Advertisment
Presenting Partner
Desktop GIF

সৌমিত্রর সঙ্গে 'অভিযান' শুরু পরমব্রতর

অবশেষে পাওয়া গেল সেই সময়। ৮৫তম জন্মদিন উপলক্ষেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকের ঘোষণা করে কিছুদিন আগেই শুরু হল শুটিং।

author-image
IE Bangla Web Desk
New Update
abhijaan

শুটিং ফ্লোরে সৌমিত্র-পরমব্রত। ফোটো- রোডশো ফিল্মস টুইটার

সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক নিয়ে প্রথমে মুখে কুলুপ এঁটেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছিলেন, ''ওটা এখনই বলছি না। যথাসময়ে বলব। আসলে কাজটা এত গুরুত্বপূর্ণ, সেনসেটিভ এবং আদরের একটা কাজ। তাই পুরোটা তৈরি না হয়ে কিছু বলতে চাইছি না। যখন বলব সম্পূর্ণটা বলতে চাইব।'' অবশেষে পাওয়া গেল সেই সময়। কিছুদিন আগেই শুরু হল বায়োপিকের শুটিং।

Advertisment

ছবির নাম অভিযান। সেখানে কমবয়সি সৌমিত্রর ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। যেহেতু তাঁর জীবনকাহিনি, সুতরাং সেই শর্ত মেনে চিত্রনাট্যে এসেছে কিছু অভিনেতা-অভিনেত্রীর চরিত্র। তবে বর্তমান বয়সের নিজের ভূমিকাতে পর্দায় আসবেন সৌমিত্র নিজে।

আরও পড়ুন, ‘আমি সত্যজিৎ রায় বলছি, তোমাকে আমার দরকার’

প্রথমে কমবয়সি সৌমিত্র-র চরিত্রে অভিনয় করার কথা ছিল পরমব্রতর নিজের, পরবর্তীতে যিশু এলেন। তবে সুচিত্রা সেন, সত্যজিৎ রায়, মাধবী মুখোপাধ্যায় থেকে রবি ঘোষ-এর মতো ব্যক্তিত্বদের পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক কিউ, পাওলি দাম, সোহিনী সরকার এবং রুদ্রনীল ঘোষ।

ছবিতে সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে পাওলি দাম। এর আগে মহানায়ক ধারাবাহিকে সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করেছেন নায়িকা। সত্যজিৎ রায়ের ভূমিকায় পর্দায় অবর্তীন হবেন পরিচালক কিউ। মাধবী মুখোপাধ্যায় হবেন সোহিনি সরকার। দীর্ঘ ষাট বছরের কেরিয়ার পর্দায় তুলে ধরবেন পরমব্রত। ফেব্রুয়ারির শুরুতেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেই মত শুরু প্রথম পর্বের কাজ।

আরও পড়ুন, অভিযাত্রিক টিজার: কাজলকে নিয়ে অনেক দূরের যাত্রায় অপু

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood parambarata chatterjee Bengali Cinema soumitra chatterjee
Advertisment