Abhijit Gangopadhyay Health: এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? সুস্থ হয়ে কবে বাংলায় ফিরছেন? বড় খবর দিলেন রুদ্রনীল

তাঁর আরোগ্য কামনায় অনেকেই প্রার্থনা করেছিলেন। কেউ কেউ তো বেজায় আতঙ্কেই ছিলেন। কিন্তু, এখন কেমন আছেন তিনি? হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

তাঁর আরোগ্য কামনায় অনেকেই প্রার্থনা করেছিলেন। কেউ কেউ তো বেজায় আতঙ্কেই ছিলেন। কিন্তু, এখন কেমন আছেন তিনি? হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

author-image
Anurupa Chakraborty
New Update
rudra on abhijit ganguly

কী জানালেন রুদ্রনীল?

Abhijit Gangopadhyay Health: AIIMS - দিল্লিতে চিকিৎসাধীন ছিলেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই দিল্লিতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। মাঝেমধ্যে তো সংকটজনক ছিলেন তিনি। শুধু তাই নয় তাঁর সুরক্ষার খাতিরে ২৪ ঘণ্টা তৎপর ছিলেন চিকিৎসকরা। এবং রাজনৈতিক নেতাদের তরফেও তাঁর নানা খোঁজখবর নেওয়া হচ্ছিল। অভিজিৎ বাবুর প্যাঙ্ক্রিয়াস প্রায় ৭০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

Advertisment

তাঁর আরোগ্য কামনায় অনেকেই প্রার্থনা করেছিলেন। কেউ কেউ তো বেজায় আতঙ্কেই ছিলেন। কিন্তু, এখন কেমন আছেন তিনি? হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসাধীন থাকাকালীন তাঁকেশেষ কিছুদিন আইসিইউ থেকে বের করে জেনারেল বেডে দেওয়া হয়েছিল। তারপর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন কেমন আছেন তিনি সেটা জানতেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা ফোন করেছিল রুদ্রনীল ঘোষকে। তাঁর সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হয় অভিজিৎ বাবুর পরিবারের। 

Singer Passed Away: শেষরক্ষা হল না, প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী...

অভিনেতার কাছে জানা গেল, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আপাতত তিনি দিল্লির বাড়িতেই রয়েছেন। সেখানেই সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি। পরিবারের অনেকেই আছেন তাঁর সঙ্গে। চিকিৎসকরাও রয়েছেন তত্ত্বাবধানে। রুদ্রনীল বলেন উনি এখন ঠিক আছেন। বাড়িতে আরামে আছেন, এবং যথেষ্ট বিশ্রামে রয়েছেন। রুদ্র কি দেখতে গিয়েছিলেন? 

Advertisment

Shehnaz Gill in Kolkata: কলকাতায় শেহনাজ, কাটা কাটা শব্দে বাংলা বললে…

বিজেপি ঘনিষ্ঠর তরফে জানা গেল, সামনের সপ্তাহে যেতে পারেন। এবং যেহেতু হাসপাতালে থাকাকালীন অনেক ধরণের বিধিনিষেধ ছিল এবং বেশ কিছু সমস্যাও ছিল, তাই আর যাওয়া হয়ে ওঠেনি তাঁর। কিন্তু আগামী সপ্তাহে একবার বাড়িতেই তাঁকে দেখতে যেতে পারেন তিনি। এবং আগামী ১৫ দিনের পরই বাংলায় ফিরতে পারেন অভিজিৎ বাবু -এমনটাই জানিয়েছেন তিনি। প্রসঙ্গে অনেকবছর পর আবারও রুদ্রর অনেকগুলি ছবি একসঙ্গে এইবছর রিলিজ করতে চলেছে। তাঁর মধ্যে রয়েছে ধুমকেতুও। কিছুদিন আগেই রিলিজ করেছিল গৃহপ্রবেশ। সেই ছবিতেও বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। 

Rudranil Ghosh justice abhijit ganguly