Singer Arrest: চুরির অভিযোগে দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার আবদু রোজিক! 'ছোটা ভাইজান'-র টিমের তরফে কী জানানো হল?

Abdu Rozik Arrest: দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেফতার অত্যন্ত পপুলার গায়ক ও সোশ্যাল মিডিয়া ইফ্লুয়েন্সার আবদু রোজিক। মিডিয়া রিপোর্ট মোতাবেক, চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। কিন্তু, টিম বলছে...

Abdu Rozik Arrest: দুবাই যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেফতার অত্যন্ত পপুলার গায়ক ও সোশ্যাল মিডিয়া ইফ্লুয়েন্সার আবদু রোজিক। মিডিয়া রিপোর্ট মোতাবেক, চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। কিন্তু, টিম বলছে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

সত্যিই গ্রেফতার আবদু?

Abdu Rozik detained: একাধারে তাজিকিস্তানি গায়ক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও বিগ বস ১৬-এর প্রতিযোগী, তিনি নান আদার দ্যান আবদু রোজিক। মধ্যপ্রাচ্যে আবদু রজিকের জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। শনিবার দুবাই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময়ই পুলিশ গ্রেফতার করে বিগ বস ১৬-এর প্রতিযোগী আবদু রোজিককে। প্রাথমিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, গায়কের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। তবে আবদু রোজিকের টিম এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। একইসঙ্গে অবদু রজিকও ইনস্টা হ্যান্ডেলে সত্যিটা প্রকাশ করেছেন।

Advertisment

Advertisment

Khaleej Times-কে দেওয়া বিবৃতি অনুযায়ী, 'আবদু রোজিককে গ্রেফতার করা হয়নি, আটক করা হয়েছিল। তারপর আবদু রোজিকের সঙ্গে কথা বলার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। দুবাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন।' আবদু রোজিকের ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির তরফে আরও জানানো হয়েছে, 'যে তথ্য ছড়িয়ে পড়েছে সেটা সম্পূর্ণ সত্যি নয়। আমরা আবদু রোজিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেব। যাতে তাঁর ইমেজ কোনওভাবে নষ্ট না হয়। আমরা পরবর্তীতে সমস্ত তথ্য সরবরাহ করব। এটুকু বলতে পারি, এই বিষয়ে আমাদের ব্যখা করার মতো আপাতত কিছু নেই।'

আরও পড়ুন হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ানের ৫ বছরের সন্তান, কী হয়েছে ছোট্ট সোনার?

বিগ বস ১৬-এর প্রতিযোগী আবদু রোজিক ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন। একইসঙ্গে দুবাইয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ও ভিডিও-ও পোস্ট করেছেন। একটি ক্লিপে দেখা যাচ্ছে, আবদুর সঙ্গে রয়েছেন তাঁর কাছের বন্ধু শিব ঠাকরে। আবদু রোজিকের গ্রেফতারের খবরে সোশ্যাল মিডিয়ায় একেবারে শোরগোল পড়ে গিয়েছে। 

আরও পড়ুন আমিরে অতিষ্ঠ পরিচালক মহেশ ভাট, 'গুলাম' ছেড়ে কেন চলে গিয়েছিলেন? সত্যি ফাঁস করলেন সহ অভিনেতা

রিয়্যালিটি শো বিগ বস ১৬-এ অংশগ্রহণের পরই দারুণ ফেমাস হয়ে যান। সকলের কাছে আবদু রোজিক এখন 'ছোটা ভাইজান' নামে বেশি পরিচিত। চরিত্রের সারল্য সকলের মন জয় করেছিল, বিশেষ করে বলিউডের ভাইজান সলমন খানের। এরপর আবদুকে একাধিক রিয়্যালিটি অংশ নিয়েছে। শেষ দেখা গিয়েছে লাফটার শেফ সিজন ২-এ। তবে ভিসা সংক্রান্ত কিছু সমস্যার জন্য কয়েক সপ্তাহ পরই শো ছেড়ে চলে যান। 

Bigg Boss Abdu Rozik