Aamir Khan: আমিরে অতিষ্ঠ পরিচালক মহেশ ভাট, 'গুলাম' ছেড়ে কেন চলে গিয়েছিলেন? সত্যি ফাঁস করলেন সহ অভিনেতা

Mahesh Bhatt and Aamir Khan: পরিচালক মহেশ ভাটের সঙ্গেও দুটি ছবিতে কাজ করে সাফল্য অর্জন করেছিলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। কিন্তু, জানেন 'গুলাম' ছবিটা আমিরের জন্যই মহেশ ভাট ছেড়ে চলে গিয়েছিলেন।

Mahesh Bhatt and Aamir Khan: পরিচালক মহেশ ভাটের সঙ্গেও দুটি ছবিতে কাজ করে সাফল্য অর্জন করেছিলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। কিন্তু, জানেন 'গুলাম' ছবিটা আমিরের জন্যই মহেশ ভাট ছেড়ে চলে গিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

আমিরের জন্য গুলাম ছেড়েছলেন মহেশ ভাট

Aamir Khan Ghulam: বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম আমির খান। অভিনয় থেকে প্রযোজনা সর্বক্ষেত্রেই তিনি সিদ্ধহস্ত। এই মুহূর্তে চর্চায় আমির খানের 'সিতারে জমিন পর'। অল্প বয়সেই নমের সঙ্গে জুড়েছে মিস্টার পারফেক্টশনিস্ট তকমা। কেরিয়ারের শুরুতে চকোলেট বয় ইমেজটা যেন আজও আমির ভক্তদের বড্ড প্রিয়। রোম্যান্টিক ছবিতে আমিরের অভিনয় বারবার মন ছুঁয়ে যেত দর্শকের।

Advertisment

পরিচালক-প্রযোজকদের পছন্দের তলিকার শীর্ষে থাকতেন আমির। সেই রকমই বলিউডের বিশিষ্ট পরিচালক মহেশ ভাটের সঙ্গেও দুটি ছবিতে কাজ করে সাফল্য অর্জন করেছিলেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। কিন্তু, জানেন 'গুলাম' ছবিটা আমিরের জন্য মহেশ ভাট ছেড়ে চলে গিয়েছিলেন।

অভিনেতা দীপক তিজোরিও গুলামের অংশ ছিলেন। বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করে বলেন, 'আমি হঠাৎ জানতে পারি মহেশ ভাট গুলাম ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন, আমার পক্ষে সম্ভব নয়। আমিরকে আমি সহ্য করতে পারছি না।' মহেশ ছবি থেকে সরে দাঁড়ালে সেই দায়িত্ব কাঁধে তুলে নেন বিক্রম ভাট।

Advertisment

সেই জন্য ছবি তৈরি করতে দু'বছর সময় লেগেছিল। সাম্প্রতিক অতীতে SCREEN-কে দেওয়া সাক্ষাৎকারে মহেশ ভাট বলেছিলেন, 'আমি ওই ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমিরকে বলেছিলাম, সিনেমা আমার কাছে এতটাও গুরুত্বপূর্ণ নয় যে পুরো জীবন আমি উৎসর্গ করে দেব। যদি অন্য কথা বলি তাহলে সেটা মিথ্যা বলা হবে।'

আরও পড়ুন পরিবারের সঙ্গে হাসপাতালে হবু মা, আচমকা কী হল মম টু বি কিয়ারার?

গুলামের আগে  Dil Hai Ke Manta Nahi,Hum Hain Raahi Pyaar Ke-এ মহেশ ভাটের নির্দেশনায় কাজ করেছেন আমির খান। Radio Nasha-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে মহেশ ভাট বলেছিলেন, Dil Hai Ke Manta Nahi-তে একটা টুপি নিয়ে ১০ ঘণ্টা আলোচনা করেছিলেন। একটি ইউটিউব চ্যানেলকে গুলামে আমিরের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন মহেশ ভাট।

পরিচালকের কথায়,  'আমার সঙ্গে গুলামে কাজ করেছিলেন। সেটা মোটেই ভাল অভিজ্ঞতা হয়নি। একজন মানুষ যখন মহত্ত্বের ভারে ভারাক্রান্ত হয়ে যায় তখন সেই বোঝা সকলের সঙ্গে ভাগ করে নিতে হয়। অর্থনৈতিকভাবে সেটা খুবই কঠিন বিশেষ করে যখন পরিমিত বাজেটের মধ্যে একটি ছবি তৈরি করতে হয়।'

আরও পড়ুন 'শেফালি যে সাপ্লিমেন্ট ব্যবহার করত সেগুলো...', কাঁটা গার্লের মৃত্যুর পর প্রকাশ্যে কোন সত্য?

aamir khan Mahesh Bhatt