Ramayana First Teaser: ধর্ম আর ক্ষমতা, মানব বনাম অমরের লড়াই 'রামায়ণ', রনবীর-যশের ছবি কবে রিলিজ করছে?

যে মোশন টিজার প্রকাশ করা হয়েছে সেটি দেখে বাহ বাহ বলা ছাড়া উপায় নেই। এই ছবিতে রাম হিসেবে রয়েছেন রণবীর কাপুর এবং যশ রয়েছেন রাবণ হিসেবে। সীতা হিসেবে রয়েছেন সাই পল্লবী। লক্ষণ হিসেবে রয়েছেন রবি দুবে।

যে মোশন টিজার প্রকাশ করা হয়েছে সেটি দেখে বাহ বাহ বলা ছাড়া উপায় নেই। এই ছবিতে রাম হিসেবে রয়েছেন রণবীর কাপুর এবং যশ রয়েছেন রাবণ হিসেবে। সীতা হিসেবে রয়েছেন সাই পল্লবী। লক্ষণ হিসেবে রয়েছেন রবি দুবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ramayan

প্রকাশ্যে রামায়ণের ফার্স্ট মোশন টিজার...

Ramayana First Teaser:  বহুদিন ধরেই রামায়ণ নিয়ে আলোচনা তুঙ্গে। এবং এই ছবির দিকে তাকিয়ে বসে আছেন অনেকেই। নীতিশ তিওয়ারির রামায়ণ যে বৃহৎ আকারে ঝড় আনতে চলেছে ভারতীয় সিনেমার ক্ষেত্রে সেকথা বলাই যায়। এবং টানা দশ বছর ধরে নানা কিছু আলোচনার মধ্যে দিয়েই আজকের দিনটি সম্ভব হয়েছে। কিছুদিন আগেই দেখা গিয়েছিল, এই ছবির ফার্স্ট পার্ট শুটিং শেষ হয়ে গিয়েছে।

Advertisment

আর আজ একটি মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে। যেখানে রাম এবং রাবণের এই এপিক সাগাকে সকলের সামনে আবারও নতুন করে তুলে ধরা হয়েছে। রাম যিনি মর্যাদা পুরুষোত্তম, যার কাছে জীবন অর্থ ধর্ম এবং ত্যাগ অন্যদিকে রাবণ, যার কাছে ক্ষমতা এবং প্রতিশোধ সবসময় প্রাধান্য পেয়েছে, তাঁদের যুদ্ধের এক গল্প দেখানো হয়েছে। এবং যে মোশন টিজার প্রকাশ করা হয়েছে সেটি দেখে বাহ বাহ বলা ছাড়া উপায় নেই। এই ছবিতে রাম হিসেবে রয়েছেন রণবীর কাপুর এবং যশ রয়েছেন রাবণ হিসেবে। সীতা হিসেবে রয়েছেন সাই পল্লবী। লক্ষণ হিসেবে রয়েছেন রবি দুবে। আর শ্রী হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল।

রামায়ণম অশুভের ওপর শুভের লড়াই। এ এমন এক লড়াই যা সত্বার এবং ভালবাসার। যা, দুষ্টএর দমন। এবং যাতে আবারও প্রমাণিত হয়েছিল, যতই অশুভের শোষণ এবং ক্ষমতা থাক না কেন, এই দুনিয়ায় শ্রী বিষ্ণু যতবার মানুষকে উদ্ধার করতে চেয়েছেন, তিনি এসেছেন এবং সকলকে উদ্ধার করেছেন। আজ সেই এপিক মহাযুদ্ধের প্রথম ঝলক সামনে এসেছে গ্রাফিক্যাল ভাবে। তাঁর সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এসেছে রনবীর এবং যশের বেশ কিছু দৃশ্য। এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থেকে বলা যেতেই পারে, এই ছবি কামাল করতে চলেছে।

Bollywood Actress: পুত্র সন্তান ছিল না, মাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়!…

Advertisment

নমিত মালহোত্রার নেতৃত্বে নির্মিত, রামায়ণ একত্র করছে অস্কারজয়ী প্রযুক্তিবিদদের, হলিউডের সেরা নির্মাতাদের ও ভারতের শীর্ষস্থানীয় শিল্পীদের। যা এই মহাকাব্যকে আধুনিক প্রযুক্তিএর সঙ্গে সঙ্গে ভারতীয় সংস্কৃতির মূল গাঁথাকেও অক্ষত রাখবে। ছবিতে কী কী দেখানো হবে?

এক চিরন্তন যুগে, মহাবিশ্ব পরিচালিত হয় ব্রহ্মা স্রষ্টা, বিষ্ণু রক্ষক এবং শিব সংহারক — এই ত্রিমূর্তির দ্বারা। দেবতা, ঋষি, মানুষ ও অসুরদের মধ্যে ভারসাম্য রক্ষা করাই তাঁদের দায়িত্ব। কিন্তু এই ভারসাম্যের ছাই থেকে উঠে আসে এক অদ্ভুত শক্তি।এক অপ্রত্যাশিত অসুর-শিশু পরিণত হয় রাবণ-এ — সৃষ্টি জগতের সবচেয়ে ভয়ঙ্কর ও অজেয় রাজা। তাঁর গর্জনে স্বর্গ কেঁপে ওঠে। তাঁকে থামাতে, বিষ্ণু পৃথিবীতে অবতীর্ণ হন তাঁর সবচেয়ে দুর্বল রূপে, একজন মানব রাজপুত্র রাম হিসেবে। এভাবেই শুরু হয় চিরন্তন যুদ্ধ। রাম বনাম রাবণ। মানব বনাম অমর। আলো বনাম অন্ধকার। এটাই রামায়ণ।

Actress Tragic Death: শরীরে একাধিক ছুরিকাঘাত, অভিনেত্রী মেয়ে ও মাকে খুন করে গৃহকর্মীরাই! ১০দিন মর্গে বেওয়ারিশ লাশ...

নমিত মালহোত্রা - ছবির প্রযোজক বলেন, এটা আমার কাছে একটা স্বপ্ন। দীর্ঘদিনের দেখা স্বপ্ন। আমরা নিতেশের সঙ্গে কোলাব করে এই যাত্রা শুরু করেছিলাম। আমরা এবার শুধু রামায়নকে তুলে ধরছি না। আমাদের ঐতিহ্যকে তুলে ধরছি। ভারতীয় হিসেবে রামায়ন আমাদের কাছে সত্য। নীতিশ তিওয়ারির কথায়, এমন স্কেলে এই ছবিতে উপস্থাপন করা মোটেই সহজ না। এর প্রথম ভাগ রিলিজ করবে, ২০২৬ এর দীপাবলিতে এবং দ্বিতীয় ভাগ রিলিজ করবে ২০২৭ এর দীপাবলিতে।

ranbir kapoor yash Ramayan