মানেই কি ডিমভাতের মঞ্চ? রুদ্রনীল বলছেন, 'পশ্চিমবাংলার গ্রামে এদিন চুরি...!'