Advertisment
Presenting Partner
Desktop GIF

Abhishek-Aishwarya Dubai Villa : সুইমিং পুল থেকে গল্ফ কোর্স, ঐশ্বর্য-অভিষেকের দুবাইয়ের বাড়ির অন্দরমহল কেমন?

Abhishek-Aishwarya : দুবাইয়ে স্বপ্নের বাড়ি কিনেছিলেন অভিষেক-ঐশ্বর্য। মনের মতো করে সেটি সাজিয়েছিলেন। কী কী আছে তারকা দম্পতির কোটি কোটি টাকার এই ভিলাতে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
-অভিষেকের দুবাইয়ের বাড়িতে কী আছে?

-অভিষেকের দুবাইয়ের বাড়িতে কী আছে?

Abhishek-Aishwarya Dubai Villa Price : ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে চলছে বিস্তর জল্পনা। দুবাইয়ের একটি ইভেন্টে রাই সুন্দরী নিজের নামের পাশ থেকে সরিয়ে দিয়েছেন বচ্চন পদবিও। যা তারকা দম্পতির বিচ্ছদ জল্পনাকে আরও একটু উসকে দিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে একেবারে নীরব দম্পতি। জলসার বাইরে দুবাইয়ে স্বপ্নের বাড়ি কিনেছিলেন বচ্চন দম্পতি। মনের মতো করে সাজিয়েছিলেন। ২০১৫-এ বাড়ি কিনেছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। রিপোর্ট মোতাবেক, বাড়িটির দাম ১৬ কোটি। পাওয়ার কাপল অভিষেক-ঐশ্বর্যর অন্দরমহলের ছবি দেখতে উৎসুক সাধারণ মানুষ। বাড়ির চারপাশে কী রয়েছে, অন্দরের সাজসজ্জা কেমন দেখলে চমকে যাবেন। 

Advertisment

জুমেইরা গল্‌ফ এস্টেটে বাড়িটি কিনেছিলেন অভিষেক-ঐশ্বর্য। কোটি কোটি টাকার বাড়ির ইন্টেরিওর যে চমকপ্রদ হবে সেটাই তো স্বাভাবিক। অভিষেক-ঐশ্বর্যর দুবাইয়ের বাড়িতে রয়েছে উন্নতমানের প্রযুক্তি দিয়ে তৈরি মর্ডান রান্নাঘর, বিশেষ ধরনের হোম থিয়েটার।

আরও পড়ুন:অভিষেকের সঙ্গে বিচ্ছেদে সিলমোহর? চর্চার মাঝেই 'বচ্চন' পদবি সরালেন ঐশ্বর্য, দেখুন ভাইরাল ভিডিয়ো

এছাড়াও রয়েছে সুইমিং পুল, গল্ফ কোর্স আর একটি অত্যাধুনিক সুন্দর করে সাজানো বাগান। বচ্চন দম্পতির দুবাইয়ের বাড়িতে রয়েছে বিশেষ ধরণের সুযোগ-সুবিধাও। দুবাইয়ের ওই এলাকায় রয়েছে বলিউডের কিং শাহরুখ থেকে শিল্পা শেট্টি ও অনন্ত আম্বানির বাড়ি। 

আরও পড়ুন:'জীবনটা খুবই ছোট...', অভিষেকের সঙ্গে ডিভোর্স গুঞ্জনের চর্চায় ঘি ঐশ্বর্যর ভাই বউয়ের!

অভিষেকের থেকে ঐশ্বর্যর সম্পত্তির পরিমান অনেকটাই বেশি। রাই সুন্দরীর মোট সম্পত্তি ৭৭৬ কোটি আর জুনিয়র বচ্চনের ২৮০ কোটি। প্রসঙ্গত, গুরু ছবির শ্যুটিংয়ের সময় কাছাকাছি আসেন অ্যাশ-অভিষেক। ২০০৭-এ প্রেম পরিণত হল শুভ পরিণয়ে।

২০১১-এ বচ্চন দম্পতির জীবনে এল তাঁদের একমাত্র সন্তান আরাধ্যা। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে চিড় ধরেছে বলেই ইন্ডাস্ট্রির কানাঘুষো। অভিষেকের জীবনে নতুন প্রেমের বসন্ত হিসেবে এসেছেন নিমরত কৌর! যদিও এই প্রসঙ্গে মুখে কুলুপ বচ্চন পরিবার থেকে নিমরতের। 

Abhishek Bachchan bollywood movie Aishwarya Rai Bachchan Bollywood News bollywood actress Bollywood Actor Bollywood Couple Bollywood Celeb Home
Advertisment