Anuparna Roy-Mamata Banerjee: 'আমাদের মুখ আরও উজ্জ্বল করুন', বঙ্গকন্যা অনুপর্ণার ভেনিস জয়ে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা

Anuparna Roy Venice Film Festival: ৮২ তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের মুখ উজ্জ্বল করলেন বঙ্গললনা অনুপর্ণা রায়। বাংলার মেয়ের এহেন সাফল্যে এক্স হ্যান্ডেলে খুশি জাহির করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Anuparna Roy Venice Film Festival: ৮২ তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের মুখ উজ্জ্বল করলেন বঙ্গললনা অনুপর্ণা রায়। বাংলার মেয়ের এহেন সাফল্যে এক্স হ্যান্ডেলে খুশি জাহির করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অনুপর্ণার প্রশংসায় মমতা

Anuparna Roy: মহিলা পরিচালক ইন্দিরা ধরের ডেবিউ মুভি 'পুতুল' প্রদর্শিত হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। অস্কারেও মনোনীত হয়েও শেষ মুহূর্তে ছিটকে যায়। ৯৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিল বাঙালি পরিচালক অনীক চৌধুরীর 'দ্য জেব্রাজ'। আরও একবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের জয়জয়কার। পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়ের স্বপ্নপূরণের মাধ্যমে আজ গর্বিত গোটা বাঙালি জাতি।

Advertisment

৮২ তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের মুখ উজ্জ্বল করলেন বঙ্গললনা অনুপর্ণা। 'অরিজন্টি' বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পুরুলিয়ার মেয়ে। 'সংগস অফ ফরগটেন ট্রিজ' ছবির জন্য পুরস্কার জয়ের পর উচ্ছ্বসিত বঙ্গতনয়া অনুপর্ণা রায়। বাংলার মেয়ের এহেন সাফল্যে এক্স হ্যান্ডেলে খুশি জাহির করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisment

তিনি লিখেছেন, 'আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়ের অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই। অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন।'

আরও পড়ুন 'কাট বলার পরও ১০ মিনিট...', 'দ্য বেঙ্গল ফাইলস'-র শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ একলব্যর

আরও যোগ করেন, 'চলচ্চিত্রের জগতে যেটাকে কার্যত পৃথিবী জয় বলা যায়। এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনও ভারতীয় পরিচালক পান নি। তাঁর মা-বাবা কুলটিতে থাকেন। তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার  মেয়েদের জয়। আমি প্রার্থনা করব অনুপর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরও উজ্জ্বল করুন।'

পরিচালক অনুপর্ণা পুরস্কার জিতে বলেন, 'আমি প্রযোজক অনুরাগ কাশ্যপ এবং সিনেমার সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ জানাই। আমার ডিওপি অশীতিপর গাফার দেবজিৎ বন্দ্যোপাধ্যায়কেও অশেষ ধন্যবাদ। আমার শহর, আমার দেশের প্রত্যেককে এই পুরস্কার উৎসর্গ করছি।'

ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত ইস্যুতেও মুখ খোলেন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারজয়ী পরিচালক। তাঁর কথায়, 'প্রত্যেক শিশুর শান্তি, স্বাধীনতা অর্জনের অধিকার রয়েছে। প্যালেস্তাইনও ব্যতিক্রম নয়। হয়তো আমার এই কথায় আমার দেশেরও কেউ কেউ বিরক্ত হবেন, তবু আমি এই কথাই বলব।' 

আরও পড়ুন উইকএন্ডেও বক্স অফিসে ধস, প্রথম তিনদিনে কত আয় বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস'-র?

CM Mamata banerjee