/indian-express-bangla/media/media_files/2025/09/08/cats-2025-09-08-12-53-18.jpg)
বিবেকের প্রশংসায় একলব্য
Eklavya Sood: বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ফাইলস ট্রিলজির শেষ ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক একলব্য সুদের। আর তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সিমরত কৌর। সম্প্রতি জুম-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একলব্য 'দ্য বেঙ্গল ফাইলস'-এ কাজের অভিজ্ঞতা ভাগ করেছেন। এই ছবি ঘিরে বিতর্ক অব্যাহত, তবে বিবেকর প্রশংসায় পঞ্চমুখ একলব্য।
এই প্রসঙ্গে তিনি বলেন, 'বিবেক স্যার চান অভিনেতারা চরিত্র হয়ে উঠুক। আমি নিজেও সেই স্কুল থেকেই এসেছি যেখানে চরিত্রটিকে পর্দায় প্রকৃত অর্থে জীবন্ত করে তোলার সুযোগ থাকে। তাই আমি বুঝেছিলাম এই ছবির জার্নি হবে শিক্ষামূলক এবং একই সঙ্গে আনন্দদায়ক। ডাইরেক্ট অ্যাকশন ডে-র দৃশ্য শুটের সময় তিনি আমার অভিনয়কে অন্যমাত্রায় নিয়ে যেতে বলেছিলেন। ক্যামেরা বন্ধ হওয়ার পরও আমি প্রায় দশ মিনিট ধরে কেঁদেছিলাম।'
অভিনেতার কথায়, 'এই ছবিটি আমাকে আরও অনেকবেশি সংবেদনশীল করে তুলেছে। এটি শুধু ইতিহাস বা পরিসংখ্যান নয় বাস্তব কাহিনি। মানুষের যন্ত্রণা, তাঁদের লড়াইয়ের গল্প। সেই অনুভূতি আমার সঙ্গে থেকে যাবে।' সিনেমার ট্যাগ নিয়ে মতপোষণ করেছেন একলব্য। তিনি বলেন, 'আমি সিনেমাকে বলিউড, টলিউড এভাবে ভাগ করতে পছন্দ করি না। সিনেমা মানেই গল্প বলার মাধ্যম। দ্য বেঙ্গল ফাইলস সেই রকম একটি ছবি।'
আরও পড়ুন উইকএন্ডেও বক্স অফিসে ধস, প্রথম তিনদিনে কত আয় বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস'-র?
একলব্য অভিনীত 'রাইজিংহানি ভার্সেস রাইজিংহানি' থেকে 'দ্য বেঙ্গল ফাইলস'-এর জার্নি নিয়েও কথা বলেছেন। তাঁর কথায়, 'রাইজিংহানি ভার্সেস রাইজিংহানি'-র জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। দর্শকরা হর্ষ নোকেওয়াল চরিত্রটিকে ভালোবেসেছেন। তারপর প্রায় চার থেকে ছয় মাসের বিরতি নিয়ে দ্য বেঙ্গল ফাইলস-এ কাজের প্রস্তাব আসে। এই বিরতিই আমাকে নতুন করে প্রস্তুত হতে সাহায্য করেছে।'
বাঘি ৪-এর সঙ্গে সংঘাত নিয়ে কী বলছেন একলব্য? অভিনেতার স্পষ্ট জবাব, 'দুটি ছবি সম্পূর্ণ আলাদা ঘরানার। আশা করি, দু'টি ছবিই ভাল ব্যবসা করবে। তবে এটাও সত্যি আমার ডেবিউ ছবির জন্য প্রতিযোগীতা কখনই চাইনি। আমার বিশ্বাস, দুটি ভিন্ন ঘরানার ছবি। দর্শক দুই ছবিই দেখবে।'
আরও পড়ুন বক্স অফিসে ধরাশায়ী বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস', প্রথম দিনে বক্স অফিস আয় কত?