Comedian Munawar Faruqui Son Hospitalized: হাসপাতালে ভর্তি জনপ্রিয় কমেডিয়ানের ৫ বছরের সন্তান, কী হয়েছে ছোট্ট সোনার?

Munawar Faruqui Son: সপ্তাহান্তে স্ট্যান্ডআপ কমেডিয়ান ও ব়্যাপার মুনাওয়ার ফারুকির পরিবারে দুঃশ্চিন্তা। হাসপাতালে ভর্তি ছেলে। ছবি পোস্ট করে সেই খবর শেয়ার করেছেন মুনাওয়ারের স্ত্রী মেহজবিন।

Munawar Faruqui Son: সপ্তাহান্তে স্ট্যান্ডআপ কমেডিয়ান ও ব়্যাপার মুনাওয়ার ফারুকির পরিবারে দুঃশ্চিন্তা। হাসপাতালে ভর্তি ছেলে। ছবি পোস্ট করে সেই খবর শেয়ার করেছেন মুনাওয়ারের স্ত্রী মেহজবিন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

হাসপাতালে কমেডিয়ানের ছেলে

Munawar Faruqui Son Hospitaqlized: স্ট্যান্ডআপ কমেডিয়ান ও ব়্যাপার হিসাবে দারুণ জনপ্রিয় মুনাওয়ার ফারুকি। সপ্তাহান্তে পরিবারে দুঃশ্চিন্তার ছায়া। হাসপাতালে ভর্তি কমেডিয়ান-ব়্যাপার মুনাওয়ারের ছেলে। স্ত্রী মেহজবিন ইনস্টা স্টোরিতে হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে মাকে জড়িয়ে রয়েছে ছোট্ট সোনা আর হাতের একটি ছবি। ক্যাপশনে লেখা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার বাচ্চা ছেলেটা। বর্তমান আবহাওয়ার জন্য ভাইরাল ইনফেকশন হয়েছে মুনাওয়ার-মেহজবিনের ছেলের। সেই জন্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকল মা-বাবার উদ্দেশে মেহজবিন লিখেছেন, 'প্রতিটি মা-বাবাকে বলছি এখন প্রচণ্ড ভাইরাল ইনফেকশন হচ্ছে। বাড়তি সতর্কতা গ্রহণ করুন। সন্তানের প্রতিটি মুহূর্তের উপর নজর রাখুন। সন্তানের পরিস্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার ছোট্ট সোনা।'

Advertisment

প্রসঙ্গত, রিয়্যালিটি শো বিগ বস ১৭-এর বিজয়ী মুনাওয়ার ফারুকি সানা খানের পডকাস্টে বলেছিলেন, মেহজবিনকে বিয়ের দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু, তিনি চাননি কোনও পরিস্থিতিতেই বিয়েটা পিছিয়ে যাক। ২০২৪-এর ২৬ মে গোপনে বিয়ে সারেন মুনাওয়ার ও মেহজবিন। পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের নিয়েই দ্বিতীয়বার নতুন সংসার পেতেছেন মুনাওয়ার। 

Advertisment

আরও পড়ুন 'শেফালি যে সাপ্লিমেন্ট ব্যবহার করত সেগুলো...', কাঁটা গার্লের মৃত্যুর পর প্রকাশ্যে কোন সত্য?

সেই দিনের স্মৃতিচারণা করে বলেছিলেন, 'আমি দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলাম। চিকিৎসরা বলেছিলেন তাড়াতাড়িই ছেড়ে দেওয়া হবে। ওটা শুনে আমি চিন্তিত হয়ে পড়ি। ওঁদের বলেছিলাম, কাল তো আমার বিয়ে! ওঁরা কথাটা শুনে হেসে বলেছিল এখন কোনওভাবেই ছাড়া সম্ভব নয়। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাকে কোনওরকম খাবার খেতে বারণ করেছিলেন। আমি সেই পরামর্শ মেনেই চলেছি। কারন যাই হয়ে যাক আমাকে বিয়ের দিন পৌঁছতে হবে।'

আরও পড়ুন 'বিয়ের দু'দিন আগে হাসপাতালে...', জীবনের কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ মুনাওয়ার ফারুকির

৩৩ বছর বয়সী স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার আরও বলেন, 'আমি একদমই চাইনি বিয়ের দিন পিছিয়ে যাক বা বাতিল হয়ে যাক। সবোই আমাকে নিয়ে চিন্তিত ছিল যে কী ভাবে বিয়টা হবে। আমি প্রত্যেককে আশ্বস্ত করেছিলাম, সব কিছু পরিকল্পনামাফিকই হবে।' প্রসঙ্গত, হিনা খানই মেহজবিন ও মুনাওয়ারকে কাছাকাছি আসতে সাহায্য করেছিলেন। জ্যাসমিনের সঙ্গে প্রথমবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুনাওয়ার। তাঁদের রয়েছে একটি পুত্র সন্তান। অন্যদিনে মেহজবিনেরও রয়েছে প্রথম পক্ষের ১১ বছরের কন্যা সন্তান। 

Munawar Faruqui