/indian-express-bangla/media/media_files/2025/09/08/cats-2025-09-08-14-34-43.jpg)
নিজের সন্তানে কেন আপত্তি?
Abhay Deol On Kids: অভয় দেওল, 'দেব ডি' ছবিতে অভিনয়ের মাধ্যমে লাইমলাইটে ছিনিয়ে নিয়েছিলেন অভিনেতা। সানি দেওল ও ববি দেওলকে অ্যাকশনধর্মী ছবিতে বেশি দেখা গেলেও ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ে স্বচ্ছন্দ্য অভয়। সম্প্রতি ইউটিউব চ্যানেল Jai Madaan–Lady of Fortune-এ শৈশব নিয়ে খোলামেলা আড্ডায় মাতেন অভিনেতা। তারকা পরিবারে বড় হওয়া এবং সন্তান না নেওয়ার সিদ্ধান্তের কারণ নিয়ে মুখ খুললেন অভয় দেওল।
তিনি বলেন, 'আমি সন্তান চাই না। যদি কখনও সংসারও করি তাহলেও নিজের সন্তান নেব না। যদি নিতেই হয় তাহলে দত্তক নেব। আমি যখনই এই পৃথিবীর দিকে তাকাই তখনই ভাবি কেন আমি নতুন একটা প্রাণকে এই ভিড়ে নিয়ে আসব? এত জনসংখ্যার বোঝা এই পৃথিবী আর বইতে পারছে না। তাই আমি চাই না সেখানে আরও নতুন সংযোজন হোক।'
দায়িত্ব নিতে অনিচ্ছুক বলেই কি সন্তান চান না? এই প্রশ্নে অভয় উত্তর দেন, 'আমার মনে হয় আমি হয়ত সন্তানের প্রতি বেশি নিয়ন্ত্রণ জারি করতাম বা অধিকারবোধ জাহির করে ফেলতাম। আমার সহজ-সরল, নিরুদ্বেগ স্বভাব হয়তো হারিয়ে যেত। আমি সবসময় সতর্ক, রক্ষনশীল হয়ে উঠতাম। ছোটবেলায় আমাদের খুবই রক্ষণশীল পরিবেশে বড় করা হয়েছে। আমি হয়তো নিজের সন্তানের ক্ষেত্রেও তাই করে ফেলতাম।'
আরও পড়ুন 'কাট বলার পরও ১০ মিনিট...', 'দ্য বেঙ্গল ফাইলস'-র শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ একলব্যর
অভয় তাঁর শৈশবের স্মৃতিও ভাগ করে বলেন, তিনি ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওলের মতো সফল অভিনেতাদের ঘরে বেড়ে উঠেছেন। প্রথমদিকে কখনও মনে হয়নি কেউ স্টার। তাঁরা ছিলেন বাবা, কাকা, দাদা। বড় হওয়ার পর বুঝেছেন তাঁরা বাকিদের থেকে আলাদা। তাঁদের পদবিটাই সমাজে একটা আলাদা পরিচিতি তৈরি করেছে। স্কুলে অনেক সময় শিক্ষকরা বিশেষ সুবিধা দিতেন।
আরও পড়ুন 'আমাদের মুখ আরও উজ্জ্বল করুন', বঙ্গকন্যা অনুপর্ণার ভেনিস জয়ে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা
কেউ যদি পরিবারের ভক্ত হত তাহলে কোনও ব্যপার না। কিন্তু, যাঁরা পছন্দ করতেন না তাঁরা ইচ্ছে করে সমস্যায় ফেলতেন। সবসময় খেয়াল রাখতে হত কে তাঁর সঙ্গে ভাল ব্যবহার করবে আর কে খারাপ।' অভয় দেওলকে শেষ দেখা গিয়েছিল ২০২২ সালের Jungle Cry ছবিতে। তাঁর আগামী ছবি Bun Tikki। যেখানে সহ-অভিনেত্রী হিসেবে থাকছেন শাবানা আজমি ও জিনাত আমান।