Bollywood Actor: 'পরিবারকে বাঁচাতে নিজের হাতে খুন করতেও...', প্রচ্ছন্ন হুঁশিয়ারি জনপ্রিয় অভিনেতার

Abhinav Shukla Statement: সলমনের পর এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন আরও এক অভিনেতা। হুমকিবার্তায় স্পষ্ট উল্লেখ রয়েছে, সলমনের মতোই তাঁর বাড়িতেও গুলি চালানো হবে। তবে এই বিষয়ে একেবারে অকুত ভয় অভনব শুক্লা। সম্প্রতি Shardul Pandit-এর পডকাস্টে এসে বললেন কোনও সমস্যার আঁচ পরিবারের গায়ে আসতে দেবে না। প্রয়োজনে নিজের হাতে কাউকে মারতেও কুণ্ঠাবোধ করবেন না।

Abhinav Shukla Statement: সলমনের পর এবার প্রাণনাশের হুমকি পেয়েছেন আরও এক অভিনেতা। হুমকিবার্তায় স্পষ্ট উল্লেখ রয়েছে, সলমনের মতোই তাঁর বাড়িতেও গুলি চালানো হবে। তবে এই বিষয়ে একেবারে অকুত ভয় অভনব শুক্লা। সম্প্রতি Shardul Pandit-এর পডকাস্টে এসে বললেন কোনও সমস্যার আঁচ পরিবারের গায়ে আসতে দেবে না। প্রয়োজনে নিজের হাতে কাউকে মারতেও কুণ্ঠাবোধ করবেন না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
'পরিবারকে বাঁচাতে নিজের হাতে খুন করতেও...'

'পরিবারকে বাঁচাতে নিজের হাতে খুন করতেও...'

Bollywood Actor Bold Statement:সম্প্রতি এক রবিবাসরীয় ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পেয়েছেন অভিনেত্রী রুবিনা দিলায়েকের স্বামী অভিনব শুক্লা। সমাজমাধ্যমে অঙ্কুশ নামে যে ব্যক্তি হুমকিবার্তা দিয়েছেন তিনি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। শুধু তাই নয়, বিগ বস ১৩-এর ঘরে রুবিনার সঙ্গে ব়্যাপার অসীম রিয়াজের ঝামেলার প্রসঙ্গ টেনে বলেছেন তিনি নাকি রিয়াজের বিরাট ভক্ত। তাই রিয়াজের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য রুবিনাকেও ছেড়ে দেবেন না। 'লরেন্স বিষ্ণোই জিন্দাবাদ। লরেন্স বিষ্ণোই ভাই আসীম ভাইয়ের সঙ্গে আছে।' ঠিক এভাবেই রুবিনাকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, অভিনব শুল্কা  প্রাণনাশের হুমকিবার্তার যে স্ক্রিনশট শেয়ার করেছেন সেটা দেখলে তো যে কেউ ভয়ে সিটিয়ে যাবে। সেখানে স্পষ্ট লেখা ছিল, সলমন খানের বাড়িতে যেভাবে গুলি চালিয়ে ছিলাম এবার তোমার বাড়িতেও সেটাই হবে। 

Advertisment

পুলিশেও অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই বিষয়ে একেবারে অকুত ভয় অভনব শুক্লা। সম্প্রতি Shardul Pandit-এর পডকাস্টে এসে বললেন কোনও সমস্যার আঁচ পরিবারের গায়ে আসতে দেবে না। প্রয়োজনে নিজের হাতে কাউকে মারতেও কুণ্ঠাবোধ করবেন না। অভিনবের সাফ কথা, 'আমি একটু পুরনো দিনের মানুষ। আজকাল তো আমি দেখি পুরুষদেরও ক্ষতি করা হয়। তবে আমার মনে হয় পরিবারকে বাঁচাতে পুরুষেরও ঝাঁপিয়ে পড়া উচিত। আমি তো আমার পরিবারকে বাঁচাবই। আমি যা বললাম সেটা হয়ত বিতর্কিত মন্তব্য।'

আরও পড়ুন: দীপিকা টু ক্যাটরিনা- আলিয়া থেকে প্রিয়াঙ্কা, ইনস্টায় প্রচারমূলক পোস্ট পিছু তারকাদের আয় শুনলে ভিড়মি খাবেন

আরও বলেন,  'আমার পরিবার কাছের মানুষগুলো বাঁচাতে যদি কাউকে হত্যা করা হয় তাহলে আমি তা করতে পিছপা হব না। একবারও ভাবব না এটা আমি কী করছি। আমি যেটা ভেবেছি সেটাই করব। আমার নিজের ক্ষতি মেনে নেব কিন্তু, পরিবারের নয়।'  তার এই কথাগুলো শুনে অবাক উলটো দিকে থাকা মানুষটিও। অভিনব শুক্লা বরাবরই শান্ত স্বভাবের। তাঁর এই মেজাজ যেন চরিত্রের সঙ্গে একেবারেই মিলছে না। কাউকে কোনওদিন আঘাত করেছেন? শারদুলের সেই প্রশ্নের উত্তরে জানান, ছাত্রজীবনে অনেকবারই মারপিট করেছেন। তাঁকে কেউ মারলে তিনিও পালটা দিতেন। 

Advertisment

ছোটি বহু ধারাবাহিকে অভিনয়ের সুবাদে দর্শকের দরবারে পরিচিত মুখ। বিগ বস ১৪-এর ঘরে একদম 'কুল' মুডে থাকতেন অভিনব। সেই প্রসঙ্গে তাঁর জবাব, ওই রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীদের উপর পারফর্ম করার অনেকরকম চাপ থাকে। কিন্তু, তিনি সর্বদা চাপমুক্ত থাকতেই পছন্দ করতেন। বিগ বসের ঘরে অনেকেই অভিনবকে মজা করে বলতেন, 'ঠান্ডা', 'নল্লা' । কিন্তু, এগুলো কখনই তাঁর মনে কোনও প্রভাব ফেলেনি। কারণ ব্যখ্যা করতে গিয়ে সেই একই কথা বলেন, 'প্রতিযোগীদের উপর পারফর্মেন্সের অনেকরকম বাড়তি চাপ থাকে।'  

আরও পড়ুন: 'সলমনের মতোই এবার তোমার বাড়িও...', ভাইজানের পর লরেন্সের নিশানায় কোন অভিনেতা? জড়াল বিগ বস সদস্যের নাম!

Bigg Boss 14 reality show Abhinav Shukla