Top 10 most followed Indians: এই মুহূর্তে জনসংযোগের অন্যতম সেরা মাধ্যম ইনস্টাগ্রাম। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেরই রয়েছে ইনস্টা অ্যাকাউন্ট। তারকারা নিজেদের ছবি পোস্টের পাশাপাশি ব্র্যান্ডের প্রচারও করেন। ইনস্টাগ্রামে বিশেষ ব্র্যান্ডের প্রচারের জন্য তারকারা যে ছবি পোস্ট করেন তার বিনিময়ে নেন মোটা অঙ্কের টাকা। সেই টাকার পরিমান শুনলে চোখ কপালে উঠবে। একটা পোস্টের জন্য এত টাকা!! সম্প্রতি GQIndia-একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই বিরাট কোহলি থেকে শ্রদ্ধা কাপুর সহ পাওয়ারফুল ১০ তারকার প্রতি পোস্ট পিছু খরচ কত সেই তথ্য প্রকাশ করেছে। ভারতীয় হিসেবে ইনস্টায় সর্বাধিক ফলোয়ার্স সংখ্যার ভিত্তিতে প্রথম স্থানাধিকারী বিরাট কোহলি। ক্রমানুসারে রয়েছেন শ্রদ্ধা কাপুর থেকে প্রিয়াঙ্কা চোপড়া আলিয়া ভাট সহ আরও অনেকে।
প্রথমে আসা যাক বিরাটের কথায়। ভারতীয় হিসেবে শুধু ইনস্টায় ফলোয়ার্স সংখ্যাই ব্যাপক তা নয়, বিজ্ঞাপনের প্রচারের জন্য পোস্ট পিছু বিরাটের পকেটে আসে ১৪ কোটি টাকা (সূত্র The Economic Times)। উল্লেখ্য, বিরাটের ইনস্টা ফলোয়ার্স ২৭০ মিলিয়ানের চেয়েও বেশি। এবার নজরে আশিকি ৩ খ্যাত শ্রদ্ধা কাপুর। তিনি পোস্ট পিছু কত দর হাঁকান?Times of India-এর রিপোর্ট মোতাবেক, ৩৭ বছর বয়সী অভিনেত্রী একাধিক ব্র্যান্ডের মুখ। প্রতি পোস্টের জন্য শ্রদ্ধার ঝুলিতে আসে ১.৪ কোটি টাকা। ফলোয়ার্স সংখ্যা ৯৪.২ মিলিয়ান।
দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টা ফলোয়ার্স সংখ্যা ৯২.৬ মিলিয়ান। ইনস্টায় কোনও ব্র্যান্ডের প্রমোশনের জন্য তাঁর পারিশ্রমিক তিন কোটি। ফলোয়ার্স সংখ্যার ভিত্তিতে ভারতীয় হিসেবে চতুর্থ স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী। তবে তিনি কোনও ব্র্যান্ডের প্রচারের মুখ নন। পঞ্চমে মহেশ কন্যা আলিয়া ভাট। তাঁর ফলোয়ার্স সংখ্যা ৮৬.২ মিলিয়ান। News18-এর রিপোর্ট মোতাবেক ইনস্টাগ্রামে প্রচারমূলক পোস্টের জন্য আলিয়া নিয়ে থাকেন ৮৫ লাখ থেকে এক কোটি। একাধিক ব্র্যান্ডের মুখ আলিয়া ভাট।
আরও পড়ুন: 'আমি একটা Useless পার্সন', বিলাসবহুল জীবনযাপনের পরও টাকার জন্য চরম অবসাদ আমির কন্যা ইরার!
ক্যাটরিনা কইফের ইনস্টা ফলোয়ার্স সংখ্যা ৮০.৪ মিলিয়ান। বেশ কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন ভিকি ঘরণী। News18-এর রিপোর্ট অনুযায়ী, প্রচারমূলক পোস্ট পিছু ক্যাটরিনার আয় ৯৭ লাখ। হাইপ্রোফাইল ব্র্যান্ডের প্রচার করেন বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন। The Times of India-র রিপোর্ট অনুযায়ী প্রতি পোস্ট পিছু দীপিকার দর দু'কোটি।
ইনস্টায় ভারতীয় সেলেবের ফলোয়ার্স সংখ্যার বিচারে প্রথম ১০-এ রয়েছেন নেহা কক্কর। তিনিও বেশ কয়েকটি ব্র্যান্ডের প্রমোশন করেন। তবে পোস্ট পিছু কত টাকা নেন সেটা অবশ্য উল্লেখ নেই। সেই তালিকায় রয়েছেন ঊর্বশী রাওতেলাও। ইনস্টায় ফ্যান ফলোয়ার্স ৭২.৬ মিলিয়ান। কিন্তু, প্রোমোশনাল পোস্ট পিছু কত আয় সেটা এখনও জানা যায়নি। জ্যাকলিন ফার্নান্ডেজও রয়েছেন এই তালিকায়। ৭১,১ মিলিয়ান ফলোয়ার্স সংখ্যা কিন্তু, একাধিক ব্র্যান্ডের মুখ হয়েও প্রচারমূলক পোস্ট পিছু কত আয় করেন সেটা জানা যায়নি।
আরও পড়ুন: 'পরিক্রমা'-র জন্য বাবা-ছেলের যৌথ পুরস্কার, আন্তর্জাতিক মঞ্চে ইতিহাস গড়ে ফের গর্বিত জাতীয় পুরস্কারজয়ী গৌতম ঘোষ